সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

মসজিদে আজানরত অবস্থায় বিদ্যুতায়িত হয়ে ফেনীর সোনাগাজীতে সাঈদ উল্যাহ (৫৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার দক্ষিণ চরচান্দিয়া আব্দুর রশিদ হাফিজ বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, বজ্রপাতে মাইকের তার ও আইপিএসে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য এস্কান্দার রকি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সাঈদ উল্যাহ মসজিদের দেখাশোনা করতেন। পাশাপাশি মুয়াজ্জিন না থাকলে আজান দিতেন। ঘটনার আগের দিন গভীর রাত পর্যন্ত মসজিদে এসি লাগানোর কাজ করেছেন। সকালে ব্যক্তিগত কাজ সেরে বাড়িতে আসেন। ওই সময় হচ্ছে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল।
জোহরের আজানের সময় হলে বৃষ্টি উপেক্ষা তিনি মসজিদে যান। সেখানে আজান দিতে মাইকে ফুঁ দেন। এরপর হঠাৎ আজানের শব্দ বন্ধ হয়ে যায় এবং তার চিৎকার শুনে বাড়ির কর্মচারী কাউছার ও গাড়িচালক সারওয়ার হোসেন মসজিদে ছুটে যায়। সেখানে সাঈদ উল্যাহকে পড়ে থাকতে দেখে তারা উপস্থিত মুসল্লিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাড়িচালক সারওয়ার হোসেন বলেন, ‘দুপুরের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। মসজিদের মাইকে আজানের শব্দ শোনা যায়। হঠাৎ একটা চিৎকার শোনা যায়। আমি দ্রুত মসজিদের দিকে চলে যাই। এ সময় কয়েকজনসহ সাঈদ উল্যাহ সাহেবকে পড়ে থাকতে দেখি এবং হাসপাতালে নিয়ে যাই।’
মসজিদের মুয়াজ্জিন ইয়াছিন আরাফাত বলেন, ‘সারা রাত মসজিদের এসির কাজ করে ছিলেন। আমি অনেক সময় আসতে দেরি হলে সাঈদ উল্যাহ সাহেব আজান ও নামাজ পড়াতেন। আজকে অনেক বৃষ্টি হওয়ায় আসতে পারিনি। তিনি আজান দেওয়ার সময় বৈদ্যুতিক সট সার্কিটের মৃত্যু বরণ করেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক শাহাদাত হোসাইন বলেন, ‘বৈদ্যুতিক সট সার্কিটে সাঈদ উল্যাহ নামে এক ব্যক্তিকে চিকিৎসার জন্য আনা হয়। কিন্তু তিনি ঘটনাস্থলে মারা যান।’

মসজিদে আজানরত অবস্থায় বিদ্যুতায়িত হয়ে ফেনীর সোনাগাজীতে সাঈদ উল্যাহ (৫৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার দক্ষিণ চরচান্দিয়া আব্দুর রশিদ হাফিজ বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, বজ্রপাতে মাইকের তার ও আইপিএসে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য এস্কান্দার রকি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সাঈদ উল্যাহ মসজিদের দেখাশোনা করতেন। পাশাপাশি মুয়াজ্জিন না থাকলে আজান দিতেন। ঘটনার আগের দিন গভীর রাত পর্যন্ত মসজিদে এসি লাগানোর কাজ করেছেন। সকালে ব্যক্তিগত কাজ সেরে বাড়িতে আসেন। ওই সময় হচ্ছে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল।
জোহরের আজানের সময় হলে বৃষ্টি উপেক্ষা তিনি মসজিদে যান। সেখানে আজান দিতে মাইকে ফুঁ দেন। এরপর হঠাৎ আজানের শব্দ বন্ধ হয়ে যায় এবং তার চিৎকার শুনে বাড়ির কর্মচারী কাউছার ও গাড়িচালক সারওয়ার হোসেন মসজিদে ছুটে যায়। সেখানে সাঈদ উল্যাহকে পড়ে থাকতে দেখে তারা উপস্থিত মুসল্লিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাড়িচালক সারওয়ার হোসেন বলেন, ‘দুপুরের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। মসজিদের মাইকে আজানের শব্দ শোনা যায়। হঠাৎ একটা চিৎকার শোনা যায়। আমি দ্রুত মসজিদের দিকে চলে যাই। এ সময় কয়েকজনসহ সাঈদ উল্যাহ সাহেবকে পড়ে থাকতে দেখি এবং হাসপাতালে নিয়ে যাই।’
মসজিদের মুয়াজ্জিন ইয়াছিন আরাফাত বলেন, ‘সারা রাত মসজিদের এসির কাজ করে ছিলেন। আমি অনেক সময় আসতে দেরি হলে সাঈদ উল্যাহ সাহেব আজান ও নামাজ পড়াতেন। আজকে অনেক বৃষ্টি হওয়ায় আসতে পারিনি। তিনি আজান দেওয়ার সময় বৈদ্যুতিক সট সার্কিটের মৃত্যু বরণ করেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক শাহাদাত হোসাইন বলেন, ‘বৈদ্যুতিক সট সার্কিটে সাঈদ উল্যাহ নামে এক ব্যক্তিকে চিকিৎসার জন্য আনা হয়। কিন্তু তিনি ঘটনাস্থলে মারা যান।’

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
৩ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৩ ঘণ্টা আগে