চট্টগ্রাম প্রতিনিধি

ইউক্রেন থেকে ফেরত আসা ২৮ নাবিকের মধ্যে ১২ জন ঢাকা থেকে চট্টগ্রামে ফিরেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় নভোএয়ার এয়ারলাইনসের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের উপ মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।
এর আগে বেলা ১২টার দিকে টার্কিশ এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে ২৮ জন নাবিক ঢাকায় পৌঁছান।
বাংলার সমৃদ্ধি জাহাজের প্রধান প্রকৌশলী উমর ফারুক (৩৫), চতুর্থ ইঞ্জিনিয়ার সালমান সরোয়ার সামি (২৬), হোসাইন মোহাম্মদ রাকিব (২১) নাবিক মাসুম বিল্লাহ, রামকৃষ্ণ বিশ্বাস, মো. হানিফ, নাজমুল উদ্দিন, মো. হোসাইনসহ ১২ জন নাবিক চট্টগ্রামে এসেছেন বলে জানা গেছে।
ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান বলেন, ‘বেলা ১২টায় টার্কিস এয়ারলাইনসে করে ঢাকায় আসার পর সব নাবিকদের মেডিকেল টেস্ট করা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামের ১২ জন নাবিক আজ সন্ধ্যা সাড়ে ৭টায় নভোএয়ার এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। তারা নিরাপদে চট্টগ্রামে পৌঁছে গেছেন।’
এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে থাকা চতুর্থ ইঞ্জিনিয়ার সালমান সরোয়ার সামি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আল্লাহর রহমতে ভালোভাবে দেশে আসতে পেরেছি। দেশবাসী আমাদের জন্য দোয়া করেছেন। রোমানিয়ার এম্বেসডর আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।’
রোববার (৬ মার্চ) সকালে রোমানিয়ার হোটেলে পৌঁছেছেন ২৮ নাবিক। তারা রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি হোটেলে অবস্থান করেছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরের নোঙর করার পরদিনই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযানে শুরু হলে সেখানে আটকে যায়। যুদ্ধের মধ্যে নাবিকেরা জাহাজেই ছিলেন। গত ২ মার্চ (বুধবার) একটি বোমা হামলায় জাহাজে থাকা থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন জাহাজে আটকে পড়া বাকি ২৮ নাবিক ও ক্রু। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় টাগবোটের সাহায্যে তাঁদের তীরে আনা হয়। রাখা হয় ইউক্রেনের অলভিয়া এলাকার একটি বাংকারে। সেখান থেকে শনিবার পার্শ্ববর্তী দেশের দিকে রওনা দেন তাঁরা। অবশেষে গতকাল বুধবার বেলা ১২টার দিকে টার্কিশ এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তাঁরা।

ইউক্রেন থেকে ফেরত আসা ২৮ নাবিকের মধ্যে ১২ জন ঢাকা থেকে চট্টগ্রামে ফিরেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় নভোএয়ার এয়ারলাইনসের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের উপ মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।
এর আগে বেলা ১২টার দিকে টার্কিশ এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে ২৮ জন নাবিক ঢাকায় পৌঁছান।
বাংলার সমৃদ্ধি জাহাজের প্রধান প্রকৌশলী উমর ফারুক (৩৫), চতুর্থ ইঞ্জিনিয়ার সালমান সরোয়ার সামি (২৬), হোসাইন মোহাম্মদ রাকিব (২১) নাবিক মাসুম বিল্লাহ, রামকৃষ্ণ বিশ্বাস, মো. হানিফ, নাজমুল উদ্দিন, মো. হোসাইনসহ ১২ জন নাবিক চট্টগ্রামে এসেছেন বলে জানা গেছে।
ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান বলেন, ‘বেলা ১২টায় টার্কিস এয়ারলাইনসে করে ঢাকায় আসার পর সব নাবিকদের মেডিকেল টেস্ট করা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামের ১২ জন নাবিক আজ সন্ধ্যা সাড়ে ৭টায় নভোএয়ার এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। তারা নিরাপদে চট্টগ্রামে পৌঁছে গেছেন।’
এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে থাকা চতুর্থ ইঞ্জিনিয়ার সালমান সরোয়ার সামি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আল্লাহর রহমতে ভালোভাবে দেশে আসতে পেরেছি। দেশবাসী আমাদের জন্য দোয়া করেছেন। রোমানিয়ার এম্বেসডর আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।’
রোববার (৬ মার্চ) সকালে রোমানিয়ার হোটেলে পৌঁছেছেন ২৮ নাবিক। তারা রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি হোটেলে অবস্থান করেছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরের নোঙর করার পরদিনই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযানে শুরু হলে সেখানে আটকে যায়। যুদ্ধের মধ্যে নাবিকেরা জাহাজেই ছিলেন। গত ২ মার্চ (বুধবার) একটি বোমা হামলায় জাহাজে থাকা থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন জাহাজে আটকে পড়া বাকি ২৮ নাবিক ও ক্রু। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় টাগবোটের সাহায্যে তাঁদের তীরে আনা হয়। রাখা হয় ইউক্রেনের অলভিয়া এলাকার একটি বাংকারে। সেখান থেকে শনিবার পার্শ্ববর্তী দেশের দিকে রওনা দেন তাঁরা। অবশেষে গতকাল বুধবার বেলা ১২টার দিকে টার্কিশ এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তাঁরা।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩৭ মিনিট আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৪৪ মিনিট আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
১ ঘণ্টা আগে