নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের তিন টিকিট কালেক্টরকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে। তাঁদের পরিবর্তে বুকিং সহকারী তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেটি নিয়মের ব্যত্যয় বলছেন সংশ্লিষ্টরা।
রেলওয়ে সূত্র জানায়, গত বুধবার রেলপথ মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব চট্টগ্রামে আসেন। ওইদিন রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা ছিলেন। স্টেশনের গেটে যাদের টিকিট চেক করার দায়িত্ব তাঁরা ছিলেন না। ফলে ওই দিনই তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। এদের পরিবর্তে তিন বুকিং সহকারীকে দায়িত্ব পালন করতে বলা হয়।
সাময়িক বরখাস্ত হওয়া তিনজন টিকিট কালেক্টর হলেন কামরুল ইসলাম, আবু সাইদ ফিরোজ ও মো. সবুজ। তাঁদের পরিবর্তে দায়িত্ব পালন করছেন বুকিং সহকারী জহিরুল ইসলাম, যতন শীল ও গোপীনাথ।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ডিউটি শেষ পর্যায়ে হওয়ায় ওই তিনজন গেট ছেড়ে বাসায় চলে যান। ওই দিন রেলপথ মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব মহোদয় এসেছিলেন। দায়িত্ব অবহেলায় ওই তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়।’
দায়িত্ব অবহেলার বিষয়ে জানতে চাইলে কামরুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। বুকিং সহকারী জহিরুল ইসলাম বলেন, ‘মৌখিকভাবে টিসির দায়িত্ব পালন করতে বলা হয়েছে।’
রেলওয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, টিসির দায়িত্ব বুকিং সহকারীকে দেওয়াটা উচিত হয়নি। রেলওয়ের ইতিহাসে এ রকম ঘটনা আর ঘটেনি। দায়িত্ব দিতে চাইলে পূর্বাঞ্চলের বিভিন্ন স্টেশন থেকে টিসি এনে সাময়িক দায়িত্ব দিতে পারত।
সার্বিক বিষয়ে জানতে চট্টগ্রামের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ইতি ধরের মোবাইল ফোনে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি। অভিযোগ রয়েছে, তিনি কোনো সাংবাদিকের ফোন ধরেন না। দায়িত্বও ঠিকমতো পালন করেন না। পাহাড়তলীর নিজ অফিসে কমিশনের ভিত্তিতে শুধু ফাইলে সইয়ে ব্যস্ত থাকেন।

দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের তিন টিকিট কালেক্টরকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে। তাঁদের পরিবর্তে বুকিং সহকারী তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেটি নিয়মের ব্যত্যয় বলছেন সংশ্লিষ্টরা।
রেলওয়ে সূত্র জানায়, গত বুধবার রেলপথ মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব চট্টগ্রামে আসেন। ওইদিন রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা ছিলেন। স্টেশনের গেটে যাদের টিকিট চেক করার দায়িত্ব তাঁরা ছিলেন না। ফলে ওই দিনই তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। এদের পরিবর্তে তিন বুকিং সহকারীকে দায়িত্ব পালন করতে বলা হয়।
সাময়িক বরখাস্ত হওয়া তিনজন টিকিট কালেক্টর হলেন কামরুল ইসলাম, আবু সাইদ ফিরোজ ও মো. সবুজ। তাঁদের পরিবর্তে দায়িত্ব পালন করছেন বুকিং সহকারী জহিরুল ইসলাম, যতন শীল ও গোপীনাথ।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ডিউটি শেষ পর্যায়ে হওয়ায় ওই তিনজন গেট ছেড়ে বাসায় চলে যান। ওই দিন রেলপথ মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব মহোদয় এসেছিলেন। দায়িত্ব অবহেলায় ওই তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়।’
দায়িত্ব অবহেলার বিষয়ে জানতে চাইলে কামরুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। বুকিং সহকারী জহিরুল ইসলাম বলেন, ‘মৌখিকভাবে টিসির দায়িত্ব পালন করতে বলা হয়েছে।’
রেলওয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, টিসির দায়িত্ব বুকিং সহকারীকে দেওয়াটা উচিত হয়নি। রেলওয়ের ইতিহাসে এ রকম ঘটনা আর ঘটেনি। দায়িত্ব দিতে চাইলে পূর্বাঞ্চলের বিভিন্ন স্টেশন থেকে টিসি এনে সাময়িক দায়িত্ব দিতে পারত।
সার্বিক বিষয়ে জানতে চট্টগ্রামের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ইতি ধরের মোবাইল ফোনে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি। অভিযোগ রয়েছে, তিনি কোনো সাংবাদিকের ফোন ধরেন না। দায়িত্বও ঠিকমতো পালন করেন না। পাহাড়তলীর নিজ অফিসে কমিশনের ভিত্তিতে শুধু ফাইলে সইয়ে ব্যস্ত থাকেন।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১১টার দিকে টেকনিক্যাল মোড়ে অবস্থান নেয় সাত কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা তাঁদের সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ করেন।
৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
১৫ মিনিট আগে
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
৩৯ মিনিট আগে
টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২ ঘণ্টা আগে