
লক্ষ্মীপুরের রায়পুরে আজ সোমবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সব স্বর্ণের দোকান বন্ধ রাখার কর্মসূচি পালিত হচ্ছে। জেলা সদরের আর কে শিল্পালয়ের মালিক অপু কর্মকারকে কুপিয়ে স্বর্ণ লুট করার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারের দাবিতে এটি চলছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জেলা শাখা এ কর্মসূচির ডাক দিয়েছে।
উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে ৭-৮ জন দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে আর কে শিল্পালয়ের স্বর্ণালংকার লুট করে। ওই সময় দোকানমালিক অপু কর্মকারকে কুপিয়ে জখম করা হয়। তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু ককটেল জব্দ করে। এদিকে ডাকাতেরা পালানোর সময় তাদের বহন করা পিকআপ ভ্যানটি ঢাকা-রায়পুর মহাসড়কের ইটেরপুল এলাকায় দুর্ঘটনায় পড়ে। গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী নিহত হন। সেখান থেকে স্থানীয়দের সহায়তায় ডাকাত দলের সদস্য সবুজ ও মনসুরকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে সবুজের বাড়ি বরগুনা জেলায় এবং মনসুরের বাড়ি নরসিংদী জেলায়। ওই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানায় পৃথক তিনটি মামলা হয়। ডাকাতি, বিস্ফোরক ও সড়ক দুর্ঘটনা আইনে মামলা তিনটি হয়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রায়পুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিহির রায় বলেন, ‘প্রকাশ্যে জেলা শহরে এমন লুটপাট ও হামলায় রায়পুরের স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ জন্য অধিকাংশ দোকানই সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায়। কবে নাগাদ এ ভীতিকর অবস্থা থেকে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব তা নিয়ে শঙ্কিত।’
বাজুস উপজেলা শাখার সভাপতি রবীন্দ্র কর্মকার বলেন, ‘রায়পুরে ৭৫টি স্বর্ণের দোকান রয়েছে। সকাল ৯টা থেকে আমাদের সবগুলো দোকান বন্ধ রাখা হয়েছে। রাত ৯টা পর্যন্ত এটা অব্যাহত রাখা হবে। ডাকাতির ঘটনায় আমরা আতঙ্কিত। জড়িতদের কঠোর শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমাদের এ প্রতিবাদ অব্যাহত থাকবে।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সতর্ক আছি। কেউ যাতে তাঁদের ব্যবসা-বাণিজ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে জন্য তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।’

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৪ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৫ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৯ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে