লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পিকআপভ্যানের সহকারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর-রামগতি সড়কের সুতারগোপ্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—সিরাজ উল্যাহ (৪৫)। তিনি দুর্ঘটনা কবলিত পিকআপভ্যানের সহকারী ছিলেন। অপরজন হলেন-নুরনবী হোসেন (৩৪)। তিনি একজন ইটভাটার শ্রমিকের কাজ করতেন এবং তিনি দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। নিহত দুজনেরই বাড়ি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, উপজেলার তোরাবগঞ্জ থেকে ইটবোঝাই একটি পিকআপ ভ্যান লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। লক্ষ্মীপুর-রামগতি সড়কের সুতারগোপ্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সিরাজ উল্যাহ ও নুরনবী গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদিন আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আসার আগেই তাঁদের মৃত হয়েছে। তবে প্রচুর রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলে উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পিকআপ-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়। দুজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যেহেতু বিষয়টি দুর্ঘটনা, তাই কারও কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা যাবে। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৫ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৯ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে