লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে মালিহা ইসলাম ওহি নামের ৯ মাসের এক শিশু চুরি হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও সন্ধান মেলেনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জের অগ্রণী স্কুলে এক অনুষ্ঠান চলাকালীন এ ঘটনা ঘটে। রাতেই শিশুর মা বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ‘শিশু চুরি হওয়ার ঘটনায় থানায় শিশুটির মা গতকাল রাতে জিডি করেছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি কী কারণে শিশু চুরি হয়েছে তা তদন্ত করা হচ্ছে।’
শিশু মালিহা ইসলাম ওহি জেলার সদর উপজেলার ভবানীগঞ্জের চরউভূতি এলাকার আবুধাবি প্রবাসী মো. সেলিমের মেয়ে। তাঁর বড় বোন সাবিহা ইসলাম মিহি (৬) তোরাবগঞ্জের অগ্রণী স্কুলের প্লে গ্রুপের শিক্ষার্থী।
পুলিশ ও শিশুর পরিবার জানায়, তোরাবগঞ্জের অগ্রণী স্কুলে গতকাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল। এতে সাবিহা ও মালিহাকে নিয়ে মা মরিয়ম বেগম বিদ্যালয়ে আসেন। বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিহা ‘যেমন খুশি তেমন সাজো’ অনুষ্ঠানে অংশ নেয়। এ সময় মালিহাকে তার মা পরিচিত এক ছাত্রীর কাছে রাখেন। পরে অপরিচিত এক নারী মালিহাকে কোলে নিয়ে আদর করতে থাকেন। একপর্যায়ে তাকে নিয়ে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতিষ্ঠানের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। এতে দেখা গেছে, লাল স্কার্ফ ও কালো বোরকা পরা এক নারী শিশু মালিহাকে নিয়ে প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাচ্ছেন। তবে ওই নারীকে কেউ চিনতে পারেননি।
মালিহার মা মরিয়ম বেগম জানান, মালিহা চুরি হওয়ার ২৪ ঘণ্টা পার হয়েছে। এখনো কোনো সন্ধান পাননি তিনি। সন্তানকে দ্রুত উদ্ধার করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তিনি।

লক্ষ্মীপুরের কমলনগরে মালিহা ইসলাম ওহি নামের ৯ মাসের এক শিশু চুরি হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও সন্ধান মেলেনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জের অগ্রণী স্কুলে এক অনুষ্ঠান চলাকালীন এ ঘটনা ঘটে। রাতেই শিশুর মা বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ‘শিশু চুরি হওয়ার ঘটনায় থানায় শিশুটির মা গতকাল রাতে জিডি করেছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি কী কারণে শিশু চুরি হয়েছে তা তদন্ত করা হচ্ছে।’
শিশু মালিহা ইসলাম ওহি জেলার সদর উপজেলার ভবানীগঞ্জের চরউভূতি এলাকার আবুধাবি প্রবাসী মো. সেলিমের মেয়ে। তাঁর বড় বোন সাবিহা ইসলাম মিহি (৬) তোরাবগঞ্জের অগ্রণী স্কুলের প্লে গ্রুপের শিক্ষার্থী।
পুলিশ ও শিশুর পরিবার জানায়, তোরাবগঞ্জের অগ্রণী স্কুলে গতকাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল। এতে সাবিহা ও মালিহাকে নিয়ে মা মরিয়ম বেগম বিদ্যালয়ে আসেন। বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিহা ‘যেমন খুশি তেমন সাজো’ অনুষ্ঠানে অংশ নেয়। এ সময় মালিহাকে তার মা পরিচিত এক ছাত্রীর কাছে রাখেন। পরে অপরিচিত এক নারী মালিহাকে কোলে নিয়ে আদর করতে থাকেন। একপর্যায়ে তাকে নিয়ে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতিষ্ঠানের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। এতে দেখা গেছে, লাল স্কার্ফ ও কালো বোরকা পরা এক নারী শিশু মালিহাকে নিয়ে প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাচ্ছেন। তবে ওই নারীকে কেউ চিনতে পারেননি।
মালিহার মা মরিয়ম বেগম জানান, মালিহা চুরি হওয়ার ২৪ ঘণ্টা পার হয়েছে। এখনো কোনো সন্ধান পাননি তিনি। সন্তানকে দ্রুত উদ্ধার করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তিনি।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে