কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক রোহিঙ্গা যুবককে ঘর থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৪ ব্লক থেকে মো. খাইরুল আমিনকে (৩৬) তুলে নিয়ে হত্যা করে আরসা। আজ রোববার সকালে ক্যাম্পের পাশের ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত খাইরুল আমিন উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৪ ব্লকের বাসিন্দা জমির হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে শামীম হোসেন বলেন, ‘শনিবার রাতে ক্যাম্পে নিজের ঘরের সামনে থেকে খাইরুলকে তুলে নিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মি (আরসা)। আরসার কমান্ডার মো. সলিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত খাইরুল আমিনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে ক্যাম্পসংলগ্ন মোছারখোলা বাঙালিপাড়ায় নিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এরপর লাশ ধানখেতে রেখে পালিয়ে যায়।’
শামীম হোসেন জানান, স্থানীয় লোকজন আজ সকালে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মৃতদেহটি উদ্ধার করে।
ওসি বলেন, ‘সম্প্রতি খাইরুল আরসা ছেড়ে রোহিঙ্গাদের আরেকটি সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনে (আরএসও) যোগ দেন। এ কারণে আরসা তাঁকে টার্গেট করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে।’ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত রোহিঙ্গা শিবিরে আরসা-আরএসও দ্বন্দ্বে ২৬ জন খুন হলো।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক রোহিঙ্গা যুবককে ঘর থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৪ ব্লক থেকে মো. খাইরুল আমিনকে (৩৬) তুলে নিয়ে হত্যা করে আরসা। আজ রোববার সকালে ক্যাম্পের পাশের ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত খাইরুল আমিন উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৪ ব্লকের বাসিন্দা জমির হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে শামীম হোসেন বলেন, ‘শনিবার রাতে ক্যাম্পে নিজের ঘরের সামনে থেকে খাইরুলকে তুলে নিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মি (আরসা)। আরসার কমান্ডার মো. সলিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত খাইরুল আমিনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে ক্যাম্পসংলগ্ন মোছারখোলা বাঙালিপাড়ায় নিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এরপর লাশ ধানখেতে রেখে পালিয়ে যায়।’
শামীম হোসেন জানান, স্থানীয় লোকজন আজ সকালে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মৃতদেহটি উদ্ধার করে।
ওসি বলেন, ‘সম্প্রতি খাইরুল আরসা ছেড়ে রোহিঙ্গাদের আরেকটি সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনে (আরএসও) যোগ দেন। এ কারণে আরসা তাঁকে টার্গেট করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে।’ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত রোহিঙ্গা শিবিরে আরসা-আরএসও দ্বন্দ্বে ২৬ জন খুন হলো।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে