ফরিদপুর প্রতিনিধি

‘বিজয় দিবসের মিটিং হবে–আওয়ামী লীগের প্রতিনিধি বসবে এই পাশে, এটা ঠিক না। আপনি সেভাবে জায়গা রাখেন নাই কেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এভাবেই শাসাতে দেখা যায় আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের এক নেতাকে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল রোববার ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ ঘটনা ঘটে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন।
ভিডিওতে তাঁকে ইউএনওর উদ্দেশে বলতে দেখা যায়, ‘আমি বলি, কাজী জাফরউল্যাহ নৌকা পাইছে, আগামীতে মনোনয়ন দাখিল করব। যদি আওয়ামী লীগ মিটিংয়ে ডাকে, সেদিন মিটিংয়ে আসব, তার আগে মিটিংয়ে আসব না। আপনি ফরিদপুরের মিটিং দেখেন না? ডিসি মিটিং করে দেখেন না? আমরা সহজে কথা বলি না, কিছু বিষয় আছে।’
খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওর ওই আওয়ামী লীগ নেতার নাম আকরামুজ্জামান রাজা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফরউল্যাহর সমর্থক।
তবে, বিষয়টিকে ভুল-বোঝাবুঝি উল্লেখ করে আকরামুজ্জামান রাজা আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানের কারণে এমনটা হয়েছে। এখানে ইউএনওর কোনো দোষ নেই। একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল, পরে মীমাংসা হয়েছে। এটা তেমন কোনো বিষয় না।’
অন্যদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘কাজী জাফরউল্যাহ নৌকা পাওয়ায় এমন গরম দেখিয়েছেন তিনি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে উনি এই আচরণ করতে পারে না। উনি শিষ্টাচার-বহির্ভূত আচরণ করেছে। উনি মিটিংয়ে দেরিতে এসেছিল, পরে আসলে তো চেয়ার খালি থাকে না। জায়গা করে দিতে দেরি হওয়ায় ইউএনওর সঙ্গে মেজাজ দেখিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘কারণ, উনারা নৌকা মার্কা পেয়েছেন, এ জন্য উনাদের গরমই আলাদা। মার্কাকে উনারা লটারি মনে করতেছে। একজন সরকারি বিসিএস কর্মকর্তার সঙ্গে উনার এমন আচরণ করা ঠিক হয়নি।’
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের হলরুম অনেক ছোট। লোক বেড়ে গেলে চেয়ার থাকে না। স্টাফদের গাফিলতির কারণে এমনটা হয়েছে। স্টাফরা আগে থেকে চেয়ার দিলে এমনটা হতো না।’

‘বিজয় দিবসের মিটিং হবে–আওয়ামী লীগের প্রতিনিধি বসবে এই পাশে, এটা ঠিক না। আপনি সেভাবে জায়গা রাখেন নাই কেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এভাবেই শাসাতে দেখা যায় আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের এক নেতাকে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল রোববার ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ ঘটনা ঘটে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন।
ভিডিওতে তাঁকে ইউএনওর উদ্দেশে বলতে দেখা যায়, ‘আমি বলি, কাজী জাফরউল্যাহ নৌকা পাইছে, আগামীতে মনোনয়ন দাখিল করব। যদি আওয়ামী লীগ মিটিংয়ে ডাকে, সেদিন মিটিংয়ে আসব, তার আগে মিটিংয়ে আসব না। আপনি ফরিদপুরের মিটিং দেখেন না? ডিসি মিটিং করে দেখেন না? আমরা সহজে কথা বলি না, কিছু বিষয় আছে।’
খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওর ওই আওয়ামী লীগ নেতার নাম আকরামুজ্জামান রাজা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফরউল্যাহর সমর্থক।
তবে, বিষয়টিকে ভুল-বোঝাবুঝি উল্লেখ করে আকরামুজ্জামান রাজা আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানের কারণে এমনটা হয়েছে। এখানে ইউএনওর কোনো দোষ নেই। একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল, পরে মীমাংসা হয়েছে। এটা তেমন কোনো বিষয় না।’
অন্যদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘কাজী জাফরউল্যাহ নৌকা পাওয়ায় এমন গরম দেখিয়েছেন তিনি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে উনি এই আচরণ করতে পারে না। উনি শিষ্টাচার-বহির্ভূত আচরণ করেছে। উনি মিটিংয়ে দেরিতে এসেছিল, পরে আসলে তো চেয়ার খালি থাকে না। জায়গা করে দিতে দেরি হওয়ায় ইউএনওর সঙ্গে মেজাজ দেখিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘কারণ, উনারা নৌকা মার্কা পেয়েছেন, এ জন্য উনাদের গরমই আলাদা। মার্কাকে উনারা লটারি মনে করতেছে। একজন সরকারি বিসিএস কর্মকর্তার সঙ্গে উনার এমন আচরণ করা ঠিক হয়নি।’
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের হলরুম অনেক ছোট। লোক বেড়ে গেলে চেয়ার থাকে না। স্টাফদের গাফিলতির কারণে এমনটা হয়েছে। স্টাফরা আগে থেকে চেয়ার দিলে এমনটা হতো না।’

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে