কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির হাতঘড়ি মার্কার প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
আজ শনিবার বিকেলে চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে এই সমর্থনের কথা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।
সভায় ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘আগামী ৭ জানুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে হাতঘড়ি মার্কাকে বিজয়ী করে সন্ত্রাস ও ডাকাতমুক্ত চকরিয়া পেকুয়া গড়ে তোলার অঙ্গীকার করতে হবে।’
কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘এই আসনে যেহেতু নৌকার প্রার্থী নেই, তাই আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাকে সমর্থন দিয়েছে। আমি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং দলের নেতৃবৃন্দকে এ জন্য ধন্যবাদ জানাই।’
সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সমর্থনে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে জেলা আওয়ামী লীগ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা।
এর আগে এ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী সালাহউদ্দিন আহমদ সিআইপির মনোনয়নপত্র ঋণখেলাপির অভিযোগে বাতিল করা হয়। অন্যদিকে মনোনয়ন বঞ্চিত হয়ে বর্তমান সংসদ সদস্য জাফর আলম ট্রাক মার্কা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাঁকে গত বুধবার রাতে শৃঙ্খলা ভঙ্গ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির হাতঘড়ি মার্কার প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
আজ শনিবার বিকেলে চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে এই সমর্থনের কথা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।
সভায় ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘আগামী ৭ জানুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে হাতঘড়ি মার্কাকে বিজয়ী করে সন্ত্রাস ও ডাকাতমুক্ত চকরিয়া পেকুয়া গড়ে তোলার অঙ্গীকার করতে হবে।’
কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘এই আসনে যেহেতু নৌকার প্রার্থী নেই, তাই আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাকে সমর্থন দিয়েছে। আমি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং দলের নেতৃবৃন্দকে এ জন্য ধন্যবাদ জানাই।’
সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সমর্থনে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে জেলা আওয়ামী লীগ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা।
এর আগে এ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী সালাহউদ্দিন আহমদ সিআইপির মনোনয়নপত্র ঋণখেলাপির অভিযোগে বাতিল করা হয়। অন্যদিকে মনোনয়ন বঞ্চিত হয়ে বর্তমান সংসদ সদস্য জাফর আলম ট্রাক মার্কা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাঁকে গত বুধবার রাতে শৃঙ্খলা ভঙ্গ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
৫ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৬ ঘণ্টা আগে