রাঙামাটির জুরাছড়িতে দুর্বৃত্তরা শিক্ষিকার বাইক পুড়িয়ে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের মোহনা আবাসিক ভবনে এই ঘটনা ঘটে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জুরাছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। এই ঘটনার সুষ্ঠু তদন্তের কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, জুরাছড়ি উপজেলা পরিষদের মোহনা আবাসিক ভবনের পূর্ব ফ্ল্যাটে অনেক দিন ধরে থাকেন একমাত্র মেয়েকে নিয়ে শিউলি চাকমা। তিনি মাধবছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
এ বিষয়ে শিউলি চাকমা মোবাইল ফোনে বলেন, ‘ভবনের গেট তালাবদ্ধ থাকে। গতকাল বিশেষ কাজে রাঙামাটি এসেছি। ঘটনার খবর পাই আজ ভোরে। আমি কাউকে ক্ষতি করিনি, সাদামাঠা জীবন–যাপন করছি। অথচ স্কুলে যাওয়ার একমাত্র ভরসা বাইকটি পুড়িয়ে দিল।’
শিউলি চাকমা আরও বলেন, ‘আমি তো কোনো রাজনীতি করি না, আমি সরকারি ভবনে অবস্থান করে সরকারি চাকরি করে যাচ্ছি-তাহলে আমার অনেক কষ্টে কেনা বাইক পুড়ে দিল কেন?’ তিনি নিরাপত্তা নিয়ে সংশয়ের কথা জানান। রাঙামাটি থেকে ফিরে জুরাছড়ি থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানান।
জুরাছড়ি থানার উপপরিদর্শক মোরশেদ আলম বলেন, ‘ঘটনা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। এখনই যা করার করা হচ্ছে। ভুক্তভোগী মামলা দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৫ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৯ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে