নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মাদক মামলায় এক যুবককে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আজ সোমবার চট্টগ্রামের ৭ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. শাহজাহান। আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২১ সালের ১৫ জুন লোহাগাড়া থানার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা কমপ্লেক্স গেট এলাকা থেকে মো. শাহজাহানকে মোটরসাইকেলসহ আটক করে লোহাগাড়া পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে পাওয়া বাজারের ব্যাগ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা করেন।
ওই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়। মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
এর আগে ২০২২ সালের ৩০ মে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, ঘটনার সময় গ্রেপ্তার হলেও পরে আসামি জামিনে গিয়ে পলাতক থাকেন। তাঁরা বিরুদ্ধে সাজামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

চট্টগ্রামে মাদক মামলায় এক যুবককে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আজ সোমবার চট্টগ্রামের ৭ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. শাহজাহান। আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২১ সালের ১৫ জুন লোহাগাড়া থানার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা কমপ্লেক্স গেট এলাকা থেকে মো. শাহজাহানকে মোটরসাইকেলসহ আটক করে লোহাগাড়া পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে পাওয়া বাজারের ব্যাগ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা করেন।
ওই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়। মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
এর আগে ২০২২ সালের ৩০ মে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, ঘটনার সময় গ্রেপ্তার হলেও পরে আসামি জামিনে গিয়ে পলাতক থাকেন। তাঁরা বিরুদ্ধে সাজামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১১ মিনিট আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১৪ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত মোতালেব হোসেন ভূঁইয়া মাত্র দেড় বছর আগে র্যাবে যোগদান করেছিলেন। এর আগে তিনি বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টেকনাফ ব্যাটালিয়ন-২-এর নায়েব সুবেদার হিসেবে কর্মরত ছিলেন।
১৯ মিনিট আগে
সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অভিযানে চার নম্বর বাংলাবাজারের রাংপানি নদীতে ১০টি বারকি নৌকা ধ্বংস ও বালুভর্তি তিনটি ট্রাক আটক করা হয়েছে।
৩৮ মিনিট আগে