কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় নারী ও শিশু নির্যাতন মামলায় বিএনপি নেতা আহমদ নুরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তাঁকে হাজির করলে বিচারক কারাগারে পাঠানো নির্দেশ দেন। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। আহমদ নুর (৫৫) উপজেলার বটতলী ইউনিয়ন বিএনপি সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ড আইড়মঙ্গল এলাকার মৃত আবদুল মান্নানের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকা থেকে আহমদ নুরকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৫ ফেব্রুয়ারি নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ এনে তাঁর দ্বিতীয় স্ত্রী রিমা আকতার (৩১) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। ওই মামলার পর আদালতের পরোয়ানায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মামলার বাদী রিমা আকতার আজকের পত্রিকাকে বলেন, ‘আহম্মদ নুরের সংসারে তিন স্ত্রী। তাদের মধ্যে আমি দ্বিতীয়। আট বছর আগে আমাদের বিয়ে হয়। বিয়ের সময় আমার বাবা পাঁচ লাখ টাকা দিয়েছেন ব্যবসা করার জন্য। দুই বছর পর আরও টাকার জন্য আমাকে মারধর শুরু করে। আমাকে ভাড়া বাসায় রেখে কোনো দিন বরণ পোষন দেয়নি, এমনকি বাসা ভাড়াও।’
রিমা আরও বলেন, ‘গত ১৩ ফেব্রুয়ারি আমাকে মারধর করে বাসা থেকে বের করে দিলে আমি আদালতে মামলা করি। তৃতীয় স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন কয়েক দিন আগে। আহম্মদ নুরের প্রথম স্ত্রীর দুই মেয়ে, এক ছেলে এবং আমার সংসারেও এক ছেলে রয়েছে। আমি নির্যাতন সহ্য করতে না পেরে আদালতে মামলা করেছি।’
আনোয়ারা থানার ওসি মীর্জা মুহাম্মদ হাছান আজকের পত্রিকাকে বলেন, ‘আহম্মদ নুরের বিরুদ্ধে স্ত্রীর নারী ও শিশু নির্যাতন মামলায় আদালত পরোয়ানা জারি করলে বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

চট্টগ্রামের আনোয়ারায় নারী ও শিশু নির্যাতন মামলায় বিএনপি নেতা আহমদ নুরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তাঁকে হাজির করলে বিচারক কারাগারে পাঠানো নির্দেশ দেন। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। আহমদ নুর (৫৫) উপজেলার বটতলী ইউনিয়ন বিএনপি সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ড আইড়মঙ্গল এলাকার মৃত আবদুল মান্নানের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকা থেকে আহমদ নুরকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৫ ফেব্রুয়ারি নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ এনে তাঁর দ্বিতীয় স্ত্রী রিমা আকতার (৩১) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। ওই মামলার পর আদালতের পরোয়ানায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মামলার বাদী রিমা আকতার আজকের পত্রিকাকে বলেন, ‘আহম্মদ নুরের সংসারে তিন স্ত্রী। তাদের মধ্যে আমি দ্বিতীয়। আট বছর আগে আমাদের বিয়ে হয়। বিয়ের সময় আমার বাবা পাঁচ লাখ টাকা দিয়েছেন ব্যবসা করার জন্য। দুই বছর পর আরও টাকার জন্য আমাকে মারধর শুরু করে। আমাকে ভাড়া বাসায় রেখে কোনো দিন বরণ পোষন দেয়নি, এমনকি বাসা ভাড়াও।’
রিমা আরও বলেন, ‘গত ১৩ ফেব্রুয়ারি আমাকে মারধর করে বাসা থেকে বের করে দিলে আমি আদালতে মামলা করি। তৃতীয় স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন কয়েক দিন আগে। আহম্মদ নুরের প্রথম স্ত্রীর দুই মেয়ে, এক ছেলে এবং আমার সংসারেও এক ছেলে রয়েছে। আমি নির্যাতন সহ্য করতে না পেরে আদালতে মামলা করেছি।’
আনোয়ারা থানার ওসি মীর্জা মুহাম্মদ হাছান আজকের পত্রিকাকে বলেন, ‘আহম্মদ নুরের বিরুদ্ধে স্ত্রীর নারী ও শিশু নির্যাতন মামলায় আদালত পরোয়ানা জারি করলে বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে