কক্সবাজার প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার ঘোষিত দফা দাবি বাস্তবায়ন ও আওয়ামী লীগ নেতাদের জামিন দেওয়ার প্রতিবাদে কক্সবাজার জজ আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুরে কক্সবাজার জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক শাহিদুল ওয়াহিদ শাহিদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে গতকাল মঙ্গলবার জেলা জজ আদালত থেকে জামিন পাওয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদের ১২ ঘণ্টার মধ্যে জামিন বাতিলের দাবি জানানো হয়। অন্যথায় লাগাতার আদালত ঘেরাও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
এতে অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, রমিজ আহমদ, মোহাম্মদ ইউনুস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ, রবিউল, জেনিয়াসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা জামিনে সহযোগিতাকারী আইনজীবীদের সনদ বাতিল করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আদালত ঘেরাও কর্মসূচির বিক্ষোভ সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া ৫ দফা দাবি বাস্তবায়নের দাবি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা ও নাশকতার ঘটনায় দায়ের হওয়ায় তিনটি মামলায় সম্প্রতি আওয়ামী লীগ নেতা মাশেদুল হক রাশেদকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। এসব মামলায় মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালত রাশেদকে জামিনে মুক্তি দেন। তাঁর জামিনে বিএনপি-জামায়াতপন্থী কয়েকজন আইনজীবীর তদবির রয়েছে অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি দিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার ঘোষিত দফা দাবি বাস্তবায়ন ও আওয়ামী লীগ নেতাদের জামিন দেওয়ার প্রতিবাদে কক্সবাজার জজ আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুরে কক্সবাজার জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক শাহিদুল ওয়াহিদ শাহিদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে গতকাল মঙ্গলবার জেলা জজ আদালত থেকে জামিন পাওয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদের ১২ ঘণ্টার মধ্যে জামিন বাতিলের দাবি জানানো হয়। অন্যথায় লাগাতার আদালত ঘেরাও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
এতে অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, রমিজ আহমদ, মোহাম্মদ ইউনুস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ, রবিউল, জেনিয়াসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা জামিনে সহযোগিতাকারী আইনজীবীদের সনদ বাতিল করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আদালত ঘেরাও কর্মসূচির বিক্ষোভ সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া ৫ দফা দাবি বাস্তবায়নের দাবি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা ও নাশকতার ঘটনায় দায়ের হওয়ায় তিনটি মামলায় সম্প্রতি আওয়ামী লীগ নেতা মাশেদুল হক রাশেদকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। এসব মামলায় মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালত রাশেদকে জামিনে মুক্তি দেন। তাঁর জামিনে বিএনপি-জামায়াতপন্থী কয়েকজন আইনজীবীর তদবির রয়েছে অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি দিয়েছে।

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৭ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
১৯ মিনিট আগে
মেলায় বড় মাছ দরদাম করছিলেন স্থানীয় এক জামাই সৈকত হোসেন। তিনি বলেন, ‘আমি এবারই প্রথম শ্বশুরবাড়িতে মাছ নিয়ে যাব। তাই সেরা মাছটা কেনার চেষ্টা করছি। ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ পছন্দ হয়েছে। বিক্রেতা দাম চেয়েছেন ২২ হাজার টাকা। জামাই হিসেবে বড় মাছটি নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকতে পারা একটা আলাদা গর্বের বিষয়।’
৩৬ মিনিট আগে