Ajker Patrika

স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধুকে ছুরিকাঘাতে খুন

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে এক যুবকের বিরুদ্ধে তাঁর বন্ধুকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর ইপিজেড থানার আকমল আলী রোড বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আইয়ুব নবী সাগর (২৬)। তিনি আকমল আলী রোড এলাকায় থাকতেন এবং স্থানীয় একটি রেস্তোরাঁর কর্মী।

অভিযুক্ত ব্যক্তির নাম সাইমন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। পুলিশ বলেছে, সাইমনসহ তিন ব্যক্তি মিলে খুনের এ ঘটনা ঘটায়। তাঁরা সবাই বন্ধু ছিলেন। পুলিশ ঘটনার পর সিজান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, রাতে স্থানীয় বাসিন্দারা বালুর মাঠ থেকে এক যুবককে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে তাঁর মরদেহ হেফাজতে নেয়। এ ছাড়া রাতে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা আইয়ুব নবী নামের ওই যুবকের লাশ শনাক্ত করেন।

ওসি বলেন, ‘পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পেরেছে, দুজন বন্ধু হলেও তাঁদের মধ্যে কিছু বিষয়ে বিরোধ ছিল। এ ছাড়া সাইমনের স্ত্রীর সঙ্গে নিহত আইয়ুবের পরকীয়া রয়েছে, এমন সন্দেহ ছিল। ধারণা করা হচ্ছে, এটা নিয়ে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। ঘটনার পর পলাতক রয়েছেন সাইমন। সাইমন তেমন কিছু করেন না। তিনি পেশায় একজন শ্রমিক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত