Ajker Patrika

জ্যোতি ও সৌরভ বিক্রি ৪৫ কোটি ৮৬ লাখ টাকায়

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি জাহাজ নিলামে বিক্রির বিষয়ে আজ মঙ্গলবার চট্টগ্রামে বিএসসির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি জাহাজ নিলামে বিক্রির বিষয়ে আজ মঙ্গলবার চট্টগ্রামে বিএসসির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন এমভি বাংলার জ্যোতি ও এমভি বাংলার সৌরভ জাহাজ দুটি সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি হয়েছে। জাহাজ দুটির সর্বোচ্চ মূল্য উঠেছে করসহ ৪৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার টাকা। এরই জ্যোতি ও সৌরভ বুঝিয়ে দেওয়া হয়েছে জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে।

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে বিএসসির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এসব তথ্য জানান।

বিএসসি সরকারের লাভজনক প্রতিষ্ঠান উল্লেখ করে মাহমুদুল মালেক বলেন, বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ ১৯৮৭ সালে ডেনমার্ক থেকে ৬০ কোটি টাকায় কেনা হয়েছিল। জাহাজ দুটি এ পর্যন্ত ৪২৫ লাখ টন কার্গো পরিবহন করে। জ্যোতি আয় করেছে ৮০৫ কোটি টাকা। সৌরভ আয় করেছে ৭৩১ কোটি টাকা। এ ধরনের জাহাজ ২৫-২৬ বছরের বেশি সময় চালানো যায় না।

জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পতেঙ্গায় ‘বাংলার জ্যোতি’ তেলবাহী জাহাজে বিস্ফোরণ থেকে আগুন লাগে। ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে জাহাজটিতে আগুন লাগে। ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। ৫ অক্টোবর বাংলার সৌরভে আগুন লাগে। অগ্নিকাণ্ডে চারজন মারা যান। জাহাজ দুটির নিলামের জন্য ৫ ডিসেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করের বিএসসি। ৭ জানুয়ারি দরপত্র খোলা হয়। ১৬টি দরপত্র পাওয়া যায়।

প্রথম সর্বোচ্চ দরদাতা মাস্টার অ্যান্ড ব্রাদার্স দর দিয়েছিল ৪০ কোটি ৪৪ লাখ টাকা। করসহ তারা দিচ্ছে ৪৫ কোটি ৮৬ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ৩৬ কোটি ৬৯ লাখ টাকা দর দিয়েছিল। সংরক্ষিত মূল্য ছিল ৩৬ কোটি ১০ লাখ টাকা। গত ২৭ ফেব্রুয়ারি চুক্তি হয়। ৫ মার্চ দুটি জাহাজের দায়িত্বভার নিয়ে জাহাজ দুটি বিচিং করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত