রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরু চুরির পর জবাই করে মাংস বিক্রির জন্য নেওয়ার পথে তিনজনকে আটক করে জনতা। পরে গণপিটুনি দিয়ে তাঁদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মহিষের বাম এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া চিপছড়ি এলাকার মো. জামশেদ (৩৫), পূর্ব খুরুশিয়া খাজাটিলা এলাকার মো. করিম (২৭) এবং একই গ্রামের মাইজপাড়া এলাকার আবুল হোসেন (২৬)। তাঁদের বিরুদ্ধে ভুক্তভোগী গরুর মালিক পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পূর্ব খুরুশিয়া গাইনের বাড়ি এলাকার মোহাম্মদ আজিজ বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত ২টার দিকে আজিজের গোয়ালঘর থেকে ৫০-৬০ হাজার টাকা দামের একটি গরু চুরি হয়। সেই গরু পূর্ব খুরুশিয়া পূর্ব পাহাড়ে নিয়ে জবাই করেন তিনজন। এদিকে রাতে আজিজের গরু চুরির খবর জানাজানি হয়ে যায় সর্বত্র। ভোর ৫টার দিকে জবাই করা গরুর মাংস বস্তায় ভরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন জামশেদ। নেওয়ার পথে পদুয়ার মহিষের বাম এলাকায় এলে স্থানীয়দের সন্দেহ হলে তাঁকে আটক করা হয়। দুই বছর আগেও গরু চুরি করে ধরা পড়েছিলেন জামশেদ। তাঁকে পিটুনি দেওয়ার পর স্থানীয়দের কাছে চুরির কথা স্বীকার করেন এবং অন্যদের নাম প্রকাশ করেন। তাঁর মাধ্যমে কৌশলে বাকি দুজন করিম ও আবুল হোসেনকে আনা হয়। এ সময় লোকমুখে গরুচোর ধরা পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গরুর মালিক আজিজ। তিনি চামড়া ও মাথা দেখে এটি তাঁর গরু বলে শনাক্ত করেন।
স্থানীয় মো. সাইদুল জানান, আটক ব্যক্তিরা পুলিশ এবং উপস্থিত সবার সামনে চুরির কথা স্বীকার করেছেন। এলাকায় সম্প্রতি গরু চুরির ঘটনা বেড়েই চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, স্থানীয় লোকজন তিন গরুচোরকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আটক ব্যক্তিরা সবার সামনে চুরির কথা স্বীকার করেছেন। গরুর মালিক আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। আগামীকাল বুধবার (৭ মে) তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরু চুরির পর জবাই করে মাংস বিক্রির জন্য নেওয়ার পথে তিনজনকে আটক করে জনতা। পরে গণপিটুনি দিয়ে তাঁদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মহিষের বাম এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া চিপছড়ি এলাকার মো. জামশেদ (৩৫), পূর্ব খুরুশিয়া খাজাটিলা এলাকার মো. করিম (২৭) এবং একই গ্রামের মাইজপাড়া এলাকার আবুল হোসেন (২৬)। তাঁদের বিরুদ্ধে ভুক্তভোগী গরুর মালিক পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পূর্ব খুরুশিয়া গাইনের বাড়ি এলাকার মোহাম্মদ আজিজ বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত ২টার দিকে আজিজের গোয়ালঘর থেকে ৫০-৬০ হাজার টাকা দামের একটি গরু চুরি হয়। সেই গরু পূর্ব খুরুশিয়া পূর্ব পাহাড়ে নিয়ে জবাই করেন তিনজন। এদিকে রাতে আজিজের গরু চুরির খবর জানাজানি হয়ে যায় সর্বত্র। ভোর ৫টার দিকে জবাই করা গরুর মাংস বস্তায় ভরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন জামশেদ। নেওয়ার পথে পদুয়ার মহিষের বাম এলাকায় এলে স্থানীয়দের সন্দেহ হলে তাঁকে আটক করা হয়। দুই বছর আগেও গরু চুরি করে ধরা পড়েছিলেন জামশেদ। তাঁকে পিটুনি দেওয়ার পর স্থানীয়দের কাছে চুরির কথা স্বীকার করেন এবং অন্যদের নাম প্রকাশ করেন। তাঁর মাধ্যমে কৌশলে বাকি দুজন করিম ও আবুল হোসেনকে আনা হয়। এ সময় লোকমুখে গরুচোর ধরা পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গরুর মালিক আজিজ। তিনি চামড়া ও মাথা দেখে এটি তাঁর গরু বলে শনাক্ত করেন।
স্থানীয় মো. সাইদুল জানান, আটক ব্যক্তিরা পুলিশ এবং উপস্থিত সবার সামনে চুরির কথা স্বীকার করেছেন। এলাকায় সম্প্রতি গরু চুরির ঘটনা বেড়েই চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, স্থানীয় লোকজন তিন গরুচোরকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আটক ব্যক্তিরা সবার সামনে চুরির কথা স্বীকার করেছেন। গরুর মালিক আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। আগামীকাল বুধবার (৭ মে) তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
৪ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের নারিকেলপাড়া। স্থানীয় শিশুদের একটু ভালো পরিবেশে পাঠদানের জন্য নারিকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এ জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
২৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
২ ঘণ্টা আগে