নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাধারণত কাঁচাবাজারগুলোতে অতিরিক্ত মানুষ থাকে। ফলে স্বাস্থ্যবিধি এসব জায়গায় মানা হয় না বললেই চলে। কিন্তু চট্টগ্রামের কর্ণফুলী কমপ্লেক্স মার্কেট বাজারে আজ শুক্রবার সকাল থেকে দেখা গেছে ভিন্ন চিত্র। ক্রেতা-বিক্রেতারা সবাই মাস্ক পড়ে বাজারে এসেছেন, মানছেন স্বাস্থ্যবিধি বলে নিশ্চিত করেছেন জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ভালো লাগার কথা জানিয়ে আজকের পত্রিকাকে বলেন, অভিযানে শুধু এক থেকে দুজনের মুখে মাস্ক দেখা যায়নি। তাঁদের জরিমানা করা হয়েছে। যেখানে অন্য সব জায়গায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না সেখানে কাঁচাবাজারে এমন স্বাস্থ্যবিধি মানার বিষয়টি মানা আসলেই ইতিবাচক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, আজ সকাল থেকে খুলশী ও বায়েজিদ এলাকার নাসিরাবাদ, বাংলাবাজার, ডেবার পাড়, অক্সিজেন, বালুছড়ায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় ১৬টি মামলা করা হয়েছে। পাশাপাশি ২ হাজার টাকা অর্থদণ্ডও আদায় করা হয়।
এদিকে পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা) নাঈমা ইসলাম। স্বাস্থ্যবিধি না মানায় তিনি ১০টি মামলার পাশাপাশি ২ হাজার ১০০ টাকা জরিমানা করেন।
এ ছাড়া বাকরিয়া ও চকবাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান অভিযান পরিচালনা করেন। স্বাস্থ্যবিধি না মানায় তিনি ৩টি মামলায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। এ সময় ৯টি মোটরসাইকেল ও ১টি গাড়ি জব্দ করা হয়েছে।

সাধারণত কাঁচাবাজারগুলোতে অতিরিক্ত মানুষ থাকে। ফলে স্বাস্থ্যবিধি এসব জায়গায় মানা হয় না বললেই চলে। কিন্তু চট্টগ্রামের কর্ণফুলী কমপ্লেক্স মার্কেট বাজারে আজ শুক্রবার সকাল থেকে দেখা গেছে ভিন্ন চিত্র। ক্রেতা-বিক্রেতারা সবাই মাস্ক পড়ে বাজারে এসেছেন, মানছেন স্বাস্থ্যবিধি বলে নিশ্চিত করেছেন জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ভালো লাগার কথা জানিয়ে আজকের পত্রিকাকে বলেন, অভিযানে শুধু এক থেকে দুজনের মুখে মাস্ক দেখা যায়নি। তাঁদের জরিমানা করা হয়েছে। যেখানে অন্য সব জায়গায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না সেখানে কাঁচাবাজারে এমন স্বাস্থ্যবিধি মানার বিষয়টি মানা আসলেই ইতিবাচক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, আজ সকাল থেকে খুলশী ও বায়েজিদ এলাকার নাসিরাবাদ, বাংলাবাজার, ডেবার পাড়, অক্সিজেন, বালুছড়ায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় ১৬টি মামলা করা হয়েছে। পাশাপাশি ২ হাজার টাকা অর্থদণ্ডও আদায় করা হয়।
এদিকে পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা) নাঈমা ইসলাম। স্বাস্থ্যবিধি না মানায় তিনি ১০টি মামলার পাশাপাশি ২ হাজার ১০০ টাকা জরিমানা করেন।
এ ছাড়া বাকরিয়া ও চকবাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান অভিযান পরিচালনা করেন। স্বাস্থ্যবিধি না মানায় তিনি ৩টি মামলায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। এ সময় ৯টি মোটরসাইকেল ও ১টি গাড়ি জব্দ করা হয়েছে।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৪ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৫ ঘণ্টা আগে