পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র টেকনোলজিস্ট (ল্যাব) দেবাশীষ বড়ুয়া সাজু করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যকেন্দ্রটির একমাত্র নমুনা সংগ্রহকারী সাজু গতকাল সোমবার রাতে জ্বর ও গলায় ব্যথা অনুভব করেন। আজ মঙ্গলবার সকালে নমুনা পরীক্ষা করালে রিপোর্ট করোনা পজিটিভ আসে। এর পর থেকে তিনি হোম আইসোলেশনে আছেন।
সাজু বড়ুয়া জানান, গতকাল গভীর রাতে তাঁর শরীরে জ্বর ও ব্যথা অনুভূত হলে তিনি আজ মঙ্গলবার সকালে নমুনা দেন। নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন; সবার কাছে দোয়া চেয়েছেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র নমুনা সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সাজু। তিনি না থাকায় আজ কোনো নমুনা সংগ্রহ করা হয়নি। তিনি আইসোলেশনে থাকায় নমুনা সংগ্রহ করার মতো লোকের অভাবে জনসাধারণের করোনা টেস্ট ব্যাহত হওয়ায় সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া প্যাথলজি বিভাগের অন্যান্য পরীক্ষাও বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
এদিকে নমুনা টেস্টের কী হবে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ জানান, ‘আমাদের হাসপাতালে একটি ল্যাবের পদ আছে। যেহেতু নমুনা সংগ্রহকারী করোনায় আক্রান্ত হয়েছেন, সেহেতু আমরা তাঁর বিকল্প হিসেবে মেডিকেল টিম এনে নমুনা টেস্ট করার চিন্তা করছি। আমি সকালে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি; তাঁরা আমাকে আশ্বস্ত করেন শিগ্গিরই অন্য কাউকে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
প্রসঙ্গত, সম্মুখ সারির করোনাযোদ্ধা সাজু বড়ুয়া রাত-দিন পটিয়ার মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছেন। তিনি এ নিয়ে চারবার করোনায় আক্রান্ত হয়েছেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র টেকনোলজিস্ট (ল্যাব) দেবাশীষ বড়ুয়া সাজু করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যকেন্দ্রটির একমাত্র নমুনা সংগ্রহকারী সাজু গতকাল সোমবার রাতে জ্বর ও গলায় ব্যথা অনুভব করেন। আজ মঙ্গলবার সকালে নমুনা পরীক্ষা করালে রিপোর্ট করোনা পজিটিভ আসে। এর পর থেকে তিনি হোম আইসোলেশনে আছেন।
সাজু বড়ুয়া জানান, গতকাল গভীর রাতে তাঁর শরীরে জ্বর ও ব্যথা অনুভূত হলে তিনি আজ মঙ্গলবার সকালে নমুনা দেন। নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন; সবার কাছে দোয়া চেয়েছেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র নমুনা সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সাজু। তিনি না থাকায় আজ কোনো নমুনা সংগ্রহ করা হয়নি। তিনি আইসোলেশনে থাকায় নমুনা সংগ্রহ করার মতো লোকের অভাবে জনসাধারণের করোনা টেস্ট ব্যাহত হওয়ায় সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া প্যাথলজি বিভাগের অন্যান্য পরীক্ষাও বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
এদিকে নমুনা টেস্টের কী হবে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ জানান, ‘আমাদের হাসপাতালে একটি ল্যাবের পদ আছে। যেহেতু নমুনা সংগ্রহকারী করোনায় আক্রান্ত হয়েছেন, সেহেতু আমরা তাঁর বিকল্প হিসেবে মেডিকেল টিম এনে নমুনা টেস্ট করার চিন্তা করছি। আমি সকালে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি; তাঁরা আমাকে আশ্বস্ত করেন শিগ্গিরই অন্য কাউকে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
প্রসঙ্গত, সম্মুখ সারির করোনাযোদ্ধা সাজু বড়ুয়া রাত-দিন পটিয়ার মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছেন। তিনি এ নিয়ে চারবার করোনায় আক্রান্ত হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে