ফায়সাল করিম, চট্টগ্রাম

কোরবানির আগে গরুর দাম যাচাইয়ে বাজারে আসেন অনেক ক্রেতাই। এই হাট সেই হাট ঘুরে তাঁরা আগেভাগে যাচাই করেন কোরবানির পশুর দাম। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর বিবিরহাট গরুর বাজার ভরপুর ছিল এমনই অনেক সম্ভাব্য ক্রেতায়। তাঁদেরই একজন ব্যাংক কর্মচারী মো. আলম। থাকেন বিবিরহাট কাঁচাবাজারের আগে মোহাম্মদপুরের ২ নম্বর গেটের একটি আবাসিক এলাকায়। বাজারের অবস্থা জানতে চাইতেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বললেন, ‘এবার তো অবস্তা বালা ন, গরুর বউত দাম দেহির, কিন্নুম ক্যানে!’
কথায় কথায় তিনি জানালেন, প্রতিবছর দুই খালাতো ভাইয়ের সঙ্গে ভাগে কোরবানি দেন। এবারে গরু কিনতে বরাদ্দ ১০ হাজার টাকা বাড়ালেও শেষমেশ এই দামে গরু পাবেন কি না, তা নিয়ে আছেন দুশ্চিন্তায়।
বহদ্দারহাটের ব্যবসায়ী ইউনুচ গণি এসেছেন ভাইকে নিয়ে। গরুর দাম কেমন জিজ্ঞেস করতেই হতাশা মেশানো কণ্ঠে বললেন, ‘গতবার প্রথম দিকেও গরুর দাম এমন ছিল না। বাজার ঘুরে ছোট গরুর দাম গতবারের চেয়ে ৩০–৪০ হাজার টাকা আর বড় গরু ২০–৩০ হাজার টাকা বাড়তি মনে হচ্ছে।’
চাঁপাইনবাবগঞ্জ থেকে বিবিরহাটে গরু নিয়ে এসেছেন আল আমিন নামের গরু ব্যবসায়ী। গরুর দাম বেশি কেন জিজ্ঞেস করতেই জানালেন, এবার গরুর খাবার থেকে শুরু করে চট্টগ্রামে আনার ট্রাক ভাড়া পর্যন্ত সবকিছুতেই বাড়তি খরচ হচ্ছে। তাই গরুর দাম না বাড়িয়ে উপায় নেই।
সাগরিকা গরু বাজারের ইজারাদার মো. শাহেদ বলেন, এখনো অনেক পশু আসা বাকি। তা ছাড়া ক্রেতারাও এখনো পুরোদমে গরু কেনা শুরু করেননি। তাই দামটাও হয়তো এখন বেশি বলছে। তবে আশা করি পুরোদমে যখন বেচাকেনা শুরু হবে, তখন গরুর দাম নাগালের মধ্যেই আসবে।
নগরীর বিশ্বকলোনি থেকে সাগরিকা বাজারে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী সিয়াম বিল্লাহ। কিনেছেন ১ লাখ ৫০ হাজার টাকায় একটি দেশি জাতের গরু। তিনি বলেন, এবার সম্ভবত ভারতীয় গরু না আসায় গরুর দাম বেশি হাঁকছে। এবার করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বারবার হাটে আসা যাবে না। তাই ভিড় এড়াতে আগেভাগেই একটু বেশি দামেই নিয়ে নিলাম।’ গতবার একই ধরনের গরু ১ লাখ ২০ হাজার টাকায় কিনেছিলেন বলে জানালেন তিনি।
গরুর দামের বিষয়টি জানতে চাইলে প্রাণিসম্পদ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আশরাফুল আলম খান বলেন, ‘প্রতিবছরই বিভিন্ন খরচ বাড়ে। তাই হয়তো গরুর দাম কিছুটা বেশি হাঁকা হচ্ছে। করোনার কারণে শুরু থেকেই আমাদের সাজেশন ছিল ক্রেতারা যেন অনলাইন বা খামার থেকে গরু কেনেন।’

কোরবানির আগে গরুর দাম যাচাইয়ে বাজারে আসেন অনেক ক্রেতাই। এই হাট সেই হাট ঘুরে তাঁরা আগেভাগে যাচাই করেন কোরবানির পশুর দাম। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর বিবিরহাট গরুর বাজার ভরপুর ছিল এমনই অনেক সম্ভাব্য ক্রেতায়। তাঁদেরই একজন ব্যাংক কর্মচারী মো. আলম। থাকেন বিবিরহাট কাঁচাবাজারের আগে মোহাম্মদপুরের ২ নম্বর গেটের একটি আবাসিক এলাকায়। বাজারের অবস্থা জানতে চাইতেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বললেন, ‘এবার তো অবস্তা বালা ন, গরুর বউত দাম দেহির, কিন্নুম ক্যানে!’
