চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ফোন কলের সূত্র ধরে কিশোর অটোরিকশাচালক শিমুল হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে আজ সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এই তথ্য জানান। তিনি বলেন, গত ১২ আগস্ট কিশোর গ্যাংয়ের সদস্যরা চৌদ্দগ্রাম পৌর এলাকার দোয়েল চত্বর নামক স্থানে এক কিশোরকে অপহরণ করে আটকে রাখে। বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে জানানো হয়। তাকে উদ্ধার করতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়। পরে তার সহযোগীদেরও আটক করা হয়।
ওসি বলেন, ‘এ সময় গোপনে এক কিশোর আরেকজনকে বলে, এ বিষয় নিয়ে পুলিশের কাছে মুখ খোলা যাবে না। বিষয়টি অভিযান পরিচালিত সহকারী উপপরিদর্শক জহির উদ্দিন আমাকে জানালে আমি গিয়ে আটক সবাইকে থানায় নিয়ে আসি।’
শুভ রঞ্জন চাকমা আরও বলেন, কী বিষয়ে পুলিশের সামনে মুখ খোলা যাবে না তাকে জিজ্ঞেস করা হলে সে বলে, কিশোর অটোরিকশাচালক শিমুল হত্যার বিষয়ে। তাৎক্ষণিক গ্রেপ্তার কিশোরকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশের কাছে অটোরিকশাচালক শিমুলকে হত্যার বিষয়ে বিস্তারিত জানিয়ে জবানবন্দী দেয়।
ওসি বলেন, এর আগে ২৪ জুন মহাসড়কের হায়দারপুল নামক স্থানে একটি ডোবা থেকে কিশোর অটোরিকশাচালক শিমুলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা সুমন মিয়া বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। ক্লু-লেস ওই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পুলিশকে অনেক বেগ পেতে হয়েছে। অপহরণের সূত্র ধরে গ্রেপ্তার আসামিরা স্বীকার করে, তারা কিশোর অটোরিকশাচালক শিমুলকে হত্যা করেছে।
কিশোর গ্যাংয়ের সদস্যরা বলে, শিমুল তাদের পূর্ব পরিচিত। ভাড়ার কথা বলে গত ২২ জুন তাকে চৌদ্দগ্রাম বাজার থেকে নিয়ে যাওয়া যায়। সন্ধ্যার পর তার অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করা হলে শিমুল বাধা দেয়। বিষয়টি জনসম্মুখে প্রকাশ করার হুমকি দিলে রবিন তার প্যান্টের পকেট থেকে একটি বেল্ট বের করে শিমুলের গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়।

কুমিল্লার চৌদ্দগ্রামে ফোন কলের সূত্র ধরে কিশোর অটোরিকশাচালক শিমুল হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে আজ সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এই তথ্য জানান। তিনি বলেন, গত ১২ আগস্ট কিশোর গ্যাংয়ের সদস্যরা চৌদ্দগ্রাম পৌর এলাকার দোয়েল চত্বর নামক স্থানে এক কিশোরকে অপহরণ করে আটকে রাখে। বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে জানানো হয়। তাকে উদ্ধার করতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়। পরে তার সহযোগীদেরও আটক করা হয়।
ওসি বলেন, ‘এ সময় গোপনে এক কিশোর আরেকজনকে বলে, এ বিষয় নিয়ে পুলিশের কাছে মুখ খোলা যাবে না। বিষয়টি অভিযান পরিচালিত সহকারী উপপরিদর্শক জহির উদ্দিন আমাকে জানালে আমি গিয়ে আটক সবাইকে থানায় নিয়ে আসি।’
শুভ রঞ্জন চাকমা আরও বলেন, কী বিষয়ে পুলিশের সামনে মুখ খোলা যাবে না তাকে জিজ্ঞেস করা হলে সে বলে, কিশোর অটোরিকশাচালক শিমুল হত্যার বিষয়ে। তাৎক্ষণিক গ্রেপ্তার কিশোরকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশের কাছে অটোরিকশাচালক শিমুলকে হত্যার বিষয়ে বিস্তারিত জানিয়ে জবানবন্দী দেয়।
ওসি বলেন, এর আগে ২৪ জুন মহাসড়কের হায়দারপুল নামক স্থানে একটি ডোবা থেকে কিশোর অটোরিকশাচালক শিমুলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা সুমন মিয়া বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। ক্লু-লেস ওই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পুলিশকে অনেক বেগ পেতে হয়েছে। অপহরণের সূত্র ধরে গ্রেপ্তার আসামিরা স্বীকার করে, তারা কিশোর অটোরিকশাচালক শিমুলকে হত্যা করেছে।
কিশোর গ্যাংয়ের সদস্যরা বলে, শিমুল তাদের পূর্ব পরিচিত। ভাড়ার কথা বলে গত ২২ জুন তাকে চৌদ্দগ্রাম বাজার থেকে নিয়ে যাওয়া যায়। সন্ধ্যার পর তার অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করা হলে শিমুল বাধা দেয়। বিষয়টি জনসম্মুখে প্রকাশ করার হুমকি দিলে রবিন তার প্যান্টের পকেট থেকে একটি বেল্ট বের করে শিমুলের গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১৫ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
৩৪ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩৬ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে