নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের তিন টিকিট কালেক্টরকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে। তাঁদের পরিবর্তে বুকিং সহকারী তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেটি নিয়মের ব্যত্যয় বলছেন সংশ্লিষ্টরা।
রেলওয়ে সূত্র জানায়, গত বুধবার রেলপথ মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব চট্টগ্রামে আসেন। ওইদিন রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা ছিলেন। স্টেশনের গেটে যাদের টিকিট চেক করার দায়িত্ব তাঁরা ছিলেন না। ফলে ওই দিনই তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। এদের পরিবর্তে তিন বুকিং সহকারীকে দায়িত্ব পালন করতে বলা হয়।
সাময়িক বরখাস্ত হওয়া তিনজন টিকিট কালেক্টর হলেন কামরুল ইসলাম, আবু সাইদ ফিরোজ ও মো. সবুজ। তাঁদের পরিবর্তে দায়িত্ব পালন করছেন বুকিং সহকারী জহিরুল ইসলাম, যতন শীল ও গোপীনাথ।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ডিউটি শেষ পর্যায়ে হওয়ায় ওই তিনজন গেট ছেড়ে বাসায় চলে যান। ওই দিন রেলপথ মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব মহোদয় এসেছিলেন। দায়িত্ব অবহেলায় ওই তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়।’
দায়িত্ব অবহেলার বিষয়ে জানতে চাইলে কামরুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। বুকিং সহকারী জহিরুল ইসলাম বলেন, ‘মৌখিকভাবে টিসির দায়িত্ব পালন করতে বলা হয়েছে।’
রেলওয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, টিসির দায়িত্ব বুকিং সহকারীকে দেওয়াটা উচিত হয়নি। রেলওয়ের ইতিহাসে এ রকম ঘটনা আর ঘটেনি। দায়িত্ব দিতে চাইলে পূর্বাঞ্চলের বিভিন্ন স্টেশন থেকে টিসি এনে সাময়িক দায়িত্ব দিতে পারত।
সার্বিক বিষয়ে জানতে চট্টগ্রামের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ইতি ধরের মোবাইল ফোনে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি। অভিযোগ রয়েছে, তিনি কোনো সাংবাদিকের ফোন ধরেন না। দায়িত্বও ঠিকমতো পালন করেন না। পাহাড়তলীর নিজ অফিসে কমিশনের ভিত্তিতে শুধু ফাইলে সইয়ে ব্যস্ত থাকেন।

দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের তিন টিকিট কালেক্টরকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে। তাঁদের পরিবর্তে বুকিং সহকারী তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেটি নিয়মের ব্যত্যয় বলছেন সংশ্লিষ্টরা।
রেলওয়ে সূত্র জানায়, গত বুধবার রেলপথ মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব চট্টগ্রামে আসেন। ওইদিন রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা ছিলেন। স্টেশনের গেটে যাদের টিকিট চেক করার দায়িত্ব তাঁরা ছিলেন না। ফলে ওই দিনই তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। এদের পরিবর্তে তিন বুকিং সহকারীকে দায়িত্ব পালন করতে বলা হয়।
সাময়িক বরখাস্ত হওয়া তিনজন টিকিট কালেক্টর হলেন কামরুল ইসলাম, আবু সাইদ ফিরোজ ও মো. সবুজ। তাঁদের পরিবর্তে দায়িত্ব পালন করছেন বুকিং সহকারী জহিরুল ইসলাম, যতন শীল ও গোপীনাথ।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ডিউটি শেষ পর্যায়ে হওয়ায় ওই তিনজন গেট ছেড়ে বাসায় চলে যান। ওই দিন রেলপথ মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব মহোদয় এসেছিলেন। দায়িত্ব অবহেলায় ওই তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়।’
দায়িত্ব অবহেলার বিষয়ে জানতে চাইলে কামরুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। বুকিং সহকারী জহিরুল ইসলাম বলেন, ‘মৌখিকভাবে টিসির দায়িত্ব পালন করতে বলা হয়েছে।’
রেলওয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, টিসির দায়িত্ব বুকিং সহকারীকে দেওয়াটা উচিত হয়নি। রেলওয়ের ইতিহাসে এ রকম ঘটনা আর ঘটেনি। দায়িত্ব দিতে চাইলে পূর্বাঞ্চলের বিভিন্ন স্টেশন থেকে টিসি এনে সাময়িক দায়িত্ব দিতে পারত।
সার্বিক বিষয়ে জানতে চট্টগ্রামের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ইতি ধরের মোবাইল ফোনে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি। অভিযোগ রয়েছে, তিনি কোনো সাংবাদিকের ফোন ধরেন না। দায়িত্বও ঠিকমতো পালন করেন না। পাহাড়তলীর নিজ অফিসে কমিশনের ভিত্তিতে শুধু ফাইলে সইয়ে ব্যস্ত থাকেন।

বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ সোনার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ সোনার গুড়বিশা গ্রামের বাসিন্দা। তিনি মালঞ্চা ইউনিয়ন পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনজিলা বেগমের স্বামী।
১৭ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৭ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৭ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৮ ঘণ্টা আগে