কথায় কথায় তিনি জানালেন, প্রতিবছর দুই খালাতো ভাইয়ের সঙ্গে ভাগে কোরবানি দেন। এবারে গরু কিনতে বরাদ্দ ১০ হাজার টাকা বাড়ালেও শেষমেশ এই দামে গরু পাবেন কি না, তা নিয়ে আছেন দুশ্চিন্তায়।
বহদ্দারহাটের ব্যবসায়ী ইউনুচ গণি এসেছেন ভাইকে নিয়ে। গরুর দাম কেমন জিজ্ঞেস করতেই হতাশা মেশানো কণ্ঠে বললেন, ‘গতবার প্রথম দিকেও গরুর দাম এমন ছিল না। বাজার ঘুরে ছোট গরুর দাম গতবারের চেয়ে ৩০–৪০ হাজার টাকা আর বড় গরু ২০–৩০ হাজার টাকা বাড়তি মনে হচ্ছে।’
চাঁপাইনবাবগঞ্জ থেকে বিবিরহাটে গরু নিয়ে এসেছেন আল আমিন নামের গরু ব্যবসায়ী। গরুর দাম বেশি কেন জিজ্ঞেস করতেই জানালেন, এবার গরুর খাবার থেকে শুরু করে চট্টগ্রামে আনার ট্রাক ভাড়া পর্যন্ত সবকিছুতেই বাড়তি খরচ হচ্ছে। তাই গরুর দাম না বাড়িয়ে উপায় নেই।
সাগরিকা গরু বাজারের ইজারাদার মো. শাহেদ বলেন, এখনো অনেক পশু আসা বাকি। তা ছাড়া ক্রেতারাও এখনো পুরোদমে গরু কেনা শুরু করেননি। তাই দামটাও হয়তো এখন বেশি বলছে। তবে আশা করি পুরোদমে যখন বেচাকেনা শুরু হবে, তখন গরুর দাম নাগালের মধ্যেই আসবে।
নগরীর বিশ্বকলোনি থেকে সাগরিকা বাজারে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী সিয়াম বিল্লাহ। কিনেছেন ১ লাখ ৫০ হাজার টাকায় একটি দেশি জাতের গরু। তিনি বলেন, এবার সম্ভবত ভারতীয় গরু না আসায় গরুর দাম বেশি হাঁকছে। এবার করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বারবার হাটে আসা যাবে না। তাই ভিড় এড়াতে আগেভাগেই একটু বেশি দামেই নিয়ে নিলাম।’ গতবার একই ধরনের গরু ১ লাখ ২০ হাজার টাকায় কিনেছিলেন বলে জানালেন তিনি।
গরুর দামের বিষয়টি জানতে চাইলে প্রাণিসম্পদ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আশরাফুল আলম খান বলেন, ‘প্রতিবছরই বিভিন্ন খরচ বাড়ে। তাই হয়তো গরুর দাম কিছুটা বেশি হাঁকা হচ্ছে। করোনার কারণে শুরু থেকেই আমাদের সাজেশন ছিল ক্রেতারা যেন অনলাইন বা খামার থেকে গরু কেনেন।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১৬ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে