নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর শুঁটকির হিমাগারে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণে দোতলা ভবনটির দেয়াল ধসে পড়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বাকলিয়া থানার রাজাখালীতে জনতা কোল্ডস্টোরেজে এই সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস লামার সিনিয়র স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম।
বিস্ফোরণে আহত ব্যক্তিরা হলেন মো. তারেক, নুর হোসেন, মো. মান্নান ও রবিন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালেন বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আগুন লাগার তথ্য আসে নিয়ন্ত্রণকক্ষে। সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে সকাল পৌনে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর ভবনটির বেশির ভাগ অংশ ধসে পড়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ওই ভবন মালিকের নাম জয়নাল আবেদিন হেলাল। ভবনটির দুটি ফ্লোর শুঁটকির হিমাগার হিসেবে ব্যবহার করা হতো।
ফায়ার সার্ভিস লামার সিনিয়র স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ওই গোডাউনে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার ছিল। সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, আগুন লাগার পর চারপাশে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ ছড়িয়ে যায়। এতে আশপাশে বসবাস করা লোকজনের শ্বাস নিতে কষ্ট হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন লাগার পর ভবনটির বিভিন্ন অংশ ভেঙে নিচে পড়তে শুরু করে। ভেঙে পড়া অংশের আঘাতে দুজন আহত হয়েছেন। সব মিলিয়ে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকা বলে দাবি করেছেন ভবনের মালিক। তবে প্রকৃত ক্ষতি কত, তা তদন্ত শেষে বলা যাবে জানান এই কর্মকর্তা।’

চট্টগ্রাম নগরীর শুঁটকির হিমাগারে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণে দোতলা ভবনটির দেয়াল ধসে পড়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বাকলিয়া থানার রাজাখালীতে জনতা কোল্ডস্টোরেজে এই সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস লামার সিনিয়র স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম।
বিস্ফোরণে আহত ব্যক্তিরা হলেন মো. তারেক, নুর হোসেন, মো. মান্নান ও রবিন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালেন বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আগুন লাগার তথ্য আসে নিয়ন্ত্রণকক্ষে। সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে সকাল পৌনে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর ভবনটির বেশির ভাগ অংশ ধসে পড়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ওই ভবন মালিকের নাম জয়নাল আবেদিন হেলাল। ভবনটির দুটি ফ্লোর শুঁটকির হিমাগার হিসেবে ব্যবহার করা হতো।
ফায়ার সার্ভিস লামার সিনিয়র স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ওই গোডাউনে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার ছিল। সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, আগুন লাগার পর চারপাশে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ ছড়িয়ে যায়। এতে আশপাশে বসবাস করা লোকজনের শ্বাস নিতে কষ্ট হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন লাগার পর ভবনটির বিভিন্ন অংশ ভেঙে নিচে পড়তে শুরু করে। ভেঙে পড়া অংশের আঘাতে দুজন আহত হয়েছেন। সব মিলিয়ে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকা বলে দাবি করেছেন ভবনের মালিক। তবে প্রকৃত ক্ষতি কত, তা তদন্ত শেষে বলা যাবে জানান এই কর্মকর্তা।’

চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৩৩ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
১ ঘণ্টা আগে