কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে রাখাইনদের তিন দিনব্যাপী জলকেলি বা সাংগ্রাই পোয়ে উৎসব শুরু হয়েছে। আজ সোমবার জেলার আট উপজেলায় এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাখাইন সম্প্রদায় প্রতি বছর বৈশাখের সঙ্গে রাখাইন অব্দ (মগীসন) উদ্যাপন করে। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে তারা পয়লা বৈশাখ থেকে সাত দিনব্যাপী উৎসব পালন করেন। এ সময় ঘরে ঘরে চলে উৎসব। এর মধ্যে ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী চলে ‘সাংগ্রাই পোয়ে’ বা জলকেলি উৎসব।
শহরের বৌদ্ধ মন্দির সড়কে গিয়ে দেখা যায়, কেয়াংয়ের (বিহার) পাশে শামিয়ানা টাঙানো প্যান্ডেল। প্যান্ডেলের একপাশে পানির ড্রামভর্তি করে সারিবদ্ধ করে দাঁড়িয়ে আছেন রাখাইন তরুণীরা। এর পাশেই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্যান্ডেল। সেখানে জড়ো হয়েছে নানা বয়সের মানুষ। দল বেঁধে রাখাইন তরুণ-তরুণীরা নেচে গেয়ে এক মহল্লা আরেক মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন।
বৌদ্ধ মন্দির সড়ক, পেশকার পাড়া, টেকপাড়া হাঙরপাড়া, বড় বাজার ও চালবাজারে অন্তত ১৮টি প্যান্ডেল রয়েছে। এসব প্যান্ডেলে রাখাইনদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের লোকজনও উৎসবে ভিড় করতে দেখা যায়।
টেকপাড়ার ক্যংগ্রি রাখাইন আজকের পত্রিকাকে বলেন, ‘সাংগ্রাই পোয়ে তাদের সবচেয়ে বড় উৎসব। জেলার আট উপজেলার রাখাইন পল্লির ঘরে ঘরে এ উৎসব শুরু হয়েছে।’
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংছেন হ্লা রাখাইন আজকের পত্রিকাকে বলেন, ‘পঞ্জিকা অনুযায়ী ১৬ এপ্রিল রাত ১২টায় ১৩৮৪ রাখাইন অব্দ (মগীসন) শেষ হয়েছে। ১৩৮৫ অব্দ শুরু হয়েছে ১৭ এপ্রিল মধ্যরাত থেকে। ফলে ১৭ এপ্রিল থেকেই সাংগ্রাই উৎসবের আয়োজন করা হয়। আগামী ১৯ এপ্রিল (বুধবার) সন্ধ্যা পর্যন্ত এ উৎসব চলবে।’

কক্সবাজারে রাখাইনদের তিন দিনব্যাপী জলকেলি বা সাংগ্রাই পোয়ে উৎসব শুরু হয়েছে। আজ সোমবার জেলার আট উপজেলায় এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাখাইন সম্প্রদায় প্রতি বছর বৈশাখের সঙ্গে রাখাইন অব্দ (মগীসন) উদ্যাপন করে। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে তারা পয়লা বৈশাখ থেকে সাত দিনব্যাপী উৎসব পালন করেন। এ সময় ঘরে ঘরে চলে উৎসব। এর মধ্যে ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী চলে ‘সাংগ্রাই পোয়ে’ বা জলকেলি উৎসব।
শহরের বৌদ্ধ মন্দির সড়কে গিয়ে দেখা যায়, কেয়াংয়ের (বিহার) পাশে শামিয়ানা টাঙানো প্যান্ডেল। প্যান্ডেলের একপাশে পানির ড্রামভর্তি করে সারিবদ্ধ করে দাঁড়িয়ে আছেন রাখাইন তরুণীরা। এর পাশেই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্যান্ডেল। সেখানে জড়ো হয়েছে নানা বয়সের মানুষ। দল বেঁধে রাখাইন তরুণ-তরুণীরা নেচে গেয়ে এক মহল্লা আরেক মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন।
বৌদ্ধ মন্দির সড়ক, পেশকার পাড়া, টেকপাড়া হাঙরপাড়া, বড় বাজার ও চালবাজারে অন্তত ১৮টি প্যান্ডেল রয়েছে। এসব প্যান্ডেলে রাখাইনদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের লোকজনও উৎসবে ভিড় করতে দেখা যায়।
টেকপাড়ার ক্যংগ্রি রাখাইন আজকের পত্রিকাকে বলেন, ‘সাংগ্রাই পোয়ে তাদের সবচেয়ে বড় উৎসব। জেলার আট উপজেলার রাখাইন পল্লির ঘরে ঘরে এ উৎসব শুরু হয়েছে।’
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংছেন হ্লা রাখাইন আজকের পত্রিকাকে বলেন, ‘পঞ্জিকা অনুযায়ী ১৬ এপ্রিল রাত ১২টায় ১৩৮৪ রাখাইন অব্দ (মগীসন) শেষ হয়েছে। ১৩৮৫ অব্দ শুরু হয়েছে ১৭ এপ্রিল মধ্যরাত থেকে। ফলে ১৭ এপ্রিল থেকেই সাংগ্রাই উৎসবের আয়োজন করা হয়। আগামী ১৯ এপ্রিল (বুধবার) সন্ধ্যা পর্যন্ত এ উৎসব চলবে।’

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৪ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১৯ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৪ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে