সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে সন্ত্রাসীর গুলিতে শাহা আলম নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাতে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নলতায় এ ঘটনা ঘটে। এ সময় রবিউল ইসলাম হৃদয় (৩২) নামের এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ। শাহা আলম বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শাহা আলম দেবহাটা উপজেলার মাটিকুমড়া গ্রামের বাসিন্দা। নলতা বাজারে তাঁর ফাতেমা টেলিকম নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানে তিনি মোবাইল বিক্রিসহ ফ্লেক্সিলোড ও বিকাশের এজেন্ট হিসেবে ব্যবসা করতেন। আটক হৃদয় কালিগঞ্জ উপজেলার পাইকাড়া গ্রামের নূরইসলামের ছেলে।
নলতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিজুল ইসলাম জানান, শাহা আলম শনিবার রাত ১১টার দিকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবেশী বন্ধু অহিদুল ইসলামের মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা তাঁদের মোটরসাইকেল গতিরোধ করে শাহা আলমের কাছে থাকা ৭ লাখ টাকা বহন করা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাঁরা (সন্ত্রাসীরা) ব্যর্থ হয়ে ধস্তাধস্তি করে। একপর্যায়ে শাহা আলমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন শাহা আলম। এ সময় শাহা আলম চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হৃদয়কে আটকে রেখে পুলিশকে খবর দেন। বাকি সন্ত্রাসীরা পালিয়ে যান।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আসাদুজ্জামান জানান, শাহা আলমের বুকের বাম পাশে লাগা গুলিটি বের করা হয়েছে। এখনো তাঁর জ্ঞান ফেরেনি। তিনি আশঙ্কামুক্ত কিনা এখনই বলা যাচ্ছে না।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিদেশি পিস্তলসহ হৃদয়কে আটক করা হয়েছে। তবে স্থানীয়দের গণধোলাইয়ে তিনি গুরুতর আহত হওয়ায় চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

সাতক্ষীরার কালিগঞ্জে সন্ত্রাসীর গুলিতে শাহা আলম নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাতে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নলতায় এ ঘটনা ঘটে। এ সময় রবিউল ইসলাম হৃদয় (৩২) নামের এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ। শাহা আলম বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শাহা আলম দেবহাটা উপজেলার মাটিকুমড়া গ্রামের বাসিন্দা। নলতা বাজারে তাঁর ফাতেমা টেলিকম নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানে তিনি মোবাইল বিক্রিসহ ফ্লেক্সিলোড ও বিকাশের এজেন্ট হিসেবে ব্যবসা করতেন। আটক হৃদয় কালিগঞ্জ উপজেলার পাইকাড়া গ্রামের নূরইসলামের ছেলে।
নলতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিজুল ইসলাম জানান, শাহা আলম শনিবার রাত ১১টার দিকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবেশী বন্ধু অহিদুল ইসলামের মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা তাঁদের মোটরসাইকেল গতিরোধ করে শাহা আলমের কাছে থাকা ৭ লাখ টাকা বহন করা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাঁরা (সন্ত্রাসীরা) ব্যর্থ হয়ে ধস্তাধস্তি করে। একপর্যায়ে শাহা আলমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন শাহা আলম। এ সময় শাহা আলম চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হৃদয়কে আটকে রেখে পুলিশকে খবর দেন। বাকি সন্ত্রাসীরা পালিয়ে যান।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আসাদুজ্জামান জানান, শাহা আলমের বুকের বাম পাশে লাগা গুলিটি বের করা হয়েছে। এখনো তাঁর জ্ঞান ফেরেনি। তিনি আশঙ্কামুক্ত কিনা এখনই বলা যাচ্ছে না।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিদেশি পিস্তলসহ হৃদয়কে আটক করা হয়েছে। তবে স্থানীয়দের গণধোলাইয়ে তিনি গুরুতর আহত হওয়ায় চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে