নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিক্ষোভের মুখে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানা বন্ধ ঘোষণার পরও বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকেরা। বিক্ষোভ চলাকালে অন্য একটি কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে সিইপিজেডের প্যাসিফিক ক্যাজুয়াল নামের একটি কারখানার সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এর আগে, গতকাল রোববার সকালে খাদ্য ভাতা, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা। সেখানে কয়েকজন কর্মকর্তা এসে তাঁদের আশ্বস্ত করার পরও বিক্ষোভ অব্যাহত থাকে। এরপর রাতে কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপকের সই করা বিজ্ঞপ্তিতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। আজ সকালে কারখানার শ্রমিকেরা কাজে এসে ফটকে বন্ধের নোটিশ ঝুলে থাকতে দেখেন। পরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
চট্টগ্রাম শিল্প পুলিশের সুপার মোহাম্মদ সুলাইমান বলেন, কর্তৃপক্ষ কারখানা বন্ধের নোটিশ দেওয়ার পরও আজ শ্রমিকদের একটি অংশ কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। এ সময় পাশের একটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে বলেন প্যাসিফিকের শ্রমিকেরা। এতে রাজি না হওয়ায় উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও পরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ছাড়া কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিদাওয়ার বিষয়ে আশ্বস্ত করে। পরে দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা আন্দোলন থেকে সরে আসেন।
তবে শ্রমিকদের দাবি, আজ প্যাসিফিক নিট ডিভিশনের অধীন প্যাসিফিক ক্যাজুয়ালস কারখানার ইউনিট-১ ও ইউনিট-২ বন্ধ থাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় প্যাসিফিক জিনস গ্রুপের অধীন এনএইচটি ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
এর আগে প্যাসিফিক ক্যাজুয়ালস কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, ‘অবৈধভাবে শ্রমিকদের কাজ বন্ধ রাখা এবং অন্যায় দাবিদাওয়া উত্থাপন করার কারণে ইপিজেড শ্রম আইন অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে।’

বিক্ষোভের মুখে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানা বন্ধ ঘোষণার পরও বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকেরা। বিক্ষোভ চলাকালে অন্য একটি কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে সিইপিজেডের প্যাসিফিক ক্যাজুয়াল নামের একটি কারখানার সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এর আগে, গতকাল রোববার সকালে খাদ্য ভাতা, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা। সেখানে কয়েকজন কর্মকর্তা এসে তাঁদের আশ্বস্ত করার পরও বিক্ষোভ অব্যাহত থাকে। এরপর রাতে কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপকের সই করা বিজ্ঞপ্তিতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। আজ সকালে কারখানার শ্রমিকেরা কাজে এসে ফটকে বন্ধের নোটিশ ঝুলে থাকতে দেখেন। পরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
চট্টগ্রাম শিল্প পুলিশের সুপার মোহাম্মদ সুলাইমান বলেন, কর্তৃপক্ষ কারখানা বন্ধের নোটিশ দেওয়ার পরও আজ শ্রমিকদের একটি অংশ কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। এ সময় পাশের একটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে বলেন প্যাসিফিকের শ্রমিকেরা। এতে রাজি না হওয়ায় উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও পরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ছাড়া কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিদাওয়ার বিষয়ে আশ্বস্ত করে। পরে দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা আন্দোলন থেকে সরে আসেন।
তবে শ্রমিকদের দাবি, আজ প্যাসিফিক নিট ডিভিশনের অধীন প্যাসিফিক ক্যাজুয়ালস কারখানার ইউনিট-১ ও ইউনিট-২ বন্ধ থাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় প্যাসিফিক জিনস গ্রুপের অধীন এনএইচটি ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
এর আগে প্যাসিফিক ক্যাজুয়ালস কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, ‘অবৈধভাবে শ্রমিকদের কাজ বন্ধ রাখা এবং অন্যায় দাবিদাওয়া উত্থাপন করার কারণে ইপিজেড শ্রম আইন অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে