নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের সিআরবির গোয়ালপাড়ায় যেখানে হাসপাতাল নির্মাণ হওয়ার কথা, সেখানে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে। এ সময় ৫৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে। আজ সোমবার সকাল থেকে গোয়ালপাড়ার তুলাতলী এলাকায় এই উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ।
রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের তথ্যমতে, সোমবার প্রায় এক দশমিক ৫৩ শতাংশ জায়গা উদ্ধার করা হয়। এ সময় ৬৫০ জন অবৈধ দখলদারকে সরিয়ে উচ্ছেদ করা হয় ৫৬৫টি অবৈধ স্থাপনা। উচ্ছেদের মধ্যে আছে সেমিপাকা ও টিনশেড ঘর। রয়েছে দোকানপাটও।
গতকাল রোববারও এক দশমিক ৭৭ শতাংশ জায়গা উদ্ধার করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় ৮৩৭ টি।
গত বছর সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিষয়টি জানাজানি হওয়ার পর চট্টগ্রামের মানুষ এর প্রতিবাদ জানায়। প্রায় এক বছর বিভিন্ন ব্যানারে হাসপাতালের বিরুদ্ধে আন্দোলন করছেন তাঁরা। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স ইউনাইটেড এন্টারপ্রাইজ হাসপাতালটি নির্মাণ করছে। প্রথমে বর্তমানে রেলওয়ে হাসপাতালের পাশে হাসপাতালটি নির্মাণ হওয়ার কথা থাকলেও, প্রতিবাদের মুখে স্থান পরিবর্তন করতে বাধ্য হয় রেলওয়ে।
এখন গোয়ালপাড়া-তুলাতলী এলাকায় হাসপাতালটি নির্মাণ হবে বলে জানিয়েছে রেলওয়ে। সেখানে তিন একর জায়গাজুড়ে বহু বছর ধরে অবৈধভাবে বসবাস করছে দখলদাররা। সেখানে স্থাপনার সংখ্যা ৩ হাজারের বেশি। সাবলাইন টেনে রেলওয়ের বিদ্যুৎ ব্যবহার করায় মাসে কয়েক লাখ টাকা গচ্চা যাচ্ছে রেলওয়ের।
বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘গোয়ালপাড়ার তুলাতলী এলাকায় সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ওইখানে আর উচ্ছেদ হবে না। পরে অন্য জায়গায় উচ্ছেদ করা হবে।’

চট্টগ্রাম নগরের সিআরবির গোয়ালপাড়ায় যেখানে হাসপাতাল নির্মাণ হওয়ার কথা, সেখানে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে। এ সময় ৫৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে। আজ সোমবার সকাল থেকে গোয়ালপাড়ার তুলাতলী এলাকায় এই উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ।
রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের তথ্যমতে, সোমবার প্রায় এক দশমিক ৫৩ শতাংশ জায়গা উদ্ধার করা হয়। এ সময় ৬৫০ জন অবৈধ দখলদারকে সরিয়ে উচ্ছেদ করা হয় ৫৬৫টি অবৈধ স্থাপনা। উচ্ছেদের মধ্যে আছে সেমিপাকা ও টিনশেড ঘর। রয়েছে দোকানপাটও।
গতকাল রোববারও এক দশমিক ৭৭ শতাংশ জায়গা উদ্ধার করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় ৮৩৭ টি।
গত বছর সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিষয়টি জানাজানি হওয়ার পর চট্টগ্রামের মানুষ এর প্রতিবাদ জানায়। প্রায় এক বছর বিভিন্ন ব্যানারে হাসপাতালের বিরুদ্ধে আন্দোলন করছেন তাঁরা। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স ইউনাইটেড এন্টারপ্রাইজ হাসপাতালটি নির্মাণ করছে। প্রথমে বর্তমানে রেলওয়ে হাসপাতালের পাশে হাসপাতালটি নির্মাণ হওয়ার কথা থাকলেও, প্রতিবাদের মুখে স্থান পরিবর্তন করতে বাধ্য হয় রেলওয়ে।
এখন গোয়ালপাড়া-তুলাতলী এলাকায় হাসপাতালটি নির্মাণ হবে বলে জানিয়েছে রেলওয়ে। সেখানে তিন একর জায়গাজুড়ে বহু বছর ধরে অবৈধভাবে বসবাস করছে দখলদাররা। সেখানে স্থাপনার সংখ্যা ৩ হাজারের বেশি। সাবলাইন টেনে রেলওয়ের বিদ্যুৎ ব্যবহার করায় মাসে কয়েক লাখ টাকা গচ্চা যাচ্ছে রেলওয়ের।
বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘গোয়ালপাড়ার তুলাতলী এলাকায় সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ওইখানে আর উচ্ছেদ হবে না। পরে অন্য জায়গায় উচ্ছেদ করা হবে।’

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার-দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৫ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৫ ঘণ্টা আগে