Ajker Patrika

চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের মামলায় একজনের যাবজ্জীবন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের মামলায় একজনের যাবজ্জীবন 

চট্টগ্রামে মাদক মামলায় এক যুবককে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 

আজ সোমবার চট্টগ্রামের ৭ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এই রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. শাহজাহান। আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ২০২১ সালের ১৫ জুন লোহাগাড়া থানার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা কমপ্লেক্স গেট এলাকা থেকে মো. শাহজাহানকে মোটরসাইকেলসহ আটক করে লোহাগাড়া পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে পাওয়া বাজারের ব্যাগ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা করেন। 

ওই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়। মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। 

এর আগে ২০২২ সালের ৩০ মে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, ঘটনার সময় গ্রেপ্তার হলেও পরে আসামি জামিনে গিয়ে পলাতক থাকেন। তাঁরা বিরুদ্ধে সাজামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত