
রাজবাড়ীতে তালাকপ্রাপ্ত নারীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাব্বির ফয়েজ এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজবাড়ীর পাংশা উপজেলার জিয়েলগাই গ্রামের ওমর আলী প্রামাণিকের ছেলে রঞ্জুর হোসেন, আনছার দাইয়ের ছেলে রফিকুল ইসলাম, জসিম সরদারের ছেলে মাসুদ রানা, গহর প্রামাণিকের ছেলে দেলোয়ার হোসেন, আফতাব উদ্দিনের ছেলে আশরাফ, ছেকেন সরদারের ছেলে হযরত আলী এবং কুষ্টিয়া সদর উপজেলার চরআমলাপাড়া গ্রামের গুলাই প্রামাণিকের স্ত্রী জয়গুন বেগম। এঁদের মধ্যে রঞ্জুর হোসেন ও আশরাফ পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের একটি ধানখেত থেকে আমেনা খাতুন নামে তালাকপ্রাপ্ত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন ২৯ সেপ্টেম্বর নিহতের ভাই আব্দুস সালাম পাংশা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তের বেরিয়ে আসে ওই নারীকে গণধর্ষণের পর হত্যা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে ছয়জন পুরুষ এবং ধর্ষণে সহযোগিতার জন্য জয়গুন বেগম নামে এক নারীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। আদালতে দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে উল্লিখিত রায় দেন আদালত।
রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি সাইফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯ (৩) ধারায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনকে এবং একই আইনের ৯(৩)/৩০ ধারায় ধর্ষণে সহযোগিতার জন্য একজনকে এ দণ্ড দেওয়া হয়েছে। হত্যার ঘটনায় অন্য আদালতে বিচার চলমান রয়েছে। এ রায়ে তারা সন্তুষ্ট।’

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে