চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে মোহাম্মদ হোছাইনগীর (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোছাইনগীর ওই ইউনিয়নের ছনুয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ শরীফের ছেলে। অভিযুক্ত তরুণের নাম মোহাম্মদ ফোরকান কালু (১৮)। তিনি হোছাইনগীরের ভাই মো. হাসানগীরের ছেলে। আহত ব্যক্তির নাম মোহাম্মদ ফরহাদ (২২)। তিনি হোছাইনগীরের ভাই মো. জাহাংগীরের ছেলে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. ফোরকানের মা হোসনে আরা বেগমের দাবি, তিনি স্বপ্নে স্বর্ণের পাতিল পেয়েছেন। সেই পাতিল হোছাইনগীরের স্ত্রী জুনাইদা বেগম সরিয়ে ফেলেছেন। এ নিয়ে দুই পরিবারে কদিন ধরে ঝগড়া চলছিল।
গতকাল শুক্রবার বিকেলে দুই পরিবারের সদস্যরা কথা-কাটাকাটির একপর্যায়ের মারামারিতে জড়িয়ে পড়ে। তাতে হোছাইনগীরের মেয়ে আহত হয়। পরে সন্ধ্যায় ইউনিয়নের ফুলতলা স্টেশনে হোছাইনগীরকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন ভাতিজা ফোরকান। স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোছাইনগীরের স্ত্রী জুনাইদা বেগম বলেন, ‘হোসনে আরা বেগম রাতে নাকি স্বপ্নে স্বর্ণের ডেক পেয়েছেন। তা আমি ও আমার স্বামী সরিয়ে রেখেছি বলে কদিন ধরে ঝগড়া করছিল। গতকাল শুক্রবার আমার মেয়ের মাথায় আঘাত করলে গুরুতর জখম হয়। এরপর তর্কাতর্কির জেরে ফোরকান আমার স্বামীকে হত্যা করে।’
এ ব্যাপারে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ফোরকানকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।’

কক্সবাজারের চকরিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে মোহাম্মদ হোছাইনগীর (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোছাইনগীর ওই ইউনিয়নের ছনুয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ শরীফের ছেলে। অভিযুক্ত তরুণের নাম মোহাম্মদ ফোরকান কালু (১৮)। তিনি হোছাইনগীরের ভাই মো. হাসানগীরের ছেলে। আহত ব্যক্তির নাম মোহাম্মদ ফরহাদ (২২)। তিনি হোছাইনগীরের ভাই মো. জাহাংগীরের ছেলে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. ফোরকানের মা হোসনে আরা বেগমের দাবি, তিনি স্বপ্নে স্বর্ণের পাতিল পেয়েছেন। সেই পাতিল হোছাইনগীরের স্ত্রী জুনাইদা বেগম সরিয়ে ফেলেছেন। এ নিয়ে দুই পরিবারে কদিন ধরে ঝগড়া চলছিল।
গতকাল শুক্রবার বিকেলে দুই পরিবারের সদস্যরা কথা-কাটাকাটির একপর্যায়ের মারামারিতে জড়িয়ে পড়ে। তাতে হোছাইনগীরের মেয়ে আহত হয়। পরে সন্ধ্যায় ইউনিয়নের ফুলতলা স্টেশনে হোছাইনগীরকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন ভাতিজা ফোরকান। স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোছাইনগীরের স্ত্রী জুনাইদা বেগম বলেন, ‘হোসনে আরা বেগম রাতে নাকি স্বপ্নে স্বর্ণের ডেক পেয়েছেন। তা আমি ও আমার স্বামী সরিয়ে রেখেছি বলে কদিন ধরে ঝগড়া করছিল। গতকাল শুক্রবার আমার মেয়ের মাথায় আঘাত করলে গুরুতর জখম হয়। এরপর তর্কাতর্কির জেরে ফোরকান আমার স্বামীকে হত্যা করে।’
এ ব্যাপারে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ফোরকানকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৩৩ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
২ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
২ ঘণ্টা আগে