নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেড় মাস আগে চট্টগ্রামের চান্দগাঁও থানার ভেতর সহকর্মীর হাতে এক নারী কনস্টেবল শ্লীলতাহানির শিকার হন। ঘটনাটি সাবেক ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরীকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। বিষয়টি গোপন রেখেছিলেন। গত জুলাই মাসে এ ঘটনাটি ঘটে। পুলিশের এক গোপনীয় প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
প্রতিবেদন থেকে জানা গেছে, গত জুলাই মাসে থানার কনস্টেবল মোহাম্মদ আলমগীরের হাতে এক নারী কনস্টেবল শ্লীলতাহানি ও অশীল আচরণের শিকার হন। এ ঘটনায় থানার ভেতর তোলপাড় হলেও বিষয়টি বাইরে যেতে দেননি ওসি মোস্তাফিজুর রহমান। তিনি ওই নারীকে ঊর্ধ্বতন মহলে বিষয়টি না জানানোর জন্য চাপ দেন।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, ওই কনস্টেবলের বিরুদ্ধে থানার অপর এক নারী কনস্টেবলকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও হোটেলে যাওয়ার জন্য জোর করার অভিযোগ রয়েছে। অভিযুক্ত কনস্টেবল থানার ওসির ক্যাশিয়ার হিসেবে পরিচিত। এই কারণে নারী কনস্টেবলের শ্লীলতাহানির ঘটনাটি ধামাচাপা দেন ওসি।
ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, থানায় এমন ঘটনা মাঝেমধ্যে শোনা গেলেও অধিকাংশ ঘটনা অজানা থেকে যায়। থানায় দায়িত্বরত নারী পুলিশ সদস্যরা কতটা নিরাপদ তা নিয়েও ভাবা দরকার।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনাটি প্রথমে থানার মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরে তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এ বিষয়ে তদন্তের পর একটি গোপন প্রতিবেদন পুলিশ কমিশনার বরাবর পাঠানো হয়। এরপর ওই পুলিশ কনস্টেবলকে থানা থেকে সরিয়ে নেওয়া হয়। তবে এ ঘটনায় সাবেক ওসিকে কোনো জবাবদিহির আওতায় আনা হয়নি। গত ২৪ আগস্ট সিএমপি কমিশনারের এক আদেশে তাঁকে পাহাড়তলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ ব্যাপারে সিএমপি কমিশনারের বক্তব্য নেওয়াও সম্ভব হয়নি।
তবে সিএমপির অতিরিক্ত কমিশনার (অর্থ ও প্রশাসন) শানা শামীমুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। এটা একটু জেনে বলতে হবে।’
অন্যদিকে অভিযুক্ত চান্দগাঁও থানার সাবেক ওসি ও বর্তমানে পাহাড়তলী থানার কর্মরত মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘এ বিষয়ে কথা বলার জন্য আমাদের ঊর্ধ্বতনেরা রয়েছেন। উনাদের সঙ্গে কথা বলুন।’
সিএমপিতে কর্মরত দুজন নারী কনস্টেবলের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা কর্মস্থলে বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হন। বিশেষ করে সিনিয়রদের হাতে বিভিন্ন সময় তাঁরা হেনস্তা হন। তবে চাকরি হারানো ও মান-সম্মানের ভয়ে এসব কথা তাঁরা গোপন রাখতে বাধ্য হন।

দেড় মাস আগে চট্টগ্রামের চান্দগাঁও থানার ভেতর সহকর্মীর হাতে এক নারী কনস্টেবল শ্লীলতাহানির শিকার হন। ঘটনাটি সাবেক ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরীকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। বিষয়টি গোপন রেখেছিলেন। গত জুলাই মাসে এ ঘটনাটি ঘটে। পুলিশের এক গোপনীয় প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
প্রতিবেদন থেকে জানা গেছে, গত জুলাই মাসে থানার কনস্টেবল মোহাম্মদ আলমগীরের হাতে এক নারী কনস্টেবল শ্লীলতাহানি ও অশীল আচরণের শিকার হন। এ ঘটনায় থানার ভেতর তোলপাড় হলেও বিষয়টি বাইরে যেতে দেননি ওসি মোস্তাফিজুর রহমান। তিনি ওই নারীকে ঊর্ধ্বতন মহলে বিষয়টি না জানানোর জন্য চাপ দেন।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, ওই কনস্টেবলের বিরুদ্ধে থানার অপর এক নারী কনস্টেবলকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও হোটেলে যাওয়ার জন্য জোর করার অভিযোগ রয়েছে। অভিযুক্ত কনস্টেবল থানার ওসির ক্যাশিয়ার হিসেবে পরিচিত। এই কারণে নারী কনস্টেবলের শ্লীলতাহানির ঘটনাটি ধামাচাপা দেন ওসি।
ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, থানায় এমন ঘটনা মাঝেমধ্যে শোনা গেলেও অধিকাংশ ঘটনা অজানা থেকে যায়। থানায় দায়িত্বরত নারী পুলিশ সদস্যরা কতটা নিরাপদ তা নিয়েও ভাবা দরকার।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনাটি প্রথমে থানার মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরে তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এ বিষয়ে তদন্তের পর একটি গোপন প্রতিবেদন পুলিশ কমিশনার বরাবর পাঠানো হয়। এরপর ওই পুলিশ কনস্টেবলকে থানা থেকে সরিয়ে নেওয়া হয়। তবে এ ঘটনায় সাবেক ওসিকে কোনো জবাবদিহির আওতায় আনা হয়নি। গত ২৪ আগস্ট সিএমপি কমিশনারের এক আদেশে তাঁকে পাহাড়তলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ ব্যাপারে সিএমপি কমিশনারের বক্তব্য নেওয়াও সম্ভব হয়নি।
তবে সিএমপির অতিরিক্ত কমিশনার (অর্থ ও প্রশাসন) শানা শামীমুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। এটা একটু জেনে বলতে হবে।’
অন্যদিকে অভিযুক্ত চান্দগাঁও থানার সাবেক ওসি ও বর্তমানে পাহাড়তলী থানার কর্মরত মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘এ বিষয়ে কথা বলার জন্য আমাদের ঊর্ধ্বতনেরা রয়েছেন। উনাদের সঙ্গে কথা বলুন।’
সিএমপিতে কর্মরত দুজন নারী কনস্টেবলের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা কর্মস্থলে বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হন। বিশেষ করে সিনিয়রদের হাতে বিভিন্ন সময় তাঁরা হেনস্তা হন। তবে চাকরি হারানো ও মান-সম্মানের ভয়ে এসব কথা তাঁরা গোপন রাখতে বাধ্য হন।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৩ ঘণ্টা আগে