মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর মডেল টাউন নামের একটি আবাসন কোম্পানির কর্মকর্তাকে প্রকাশ্যে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের চরবিশ্বনাথ গ্রামের নেপালের সেতুর ওপর এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম জুনায়েদ সরদার (২৩)। তিনি আবাসন কোম্পানিটির সুপারভাইজার হিসেবে রয়েছেন। জুনায়েদ লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের ছাপরি মসজিদ এলাকার জুয়েল সরদারের ছেলে। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো জুনায়েদ তাঁর কর্মস্থল বিক্রমপুর মডেল টাউনের অফিসে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে অফিস থেকে প্রায় ৩০০ গজ দূরে চরবিশ্বনাথ গ্রামের নেপালের সেতুতে পৌঁছালে তিন ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি চালায়।
গুলিগুলোর মধ্যে দুটি তাঁর ডান পায়ের গোড়ালির বাঁ পাশে এবং একটি কোমরে লাগে। জুনায়েদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। ততক্ষণে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে সিরাজদিখানের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নিমতলা, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী এক ভ্যানচালক নাম ও পরিচয় গোপন রাখার শর্তে বলেন, ‘আমি সেতুতে আমার মালবাহী ভ্যান ওঠাতে পারছিলাম না। তখন পেছন থেকে এসে এক ব্যক্তি ভ্যানটিকে ধাক্কা দিয়ে সেতুতে তুলে দেওয়ার চেষ্টা করছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেল এসে ওই ব্যক্তিকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। আমার ভ্যানের সামনের অংশ দিয়ে একটি গুলি লাগে, অল্পের জন্য বেঁচে যাই। কিন্তু ওই ব্যক্তির শরীরে গুলি লাগে। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে নিমতলা হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পরপরই আমি ওই এলাকা থেকে চলে আসি।’
বিক্রমপুর মডেল টাউনের সহকারী নির্বাহী কর্মকর্তা (এক্সিকিউটিভ অফিসার) সোহাগ হোসেন বলেন, ‘সকালে অফিসে থাকার সময় এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি, আমাদের সুপারভাইজারকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাঁকে প্রথমে নিমতলা আইডিয়াল হাসপাতালে নেওয়া হয়, পরে মিটফোর্ড হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।’
সোহাগ হোসেন আরও বলেন, ‘আমাদের ধারণা, ঢাকা থেকে বাসে জুনায়েদ আসার সময়ই তাঁকে অনুসরণ করা হয়। তিনি বাস থেকে নামার সঙ্গে সঙ্গে পেছন থেকে তিনটি গুলি করা হয়। আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, সঠিক তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।’
বিক্রমপুর মডেল টাউনের উপমহাপরিচালক রনি গাজী বলেন, ‘আমাদের সুপারভাইজার জুনায়েদের কোমরে ও পায়ে দুটি গুলি লেগেছে। বর্তমানে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং তিনি অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ব্যক্তিগতভাবে কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। তবে আমাদের প্রতিষ্ঠানে আরও পরিচালক আছেন, তাঁদের কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল কি না, তা বিষয়টি তদন্ত করে জানা যাবে।’
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। যতটুকু জানি, জুনায়েদ সরদার নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। কোমরে একটি এবং পায়ে দুটি গুলি লেগেছে। ওই কোম্পানির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে। আমরা তদন্ত করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর মডেল টাউন নামের একটি আবাসন কোম্পানির কর্মকর্তাকে প্রকাশ্যে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের চরবিশ্বনাথ গ্রামের নেপালের সেতুর ওপর এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম জুনায়েদ সরদার (২৩)। তিনি আবাসন কোম্পানিটির সুপারভাইজার হিসেবে রয়েছেন। জুনায়েদ লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের ছাপরি মসজিদ এলাকার জুয়েল সরদারের ছেলে। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো জুনায়েদ তাঁর কর্মস্থল বিক্রমপুর মডেল টাউনের অফিসে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে অফিস থেকে প্রায় ৩০০ গজ দূরে চরবিশ্বনাথ গ্রামের নেপালের সেতুতে পৌঁছালে তিন ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি চালায়।
গুলিগুলোর মধ্যে দুটি তাঁর ডান পায়ের গোড়ালির বাঁ পাশে এবং একটি কোমরে লাগে। জুনায়েদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। ততক্ষণে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে সিরাজদিখানের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নিমতলা, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী এক ভ্যানচালক নাম ও পরিচয় গোপন রাখার শর্তে বলেন, ‘আমি সেতুতে আমার মালবাহী ভ্যান ওঠাতে পারছিলাম না। তখন পেছন থেকে এসে এক ব্যক্তি ভ্যানটিকে ধাক্কা দিয়ে সেতুতে তুলে দেওয়ার চেষ্টা করছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেল এসে ওই ব্যক্তিকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। আমার ভ্যানের সামনের অংশ দিয়ে একটি গুলি লাগে, অল্পের জন্য বেঁচে যাই। কিন্তু ওই ব্যক্তির শরীরে গুলি লাগে। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে নিমতলা হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পরপরই আমি ওই এলাকা থেকে চলে আসি।’
বিক্রমপুর মডেল টাউনের সহকারী নির্বাহী কর্মকর্তা (এক্সিকিউটিভ অফিসার) সোহাগ হোসেন বলেন, ‘সকালে অফিসে থাকার সময় এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি, আমাদের সুপারভাইজারকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাঁকে প্রথমে নিমতলা আইডিয়াল হাসপাতালে নেওয়া হয়, পরে মিটফোর্ড হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।’
সোহাগ হোসেন আরও বলেন, ‘আমাদের ধারণা, ঢাকা থেকে বাসে জুনায়েদ আসার সময়ই তাঁকে অনুসরণ করা হয়। তিনি বাস থেকে নামার সঙ্গে সঙ্গে পেছন থেকে তিনটি গুলি করা হয়। আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, সঠিক তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।’
বিক্রমপুর মডেল টাউনের উপমহাপরিচালক রনি গাজী বলেন, ‘আমাদের সুপারভাইজার জুনায়েদের কোমরে ও পায়ে দুটি গুলি লেগেছে। বর্তমানে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং তিনি অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ব্যক্তিগতভাবে কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। তবে আমাদের প্রতিষ্ঠানে আরও পরিচালক আছেন, তাঁদের কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল কি না, তা বিষয়টি তদন্ত করে জানা যাবে।’
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। যতটুকু জানি, জুনায়েদ সরদার নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। কোমরে একটি এবং পায়ে দুটি গুলি লেগেছে। ওই কোম্পানির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে। আমরা তদন্ত করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘরটির মালিকপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করা হয়। এ বিষয়ে আজই সংগঠনটির পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়।
১৩ মিনিট আগে
বরিশালে বছরের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। উৎসবের আমেজ না থাকলেও বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। বছরের প্রথম দিন শিশুরা বই পাওয়ায় অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।
১৫ মিনিট আগে
চট্টগ্রামে জেলা প্রশাসনের (১ নম্বর খাস খতিয়ান) একটি জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ। বরাদ্দ পাওয়া ব্যক্তি ওই জমিতে নির্মাণ করেন দোকান। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার সেই স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
২০ মিনিট আগে
কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পানির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে