
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে অনিয়মের অভিযোগ রয়েছে চট্টগ্রামের নির্বাচন কার্যালয়ের বিরুদ্ধে। আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয়ের দুই শীর্ষ কর্মকর্তার যোগসাজশে এনআইডি সংশোধনে আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এর মধ্যে আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালাল দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৮ জুন) দুপুরে এই অভিযান চালায় দুদক চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক এমরান হোসাইনের নেতৃত্বে চার সদস্যের টিম।
দুদক কর্মকর্তারা আঞ্চলিক নির্বাচন কমিশন ও জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখেন। দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়া চারটি এনআইডি সংশোধনের বিষয়ে খতিয়ে দেখা হয় বলে জানিয়েছেন এমরান হোসাইন। এ ছাড়া সন্দেহজনক চারটি ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে খোঁজখবর নেন তাঁরা। যদিও এসব অ্যাকাউন্টের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযানের বিষয়ে দুদক চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক এমরান হোসাইন সাংবাদিকদের বলেন, ‘চারটি এনআইডি সংশোধনের বিষয়ে খোঁজ নিয়েছি। যেগুলো এরই মধ্যে সংশোধন করা হয়েছে। পাশাপাশি সংশোধনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে আমরা খতিয়ে দেখেছি। আমাদের কাছে চারটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর রয়েছে। যার মাধ্যমে আর্থিক লেনদেন হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। আমরা এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়েছি। এই ব্যাংক অ্যাকাউন্টগুলো তাদের নয় বলে জানিয়েছে। আমরা অ্যাকাউন্টগুলো কাদের নামে রয়েছে, তা যাচাই করব।’
এ বিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘দুদক টিম নির্বাচন কমিশন কার্যালয়ের বিভিন্ন বিষয়ে তথ্য চেয়েছিল। আমরা তা দিয়ে সহায়তা করেছি। আমার কার্যালয়ের কোনো কর্মকর্তা কিংবা কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চারটি এনআইডি সংশোধনের বিষয়ে তথ্যও নিয়েছে তারা।’ সেই এনআইডির বিষয়গুলো আগেই সংশোধন হয়ে গেছে বলেও জানান এ কর্মকর্তা।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৩ ঘণ্টা আগে