রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে আজ সোমবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সব স্বর্ণের দোকান বন্ধ রাখার কর্মসূচি পালিত হচ্ছে। জেলা সদরের আর কে শিল্পালয়ের মালিক অপু কর্মকারকে কুপিয়ে স্বর্ণ লুট করার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারের দাবিতে এটি চলছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জেলা শাখা এ কর্মসূচির ডাক দিয়েছে।
উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে ৭-৮ জন দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে আর কে শিল্পালয়ের স্বর্ণালংকার লুট করে। ওই সময় দোকানমালিক অপু কর্মকারকে কুপিয়ে জখম করা হয়। তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু ককটেল জব্দ করে। এদিকে ডাকাতেরা পালানোর সময় তাদের বহন করা পিকআপ ভ্যানটি ঢাকা-রায়পুর মহাসড়কের ইটেরপুল এলাকায় দুর্ঘটনায় পড়ে। গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী নিহত হন। সেখান থেকে স্থানীয়দের সহায়তায় ডাকাত দলের সদস্য সবুজ ও মনসুরকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে সবুজের বাড়ি বরগুনা জেলায় এবং মনসুরের বাড়ি নরসিংদী জেলায়। ওই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানায় পৃথক তিনটি মামলা হয়। ডাকাতি, বিস্ফোরক ও সড়ক দুর্ঘটনা আইনে মামলা তিনটি হয়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রায়পুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিহির রায় বলেন, ‘প্রকাশ্যে জেলা শহরে এমন লুটপাট ও হামলায় রায়পুরের স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ জন্য অধিকাংশ দোকানই সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায়। কবে নাগাদ এ ভীতিকর অবস্থা থেকে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব তা নিয়ে শঙ্কিত।’
বাজুস উপজেলা শাখার সভাপতি রবীন্দ্র কর্মকার বলেন, ‘রায়পুরে ৭৫টি স্বর্ণের দোকান রয়েছে। সকাল ৯টা থেকে আমাদের সবগুলো দোকান বন্ধ রাখা হয়েছে। রাত ৯টা পর্যন্ত এটা অব্যাহত রাখা হবে। ডাকাতির ঘটনায় আমরা আতঙ্কিত। জড়িতদের কঠোর শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমাদের এ প্রতিবাদ অব্যাহত থাকবে।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সতর্ক আছি। কেউ যাতে তাঁদের ব্যবসা-বাণিজ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে জন্য তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।’

লক্ষ্মীপুরের রায়পুরে আজ সোমবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সব স্বর্ণের দোকান বন্ধ রাখার কর্মসূচি পালিত হচ্ছে। জেলা সদরের আর কে শিল্পালয়ের মালিক অপু কর্মকারকে কুপিয়ে স্বর্ণ লুট করার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারের দাবিতে এটি চলছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জেলা শাখা এ কর্মসূচির ডাক দিয়েছে।
উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে ৭-৮ জন দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে আর কে শিল্পালয়ের স্বর্ণালংকার লুট করে। ওই সময় দোকানমালিক অপু কর্মকারকে কুপিয়ে জখম করা হয়। তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু ককটেল জব্দ করে। এদিকে ডাকাতেরা পালানোর সময় তাদের বহন করা পিকআপ ভ্যানটি ঢাকা-রায়পুর মহাসড়কের ইটেরপুল এলাকায় দুর্ঘটনায় পড়ে। গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী নিহত হন। সেখান থেকে স্থানীয়দের সহায়তায় ডাকাত দলের সদস্য সবুজ ও মনসুরকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে সবুজের বাড়ি বরগুনা জেলায় এবং মনসুরের বাড়ি নরসিংদী জেলায়। ওই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানায় পৃথক তিনটি মামলা হয়। ডাকাতি, বিস্ফোরক ও সড়ক দুর্ঘটনা আইনে মামলা তিনটি হয়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রায়পুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিহির রায় বলেন, ‘প্রকাশ্যে জেলা শহরে এমন লুটপাট ও হামলায় রায়পুরের স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ জন্য অধিকাংশ দোকানই সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায়। কবে নাগাদ এ ভীতিকর অবস্থা থেকে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব তা নিয়ে শঙ্কিত।’
বাজুস উপজেলা শাখার সভাপতি রবীন্দ্র কর্মকার বলেন, ‘রায়পুরে ৭৫টি স্বর্ণের দোকান রয়েছে। সকাল ৯টা থেকে আমাদের সবগুলো দোকান বন্ধ রাখা হয়েছে। রাত ৯টা পর্যন্ত এটা অব্যাহত রাখা হবে। ডাকাতির ঘটনায় আমরা আতঙ্কিত। জড়িতদের কঠোর শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমাদের এ প্রতিবাদ অব্যাহত থাকবে।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সতর্ক আছি। কেউ যাতে তাঁদের ব্যবসা-বাণিজ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে জন্য তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর পরিচয় শনাক্ত হয়েছে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায়।
২ ঘণ্টা আগে