কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ২০ দিন পর ধানখেত থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কিশোর মো. উসমান (১৭) বালুখালী এলাকার শমসু আলমের ছেলে। গত ২১ এপ্রিল থেকে সে নিখোঁজ ছিল।
নিহতের বাবা শমসু আলম বলেন, ‘টমটম চুরির অপবাদে ২০ দিন আগে উসমানকে নানাভাবে হেনস্তা করে ও হুমকি দেয় স্থানীয় আবদুল আজিজের ছেলে জহুর মিয়া। এরপর থেকে সে নিখোঁজ ছিল। অবশেষে গতকাল সকালে ধানখেতে তার লাশ পাওয়া যায়। আমার সন্দেহ, জহুর মিয়া আমার ছেলেকে খুন করেছে।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বালুখালী এলাকার ধানখেতে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে গিয়ে লাশ উদ্ধার করে।
সুরতহাল প্রতিবেদনে লাশের পেটে ও পিঠে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একদিন আগে তাকে ছুরিকাঘাতে কিশোরকে হত্যা করে ধানখেতে ফেলে রাখা হয়েছে।
ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, ‘কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৪ মিনিট আগে