
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চালতপাড় ডিগ্রি কলেজে ৯ সদস্যের আংশিক কমিটি দিয়েছে ছাত্রদল। কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ জনই নারী। কমিটিতে নারী শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়ায় প্রশংসায় ভাসছে ছাত্রদল।
গতকাল শুক্রবার জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান ও সদস্যসচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে কনিকা আক্তারকে সভাপতি ও দেওয়ান নুসরাতকে সাধারণ সম্পাদক করা হয়েছে। অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি পুষ্প আক্তার, সহসভাপতি আয়েশা সিদ্দিকা পান্না, মুক্তা আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান তনু, নাজনিন আক্তার ও সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন।
এ বিষয়ে সভাপতি কনিকা আক্তার বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার পতনের নেপথ্যে নারীদের ভূমিকা ছিল সবার আগে। জুলাই-আগস্টের বিপ্লব আমাদের শিখিয়ে গেছে নারীরা চাইলেই সবকিছু করতে পারে। এ ছাড়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চাইছেন নারী নেতৃত্ব এগিয়ে আসুক। আমাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে সচেষ্ট থাকব।’
জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী বলেন, ‘চালতপাড় কলেজে নারী শিক্ষার্থীরা তাঁদের দক্ষতার সঙ্গে কাজ করেছেন। জুলাই ছাত্র আন্দোলনসহ বিভিন্ন কার্যক্রমে নারী শিক্ষার্থীরা সোচ্চার ছিলেন। সাংগঠনিক কাজে মেয়েরাই এগিয়ে আছেন। যখন আমরা সদস্য সংগ্রহ ফরম বিতরণ করি তখন মেয়েরাই প্রথম নিয়েছিল। তাই দক্ষতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব বাছাই করা হয়েছে।’

ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২৫ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
২৯ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের নগরকান্দায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় নারী-পুরুষসহ ১৮ জনকে আটক করে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে