কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগের এক ইউনিয়ন সভাপতিকে পিটিয়ে আহত করলেন আরেক ইউনিয়নের সাধারণ সম্পাদক। জমি নিয়ে বিরোধের জেরে গতকাল শুক্রবার বিকেলের ওই হামলার ঘটনায় ১৩ জনকে অভিযুক্ত করে কমলনগর থানায় মামলা করা হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চরজগবন্ধু এলাকায় প্রায় এক বছর ধরে আবু বকর ছিদ্দিকের মালিকানাধীন জমি দখলের চেষ্টা চলছে। আবু বকর কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এ ঘটনায় তিনি ২০২৩ সালে আদালতে মামলা করেন। আদালত স্থানীয় ভূমি অফিসকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু বকর ছিদ্দিকের পক্ষে প্রতিবেদন দেন। সেই আলোকে আদালত গত ১৩ জুন আসামিপক্ষকে জমিতে অনধিকার প্রবেশে নিষেধাজ্ঞা দেন।
গতকাল শুক্রবার আবু বকর ছিদ্দিক জমি চাষ দিতে ট্রাক্টর নামালে চর ফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রিপন ও তাঁর লোকজন হামলা চালায়। তাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে তাঁকে লক্ষ্মীপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।
চরফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রিপন বলেন, ‘চরজগবন্ধু মাতব্বরহাট এলাকায় আমার চাচা আমজাদ হোসেনের কিছু জমি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়। এই সুযোগে ছিদ্দিক মাতব্বর অন্য এক লোকের নামে নথিভুক্ত করে নেন। আমাদের সম্পত্তি পুনরুদ্ধারে আদালতে মামলা চলমান।’
সাইফুদ্দিন রিপন আরও বলেন, ‘আমার চাচার জমি নিয়ে ছিদ্দিক মাতব্বর কোনো বাড়াবাড়ি করবেন না মর্মে প্রায় সময়ই চাচার কাছ থেকে টাকা-পয়সা নিয়েছেন। গতকাল শুক্রবার সকালে হঠাৎ জমিতে ট্রাক্টর নামালে বাড়ির মহিলারা তাঁকে ধাওয়া দেয়। তিনি দৌড়ে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।’
এ বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তওহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগ নেতা আবু বকর ছিদ্দিক মাতব্বরকে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগের এক ইউনিয়ন সভাপতিকে পিটিয়ে আহত করলেন আরেক ইউনিয়নের সাধারণ সম্পাদক। জমি নিয়ে বিরোধের জেরে গতকাল শুক্রবার বিকেলের ওই হামলার ঘটনায় ১৩ জনকে অভিযুক্ত করে কমলনগর থানায় মামলা করা হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চরজগবন্ধু এলাকায় প্রায় এক বছর ধরে আবু বকর ছিদ্দিকের মালিকানাধীন জমি দখলের চেষ্টা চলছে। আবু বকর কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এ ঘটনায় তিনি ২০২৩ সালে আদালতে মামলা করেন। আদালত স্থানীয় ভূমি অফিসকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু বকর ছিদ্দিকের পক্ষে প্রতিবেদন দেন। সেই আলোকে আদালত গত ১৩ জুন আসামিপক্ষকে জমিতে অনধিকার প্রবেশে নিষেধাজ্ঞা দেন।
গতকাল শুক্রবার আবু বকর ছিদ্দিক জমি চাষ দিতে ট্রাক্টর নামালে চর ফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রিপন ও তাঁর লোকজন হামলা চালায়। তাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে তাঁকে লক্ষ্মীপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।
চরফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রিপন বলেন, ‘চরজগবন্ধু মাতব্বরহাট এলাকায় আমার চাচা আমজাদ হোসেনের কিছু জমি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়। এই সুযোগে ছিদ্দিক মাতব্বর অন্য এক লোকের নামে নথিভুক্ত করে নেন। আমাদের সম্পত্তি পুনরুদ্ধারে আদালতে মামলা চলমান।’
সাইফুদ্দিন রিপন আরও বলেন, ‘আমার চাচার জমি নিয়ে ছিদ্দিক মাতব্বর কোনো বাড়াবাড়ি করবেন না মর্মে প্রায় সময়ই চাচার কাছ থেকে টাকা-পয়সা নিয়েছেন। গতকাল শুক্রবার সকালে হঠাৎ জমিতে ট্রাক্টর নামালে বাড়ির মহিলারা তাঁকে ধাওয়া দেয়। তিনি দৌড়ে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।’
এ বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তওহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগ নেতা আবু বকর ছিদ্দিক মাতব্বরকে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে