পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়িতে পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত) অপহৃত তিন নেতাকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে অপহরণের তিন দিন পর সেনাবাহিনী তাঁদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধার ব্যক্তিরা হলেন ইউপিডিএফের সংগঠক নিতী দত্ত চাকমা, হরি কমল ত্রিপুরা ও মিলন ত্রিপুরা।
বীর খাগড়াছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল পিএসসির নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর একটি দল উপজেলার লতিবান ইউনিয়নের তারাবনছড়ার দুর্গম পাহাড়ি এলাকার জুমঘর থেকে চোখ-মুখ বাঁধা অবস্থায় তাঁদের উদ্ধার করে।
উদ্ধার অপহৃতদের হস্তান্তরের সময় ৩০ বীর খাগড়াছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি ও পানছড়ি আর্মির সাব জোন কমান্ডার মেজর মো. জোবায়ের মাহমুদ, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আজম আজকের পত্রিকাকে জানান, অপহৃতদের উদ্ধার করে থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে উদ্ধার তিন নেতাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ১১ ডিসেম্বর রাত ১০টার দিকে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের অনিল পাড়ায় উপজাতীয় আঞ্চলিক সংগঠনের প্রতিপক্ষের গুলিতে পিসিপির সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা (৩২), পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সুনীল কান্তি ত্রিপুরা (২৮), গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহসভাপতি লিটন চাকমা (২৯) ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা (৪৯) নিহত হন। এ সময় ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায়।
আরও পড়ুন:

খাগড়াছড়ির পানছড়িতে পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত) অপহৃত তিন নেতাকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে অপহরণের তিন দিন পর সেনাবাহিনী তাঁদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধার ব্যক্তিরা হলেন ইউপিডিএফের সংগঠক নিতী দত্ত চাকমা, হরি কমল ত্রিপুরা ও মিলন ত্রিপুরা।
বীর খাগড়াছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল পিএসসির নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর একটি দল উপজেলার লতিবান ইউনিয়নের তারাবনছড়ার দুর্গম পাহাড়ি এলাকার জুমঘর থেকে চোখ-মুখ বাঁধা অবস্থায় তাঁদের উদ্ধার করে।
উদ্ধার অপহৃতদের হস্তান্তরের সময় ৩০ বীর খাগড়াছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি ও পানছড়ি আর্মির সাব জোন কমান্ডার মেজর মো. জোবায়ের মাহমুদ, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আজম আজকের পত্রিকাকে জানান, অপহৃতদের উদ্ধার করে থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে উদ্ধার তিন নেতাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ১১ ডিসেম্বর রাত ১০টার দিকে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের অনিল পাড়ায় উপজাতীয় আঞ্চলিক সংগঠনের প্রতিপক্ষের গুলিতে পিসিপির সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা (৩২), পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সুনীল কান্তি ত্রিপুরা (২৮), গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহসভাপতি লিটন চাকমা (২৯) ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা (৪৯) নিহত হন। এ সময় ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায়।
আরও পড়ুন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৫ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৫ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৫ ঘণ্টা আগে