গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে এলপি গ্যাসের চুলা জ্বালানোর সময় ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ চারজন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার রাতে মহানগরীর বোর্ডবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. মিনারুল ইসলাম (৩৫), মিনারুলের বাবা মো. ফরমান মণ্ডল (৭৫), তাঁর মা খাদিজা বেগম (৬৫) ও চুলার মিস্ত্রি মো. শফিকুল ইসলাম (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহানগরের গাছা থানার উত্তর খাইলকুর মুক্তার বাড়ি এলাকার জমির উদ্দিন রোডে মিনারুল ইসলাম স্ত্রী-সন্তান ও মা-বাবাকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। গতকাল রোববার বিকেলে বাড়ির রান্নার এলপি গ্যাস ফুরিয়ে গেলে জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সিলিন্ডার এনে চুলায় লাগানো হয়। কিন্তু তাতেও চুলা না জ্বলায় দোকানের চুলার মিস্ত্রি শরিফুল ইসলামকে এনে মেরামত করা হয়।
রাত সাড়ে ১০টার দিকে মিনারুলের মা চুলা জ্বালালে ঘরে জমে থাকা গ্যাস বিকট শব্দে বিস্ফোরণ হয়। তাতে রান্নাঘরে থাকা খাদিজা, পাশের কক্ষে থাকা মিনারুল, তাঁর বাবা ফরমান মণ্ডল ও শফিকুল ইসলাম দগ্ধ হন। তবে তাঁর স্ত্রী ও সন্তান আরেক কক্ষে থাকায় রক্ষা পান। বিস্ফোরণে ঘরের দরজা-জানালা ভেঙে চুরমার হয়ে যায়। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মহানগরীর গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। আগুনে তাঁদের শরীরের অনেকটা অংশ পুড়ে গেছে। গাজীপুরের সিআইডি ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।

গাজীপুরে এলপি গ্যাসের চুলা জ্বালানোর সময় ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ চারজন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার রাতে মহানগরীর বোর্ডবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. মিনারুল ইসলাম (৩৫), মিনারুলের বাবা মো. ফরমান মণ্ডল (৭৫), তাঁর মা খাদিজা বেগম (৬৫) ও চুলার মিস্ত্রি মো. শফিকুল ইসলাম (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহানগরের গাছা থানার উত্তর খাইলকুর মুক্তার বাড়ি এলাকার জমির উদ্দিন রোডে মিনারুল ইসলাম স্ত্রী-সন্তান ও মা-বাবাকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। গতকাল রোববার বিকেলে বাড়ির রান্নার এলপি গ্যাস ফুরিয়ে গেলে জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সিলিন্ডার এনে চুলায় লাগানো হয়। কিন্তু তাতেও চুলা না জ্বলায় দোকানের চুলার মিস্ত্রি শরিফুল ইসলামকে এনে মেরামত করা হয়।
রাত সাড়ে ১০টার দিকে মিনারুলের মা চুলা জ্বালালে ঘরে জমে থাকা গ্যাস বিকট শব্দে বিস্ফোরণ হয়। তাতে রান্নাঘরে থাকা খাদিজা, পাশের কক্ষে থাকা মিনারুল, তাঁর বাবা ফরমান মণ্ডল ও শফিকুল ইসলাম দগ্ধ হন। তবে তাঁর স্ত্রী ও সন্তান আরেক কক্ষে থাকায় রক্ষা পান। বিস্ফোরণে ঘরের দরজা-জানালা ভেঙে চুরমার হয়ে যায়। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মহানগরীর গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। আগুনে তাঁদের শরীরের অনেকটা অংশ পুড়ে গেছে। গাজীপুরের সিআইডি ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
৩০ মিনিট আগে
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
৩৩ মিনিট আগে
আমি প্রতিজ্ঞা করেছি, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নেই।
৩৬ মিনিট আগে
জাজিরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল থেকে হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। একই সঙ্গে কয়েক দিনে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৩৮টি তাজা হাতবোমা নিরাপদভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
১ ঘণ্টা আগে