Ajker Patrika

সাহরিতে খাবার গরম করতে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

চাঁদপুর প্রতিনিধি
সাহরিতে খাবার গরম করতে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬
হাসপাতালে চিকিৎসাধীন এক দগ্ধ নারী। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরে সাহরির সময় খাবার গরম করতে লাইনের গ্যাসের চুলা জ্বালালে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে শহরের কোড়ালিয়ায় সাহাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।

দগ্ধরা হলেন—আব্দুর রহমান সরদার (৭০), তাঁর স্ত্রী শানু বেগম (৬০), বড় ছেলে ইমাম হোসেন (৪০), তাঁর স্ত্রী খাদিজা বেগম (৩২), মেজ ছেলের স্ত্রী নিপা (২৬) ও ছোট ছেলে মহিন (১৫)। তাঁদের মধ্যে ইমাম হোসেন ও নিপা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের ঢাকায় রেফার করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ইমাম হোসেন জানান, তিনি শহরের বড় স্টেশন মাছঘাটে মাছের ব্যবসা করেন। দগ্ধরা তাঁর পরিবারের সদস্য।

দগ্ধ আব্দুর রহমান সরদারের ভাগনে মাহমুদ বলেন, ভোরে সাহরি খাওয়ার জন্য খাবার গরম করতে চুলা জ্বালালে বিস্ফোরণ হয়। পরে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, ঢাকায় যাদের পাঠানো হয়েছে তাদের শরীরের ৫০ থেকে ৬০ ভাগ পুড়েছে। হাসপাতালে চিকিৎসাধীন দুজনের ২০ ভাগ পুড়েছে। দগ্ধ কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

হাসপাতালের সার্জারি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক রফিকুল হাসান ফয়সাল বলেন, দগ্ধ রোগীদের হাসপাতালে আনার পর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়। বাকি দুজন হাসপাতালের ওয়ান স্টাফ ইমার্জেন্সি কেয়ারে চিকিৎসাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত