কক্সবাজার প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার ঘোষিত দফা দাবি বাস্তবায়ন ও আওয়ামী লীগ নেতাদের জামিন দেওয়ার প্রতিবাদে কক্সবাজার জজ আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুরে কক্সবাজার জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক শাহিদুল ওয়াহিদ শাহিদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে গতকাল মঙ্গলবার জেলা জজ আদালত থেকে জামিন পাওয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদের ১২ ঘণ্টার মধ্যে জামিন বাতিলের দাবি জানানো হয়। অন্যথায় লাগাতার আদালত ঘেরাও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
এতে অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, রমিজ আহমদ, মোহাম্মদ ইউনুস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ, রবিউল, জেনিয়াসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা জামিনে সহযোগিতাকারী আইনজীবীদের সনদ বাতিল করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আদালত ঘেরাও কর্মসূচির বিক্ষোভ সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া ৫ দফা দাবি বাস্তবায়নের দাবি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা ও নাশকতার ঘটনায় দায়ের হওয়ায় তিনটি মামলায় সম্প্রতি আওয়ামী লীগ নেতা মাশেদুল হক রাশেদকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। এসব মামলায় মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালত রাশেদকে জামিনে মুক্তি দেন। তাঁর জামিনে বিএনপি-জামায়াতপন্থী কয়েকজন আইনজীবীর তদবির রয়েছে অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি দিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার ঘোষিত দফা দাবি বাস্তবায়ন ও আওয়ামী লীগ নেতাদের জামিন দেওয়ার প্রতিবাদে কক্সবাজার জজ আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুরে কক্সবাজার জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক শাহিদুল ওয়াহিদ শাহিদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে গতকাল মঙ্গলবার জেলা জজ আদালত থেকে জামিন পাওয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদের ১২ ঘণ্টার মধ্যে জামিন বাতিলের দাবি জানানো হয়। অন্যথায় লাগাতার আদালত ঘেরাও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
এতে অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, রমিজ আহমদ, মোহাম্মদ ইউনুস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ, রবিউল, জেনিয়াসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা জামিনে সহযোগিতাকারী আইনজীবীদের সনদ বাতিল করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আদালত ঘেরাও কর্মসূচির বিক্ষোভ সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া ৫ দফা দাবি বাস্তবায়নের দাবি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা ও নাশকতার ঘটনায় দায়ের হওয়ায় তিনটি মামলায় সম্প্রতি আওয়ামী লীগ নেতা মাশেদুল হক রাশেদকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। এসব মামলায় মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালত রাশেদকে জামিনে মুক্তি দেন। তাঁর জামিনে বিএনপি-জামায়াতপন্থী কয়েকজন আইনজীবীর তদবির রয়েছে অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি দিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে