
দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালীর সোনাইমুড়ীতে নৌকায় ভোট দিতে সুবিধাভোগীদের কার্ড জব্দের ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আকতার হোসেন দুলু ও চালের ডিলার মোহাম্মদ জসিম উদ্দিনকে শোকজ করা হয়েছে। আজ শুক্রবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহজাহান মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার তাঁদের শোকজ করা হলেও বিষয়টি গোপন রাখা হয়েছিল।
সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহজাহান মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সুবিধাভোগীদের কার্ড জব্দের সংবাদটি আমাদের নজরে আসে। পরে অম্বরনগর ইউপি চেয়ারম্যান আকতার হোসেন দুলু ও চালের ডিলার মোহাম্মদ জসিম উদ্দিনকে শোকজ করা হয়। তারা দুজন আমাদের অফিসে এসে দেখা করে গেছেন এবং দ্রুত সময়ের মধ্যে ঘটনায় তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।’ অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।
এর আগে নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোরশেদ আলমকে নৌকা প্রতীকে ভোট দিতে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৯২ জন সুবিধাভোগীর কার্ড জব্দ করেন ইউপি চেয়ারম্যান আকতার হোসেন দুলু। তিনি তাঁদের ভোট না দিলে কার্ড ফেরত দেবেন না বলে হুমকি দেন। এ ঘটনায় গত মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া।
অম্বরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল করিম, কহিনুর বেগম ও হিরা লাল কর্মকারসহ বেশ কয়েকজন সুবিধাভোগী ইতিমধ্যে কার্ড ফেরত ফেলেও এখনো পাননি অনেকে। তবে দ্রুত সুবিধাভোগীদের পৌঁছে দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।
উপকারভোগী কহিনুর বেগম বলেন, ‘সবশেষ চাল দিয়ে আমাদের কার্ড রেখে দেওয়া হয়েছিল। আজ (শুক্রবার) একজন লোক বাড়িতে এসে কার্ড দিয়ে গেছেন। এ সময় তিনি আমাদের কিছুই বলেননি।’
হিরা লাল কর্মকার বলেন, ‘আমাদের বাড়ির নকুল কর্মকার, মিনতি কর্মকার, নেপাল কর্মকার ও তাহেরা বেগম এবং আমি সরকারের ১০ টাকা মূল্যের চালের সুবিধা পাই। আমাদের সবার কার্ড চাল আনতে যাওয়ার পর রেখে দিয়েছিল। কিন্তু আজ সকালে মহিলা মেম্বারের মাধ্যমে আমাকে তাঁর বাড়িতে ডেকে পাঠানো হয়। পরে যাওয়ার পর আমাদের কার্ডগুলো ফিরিয়ে দিয়েছেন।’ একই কথা জানান ওই ওয়ার্ডের আব্দুল করিম।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সহকারী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক শোকজ ছাড়াও বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৪ মিনিট আগে