নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে এক যুবকের বিরুদ্ধে তাঁর বন্ধুকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর ইপিজেড থানার আকমল আলী রোড বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আইয়ুব নবী সাগর (২৬)। তিনি আকমল আলী রোড এলাকায় থাকতেন এবং স্থানীয় একটি রেস্তোরাঁর কর্মী।
অভিযুক্ত ব্যক্তির নাম সাইমন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। পুলিশ বলেছে, সাইমনসহ তিন ব্যক্তি মিলে খুনের এ ঘটনা ঘটায়। তাঁরা সবাই বন্ধু ছিলেন। পুলিশ ঘটনার পর সিজান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, রাতে স্থানীয় বাসিন্দারা বালুর মাঠ থেকে এক যুবককে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে তাঁর মরদেহ হেফাজতে নেয়। এ ছাড়া রাতে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা আইয়ুব নবী নামের ওই যুবকের লাশ শনাক্ত করেন।
ওসি বলেন, ‘পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পেরেছে, দুজন বন্ধু হলেও তাঁদের মধ্যে কিছু বিষয়ে বিরোধ ছিল। এ ছাড়া সাইমনের স্ত্রীর সঙ্গে নিহত আইয়ুবের পরকীয়া রয়েছে, এমন সন্দেহ ছিল। ধারণা করা হচ্ছে, এটা নিয়ে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। ঘটনার পর পলাতক রয়েছেন সাইমন। সাইমন তেমন কিছু করেন না। তিনি পেশায় একজন শ্রমিক।’
চট্টগ্রামে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে এক যুবকের বিরুদ্ধে তাঁর বন্ধুকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর ইপিজেড থানার আকমল আলী রোড বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আইয়ুব নবী সাগর (২৬)। তিনি আকমল আলী রোড এলাকায় থাকতেন এবং স্থানীয় একটি রেস্তোরাঁর কর্মী।
অভিযুক্ত ব্যক্তির নাম সাইমন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। পুলিশ বলেছে, সাইমনসহ তিন ব্যক্তি মিলে খুনের এ ঘটনা ঘটায়। তাঁরা সবাই বন্ধু ছিলেন। পুলিশ ঘটনার পর সিজান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, রাতে স্থানীয় বাসিন্দারা বালুর মাঠ থেকে এক যুবককে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে তাঁর মরদেহ হেফাজতে নেয়। এ ছাড়া রাতে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা আইয়ুব নবী নামের ওই যুবকের লাশ শনাক্ত করেন।
ওসি বলেন, ‘পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পেরেছে, দুজন বন্ধু হলেও তাঁদের মধ্যে কিছু বিষয়ে বিরোধ ছিল। এ ছাড়া সাইমনের স্ত্রীর সঙ্গে নিহত আইয়ুবের পরকীয়া রয়েছে, এমন সন্দেহ ছিল। ধারণা করা হচ্ছে, এটা নিয়ে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। ঘটনার পর পলাতক রয়েছেন সাইমন। সাইমন তেমন কিছু করেন না। তিনি পেশায় একজন শ্রমিক।’
রাজশাহীতে এক ব্যক্তির ৬৮ বছর আগে কেনা জমি দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার আগেই এলাকার একটি প্রভাবশালী মহল ওই জমিতে ইট-বালু ফেলে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেছেন। ভুক্তভোগী ব্যক্তিকে দেওয়া হচ্ছে হুমকিও।
২ ঘণ্টা আগে‘জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি, সিলেট’র গঠনতন্ত্র লঙ্ঘন করে ক্ষমতার জোরে অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদের বিরুদ্ধে। সদস্যরা বলছেন, সমিতির বাইরের লোকজন দিয়ে আট সদস্যের ‘মনগড়া’ এই কমিটির আহ্বায়ক ডিসি নিজেই।
২ ঘণ্টা আগেনেত্রকোনার আটপাড়ায় নিয়মবহির্ভূতভাবে সারের সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষকের নাম নুরুল আমিন তালুকদার। তিনি উপজেলার সীতারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ ঘণ্টা আগেনরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মাধবদী রেস্টহাউসের কেয়ারটেকার হাবিবুর রহমান শূন্য থেকে কোটিপতি বনে গেছেন। ভুয়া স্থায়ী ঠিকানা ও ভুয়া সনদে চাকরি নিয়ে দালালি আর অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটিপতি হওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে