জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির জুরাছড়িতে টানা চার দিনের ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ২০২ হেক্টর ফসলি জমি। ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করেছে পানি। এতে সাময়িক বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম।
আজ সোমবার খোঁজ নিয়ে জানা গেছে, জুরাছড়ি ইউনিয়নের লুলাংছড়ি, সাপছড়ি, সীতারামপাড়া, মিতিংগাছড়ি, ডেবাছড়া কুসুমছড়ি, বালুখালী, মধ্যভিটা, শীলছড়ি, ঘিলাতলী বনযোগীছড়া ইউনিয়নে বহেরাছড়ি, ধামাইপাড়া, ছোট পানছড়ি, বেকাবেক্যা, শুকনাছড়ি, চুমাচুমি মৈদং ইউনিয়নের পানছড়ি, ভুয়াতলী, জামের ছড়ি, হাজাছড়ি, বারাবান্যা দুমদুম ইউনিয়নে ডানেতেছড়ি, বস্তিপাড়া, বরকলক, করইদিয়া, চাম্পাইপাড়া, গবছড়ি প্লাবিত হয়েছে।
প্লাবিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্ব স্ব ইউনিয়ন পরিষদের (ইউপির) চেয়ারম্যানরা।
দুমদুম্যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা বলেন, আউশের খেতসহ পাহাড় ভাঙার খবর পাওয়া গেছে। এ ছাড়া প্রাথমিকভাবে ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতির খবর পাওয়া গেছে।
মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা জানান, পাহাড়ি ঢল নামায় নিম্নাঞ্চলে বসবাসকারীদের আতঙ্কে থাকতে হচ্ছে। এ ছাড়া পাড়া ধসের আশঙ্কায় বেড়েই চলছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা বলেন, ‘এ পর্যন্ত মৈদং ইউনিয়নের শীলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামেরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জুরাছড়ি ইউনিয়নের ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ার তথ্য পেয়েছি। এ ছাড়া মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের তথ্য নেওয়া হচ্ছে।’
এই শিক্ষা কর্মকর্তা আরও বলেন, বন্যার প্রবল আশঙ্কা এলাকায় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মাহফুজ আহমেদ সরকার বলেন, আউশ, আমন ও শাকসবজির খেতসহ ২০২ হেক্টর জমি প্লাবিত হওয়ার প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে।
উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, উপজেলায় ক্ষয়ক্ষতির এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় তালিকা তৈরির করে জেলা প্রশাসকের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বড় ধরনের ক্ষতির এড়াতে পুলিশ ও উপজেলা পরিষদের একটি টিম মাঠে কাজ করছে।

রাঙামাটির জুরাছড়িতে টানা চার দিনের ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ২০২ হেক্টর ফসলি জমি। ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করেছে পানি। এতে সাময়িক বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম।
আজ সোমবার খোঁজ নিয়ে জানা গেছে, জুরাছড়ি ইউনিয়নের লুলাংছড়ি, সাপছড়ি, সীতারামপাড়া, মিতিংগাছড়ি, ডেবাছড়া কুসুমছড়ি, বালুখালী, মধ্যভিটা, শীলছড়ি, ঘিলাতলী বনযোগীছড়া ইউনিয়নে বহেরাছড়ি, ধামাইপাড়া, ছোট পানছড়ি, বেকাবেক্যা, শুকনাছড়ি, চুমাচুমি মৈদং ইউনিয়নের পানছড়ি, ভুয়াতলী, জামের ছড়ি, হাজাছড়ি, বারাবান্যা দুমদুম ইউনিয়নে ডানেতেছড়ি, বস্তিপাড়া, বরকলক, করইদিয়া, চাম্পাইপাড়া, গবছড়ি প্লাবিত হয়েছে।
প্লাবিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্ব স্ব ইউনিয়ন পরিষদের (ইউপির) চেয়ারম্যানরা।
দুমদুম্যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা বলেন, আউশের খেতসহ পাহাড় ভাঙার খবর পাওয়া গেছে। এ ছাড়া প্রাথমিকভাবে ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতির খবর পাওয়া গেছে।
মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা জানান, পাহাড়ি ঢল নামায় নিম্নাঞ্চলে বসবাসকারীদের আতঙ্কে থাকতে হচ্ছে। এ ছাড়া পাড়া ধসের আশঙ্কায় বেড়েই চলছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা বলেন, ‘এ পর্যন্ত মৈদং ইউনিয়নের শীলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামেরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জুরাছড়ি ইউনিয়নের ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ার তথ্য পেয়েছি। এ ছাড়া মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের তথ্য নেওয়া হচ্ছে।’
এই শিক্ষা কর্মকর্তা আরও বলেন, বন্যার প্রবল আশঙ্কা এলাকায় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মাহফুজ আহমেদ সরকার বলেন, আউশ, আমন ও শাকসবজির খেতসহ ২০২ হেক্টর জমি প্লাবিত হওয়ার প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে।
উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, উপজেলায় ক্ষয়ক্ষতির এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় তালিকা তৈরির করে জেলা প্রশাসকের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বড় ধরনের ক্ষতির এড়াতে পুলিশ ও উপজেলা পরিষদের একটি টিম মাঠে কাজ করছে।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৩ ঘণ্টা আগে