চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের লেবুবাগান এলাকা থেকে অপহৃত দুই সহোদরকে সাঁড়াশি অভিযানে উদ্ধার করেছে সেনাবাহিনী।
শুক্রবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চন্দনাইশ সেনা ক্যাম্পের অধীন টহল টিম উপজেলার গহিন পাহাড়ি অঞ্চল—সইন্নারঢালা, ধুচরি, স্বরবাথুলি ও ছইল্লাছড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধ।
সেনাবাহিনী সূত্র জানায়, ১ নম্বর কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ সওদাগরপাড়া এলাকার লেবুবাগান থেকে স্থানীয় বাসিন্দা মো. হারুন (৭০) ও তাঁর দুই ছেলে মো. নোমান (২০) ও মো. মাঈমকে (১৫) অস্ত্রের মুখে অপহরণ করে আটজনের একটি সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী দল। স্থানীয়ভাবে চক্রটি ‘শান্তিবাহিনী’ নামে পরিচিত।
অপহরণকারীরা পরে মো. হারুনকে মুক্তি দিয়ে তাঁর কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ছেলেদের মুক্তির জন্য। বিষয়টি সেনাবাহিনীর গোয়েন্দা শাখাকে জানালে তাৎক্ষণিক অভিযান চালানো হয়।
অভিযানের বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা অপহৃতদের রেখে পালিয়ে যায়। পরে নিরাপদে উদ্ধার করে দুই ভাইকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
চন্দনাইশ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরেই পাহাড়ি সন্ত্রাসীদের দৌরাত্ম্য চলে আসছে। লেবুবাগানের শ্রমিকদের অপহরণ ও মুক্তিপণ আদায় সেখানে একধরনের নিয়মিত ঘটনা হয়ে উঠেছিল। তবে সেনাবাহিনীর এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
অভিযান সম্পর্কে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধ বলেন, ‘যেকোনো অপরাধের খবর পেলেই আমরা দ্রুত ব্যবস্থা নিই। অপহরণ, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।’

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের লেবুবাগান এলাকা থেকে অপহৃত দুই সহোদরকে সাঁড়াশি অভিযানে উদ্ধার করেছে সেনাবাহিনী।
শুক্রবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চন্দনাইশ সেনা ক্যাম্পের অধীন টহল টিম উপজেলার গহিন পাহাড়ি অঞ্চল—সইন্নারঢালা, ধুচরি, স্বরবাথুলি ও ছইল্লাছড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধ।
সেনাবাহিনী সূত্র জানায়, ১ নম্বর কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ সওদাগরপাড়া এলাকার লেবুবাগান থেকে স্থানীয় বাসিন্দা মো. হারুন (৭০) ও তাঁর দুই ছেলে মো. নোমান (২০) ও মো. মাঈমকে (১৫) অস্ত্রের মুখে অপহরণ করে আটজনের একটি সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী দল। স্থানীয়ভাবে চক্রটি ‘শান্তিবাহিনী’ নামে পরিচিত।
অপহরণকারীরা পরে মো. হারুনকে মুক্তি দিয়ে তাঁর কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ছেলেদের মুক্তির জন্য। বিষয়টি সেনাবাহিনীর গোয়েন্দা শাখাকে জানালে তাৎক্ষণিক অভিযান চালানো হয়।
অভিযানের বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা অপহৃতদের রেখে পালিয়ে যায়। পরে নিরাপদে উদ্ধার করে দুই ভাইকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
চন্দনাইশ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরেই পাহাড়ি সন্ত্রাসীদের দৌরাত্ম্য চলে আসছে। লেবুবাগানের শ্রমিকদের অপহরণ ও মুক্তিপণ আদায় সেখানে একধরনের নিয়মিত ঘটনা হয়ে উঠেছিল। তবে সেনাবাহিনীর এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
অভিযান সম্পর্কে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধ বলেন, ‘যেকোনো অপরাধের খবর পেলেই আমরা দ্রুত ব্যবস্থা নিই। অপহরণ, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।’

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মিত্রজয় তঞ্চঙ্গ্যা।
২১ মিনিট আগে
নওগাঁয় সেতু থেকে নিজের ১৬ মাস বয়সী শিশুকে নদীতে ছুড়ে ফেলে থানায় হাজির হয়েছেন এক নারী। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলায় এ ঘটনা ঘটে। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ওই নারীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তাঁরা।
২৯ মিনিট আগে
দেশে আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে লাইটার জাহাজ সংকট নিরসনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আমদানিকারকদের একটি অংশ কর্তৃক অভ্যন্তরীণ নৌপথে ব্যবহৃত লাইটার জাহাজগুলোকে অবৈধভাবে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করায় সৃষ্টি হওয়া সংকট মোকাবিলায় মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, জামায়েত করার কারণে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
১ ঘণ্টা আগে