নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। আজ বৃহস্পতিবার ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে এই মিছিল করা হয়।
জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল, ঢাকা জজকোর্ট শাখার ব্যানারে মিছিল করা হয়। ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে শুরু হয়ে আদালত প্রাঙ্গণের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এসে মিছিল শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ শারীরিকভাবে গুরুতর অসুস্থ। এই অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর এই গ্রেপ্তার বেআইনি।
বক্তারা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশের অবস্থা এখন এমন হয়েছে যে একজন বিজ্ঞ আইনজীবীরও কোনো নিরাপত্তা নেই। বিভিন্ন জায়গা থেকে আইনজীবীদেরও গ্রেপ্তার করা হচ্ছে। বক্তারা অবিলম্বে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের মুক্তির দাবি জানান।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।
বিক্ষোভে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঈনুদ্দিন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকোট আব্দুস সালাম, ল ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় অফিস সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক প্রমুখ।
এর আগে গতকাল বুধবার উত্তরার বাসা থেকে আকন্দকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অ্যাম্বুলেন্সে করে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। মতিউর রহমান আকন্দ জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। আজ বৃহস্পতিবার ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে এই মিছিল করা হয়।
জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল, ঢাকা জজকোর্ট শাখার ব্যানারে মিছিল করা হয়। ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে শুরু হয়ে আদালত প্রাঙ্গণের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এসে মিছিল শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ শারীরিকভাবে গুরুতর অসুস্থ। এই অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর এই গ্রেপ্তার বেআইনি।
বক্তারা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশের অবস্থা এখন এমন হয়েছে যে একজন বিজ্ঞ আইনজীবীরও কোনো নিরাপত্তা নেই। বিভিন্ন জায়গা থেকে আইনজীবীদেরও গ্রেপ্তার করা হচ্ছে। বক্তারা অবিলম্বে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের মুক্তির দাবি জানান।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।
বিক্ষোভে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঈনুদ্দিন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকোট আব্দুস সালাম, ল ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় অফিস সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক প্রমুখ।
এর আগে গতকাল বুধবার উত্তরার বাসা থেকে আকন্দকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অ্যাম্বুলেন্সে করে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। মতিউর রহমান আকন্দ জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১১ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১৫ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩৯ মিনিট আগে