নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর শুঁটকির হিমাগারে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণে দোতলা ভবনটির দেয়াল ধসে পড়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বাকলিয়া থানার রাজাখালীতে জনতা কোল্ডস্টোরেজে এই সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস লামার সিনিয়র স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম।
বিস্ফোরণে আহত ব্যক্তিরা হলেন মো. তারেক, নুর হোসেন, মো. মান্নান ও রবিন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালেন বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আগুন লাগার তথ্য আসে নিয়ন্ত্রণকক্ষে। সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে সকাল পৌনে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর ভবনটির বেশির ভাগ অংশ ধসে পড়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ওই ভবন মালিকের নাম জয়নাল আবেদিন হেলাল। ভবনটির দুটি ফ্লোর শুঁটকির হিমাগার হিসেবে ব্যবহার করা হতো।
ফায়ার সার্ভিস লামার সিনিয়র স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ওই গোডাউনে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার ছিল। সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, আগুন লাগার পর চারপাশে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ ছড়িয়ে যায়। এতে আশপাশে বসবাস করা লোকজনের শ্বাস নিতে কষ্ট হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন লাগার পর ভবনটির বিভিন্ন অংশ ভেঙে নিচে পড়তে শুরু করে। ভেঙে পড়া অংশের আঘাতে দুজন আহত হয়েছেন। সব মিলিয়ে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকা বলে দাবি করেছেন ভবনের মালিক। তবে প্রকৃত ক্ষতি কত, তা তদন্ত শেষে বলা যাবে জানান এই কর্মকর্তা।’

চট্টগ্রাম নগরীর শুঁটকির হিমাগারে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণে দোতলা ভবনটির দেয়াল ধসে পড়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বাকলিয়া থানার রাজাখালীতে জনতা কোল্ডস্টোরেজে এই সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস লামার সিনিয়র স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম।
বিস্ফোরণে আহত ব্যক্তিরা হলেন মো. তারেক, নুর হোসেন, মো. মান্নান ও রবিন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালেন বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আগুন লাগার তথ্য আসে নিয়ন্ত্রণকক্ষে। সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে সকাল পৌনে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর ভবনটির বেশির ভাগ অংশ ধসে পড়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ওই ভবন মালিকের নাম জয়নাল আবেদিন হেলাল। ভবনটির দুটি ফ্লোর শুঁটকির হিমাগার হিসেবে ব্যবহার করা হতো।
ফায়ার সার্ভিস লামার সিনিয়র স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ওই গোডাউনে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার ছিল। সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, আগুন লাগার পর চারপাশে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ ছড়িয়ে যায়। এতে আশপাশে বসবাস করা লোকজনের শ্বাস নিতে কষ্ট হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন লাগার পর ভবনটির বিভিন্ন অংশ ভেঙে নিচে পড়তে শুরু করে। ভেঙে পড়া অংশের আঘাতে দুজন আহত হয়েছেন। সব মিলিয়ে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকা বলে দাবি করেছেন ভবনের মালিক। তবে প্রকৃত ক্ষতি কত, তা তদন্ত শেষে বলা যাবে জানান এই কর্মকর্তা।’

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হেলাল, মজিবর, আকবরসহ অনেকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত জামির উদ্দিন ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এসআই হাবিবুর রহমান তাঁকে আটক করে থানায় নিয়ে যান। আমরা এসআই হাবিবুরকে জামির উদ্দিন অসুস্থ, এ কথা বলেছি। কিন্তু তিনি তা তোয়াক্কা করেননি।’
৩২ মিনিট আগে
ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১ ঘণ্টা আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
১ ঘণ্টা আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
১ ঘণ্টা আগে