চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধন নিয়ে আপত্তি জানিয়েছে শাখা ছাত্রদল। বিশেষ করে প্রার্থিতার বয়সসীমা ৩০ বছর নির্ধারণ এবং এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা নিয়ে সংগঠনটি প্রশ্ন তুলেছে।
সোমবার ছাত্রদলের শাখা সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঐতিহাসিক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন ও রাজনীতির ক্ষেত্র তৈরি। কিন্তু প্রশাসন মতামতের তোয়াক্কা না করে সিন্ডিকেটে এমন গঠনতন্ত্র পাস করেছে, যা বৈষম্যমূলক ও পক্ষপাতদুষ্ট।’
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠনগুলোর উপস্থিতিতে গঠনতন্ত্রের খসড়া নিয়ে ‘হ্যাঁ/না’ ভোটে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়কে ভিত্তি ধরার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সিন্ডিকেট অনুমোদিত গঠনতন্ত্রে তাতে যুক্ত হয়েছে এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের প্রার্থী হওয়ার সুযোগ, যা ‘প্রতিযোগিতায় বৈষম্য সৃষ্টি করবে’ বলে মনে করছে ছাত্রদল।
তাঁরা আরও বলেন, ‘প্রার্থীর বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করে প্রশাসন সচেতনভাবেই এক পক্ষকে সুবিধা দিয়েছে কি না, সেই প্রশ্নও থেকে যায়। পাশাপাশি পদবিন্যাসে নারীর প্রতি বৈষম্য এবং দপ্তর সম্পাদক পদ শুধুই ছাত্রদের জন্য নির্ধারণ করাও যৌক্তিক নয়।’
এ বিষয়ে ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরাও বলেন, দপ্তর সম্পাদক পদ শুধু ছাত্রদের জন্য নির্ধারণ করা ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’।
উল্লেখ্য, গত শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় চাকসুর সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন করা হয়। এতে বলা হয়, স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা ভোটার ও প্রার্থী হতে পারবেন। তবে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩০ বছর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধন নিয়ে আপত্তি জানিয়েছে শাখা ছাত্রদল। বিশেষ করে প্রার্থিতার বয়সসীমা ৩০ বছর নির্ধারণ এবং এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা নিয়ে সংগঠনটি প্রশ্ন তুলেছে।
সোমবার ছাত্রদলের শাখা সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঐতিহাসিক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন ও রাজনীতির ক্ষেত্র তৈরি। কিন্তু প্রশাসন মতামতের তোয়াক্কা না করে সিন্ডিকেটে এমন গঠনতন্ত্র পাস করেছে, যা বৈষম্যমূলক ও পক্ষপাতদুষ্ট।’
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠনগুলোর উপস্থিতিতে গঠনতন্ত্রের খসড়া নিয়ে ‘হ্যাঁ/না’ ভোটে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়কে ভিত্তি ধরার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সিন্ডিকেট অনুমোদিত গঠনতন্ত্রে তাতে যুক্ত হয়েছে এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের প্রার্থী হওয়ার সুযোগ, যা ‘প্রতিযোগিতায় বৈষম্য সৃষ্টি করবে’ বলে মনে করছে ছাত্রদল।
তাঁরা আরও বলেন, ‘প্রার্থীর বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করে প্রশাসন সচেতনভাবেই এক পক্ষকে সুবিধা দিয়েছে কি না, সেই প্রশ্নও থেকে যায়। পাশাপাশি পদবিন্যাসে নারীর প্রতি বৈষম্য এবং দপ্তর সম্পাদক পদ শুধুই ছাত্রদের জন্য নির্ধারণ করাও যৌক্তিক নয়।’
এ বিষয়ে ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরাও বলেন, দপ্তর সম্পাদক পদ শুধু ছাত্রদের জন্য নির্ধারণ করা ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’।
উল্লেখ্য, গত শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় চাকসুর সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন করা হয়। এতে বলা হয়, স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা ভোটার ও প্রার্থী হতে পারবেন। তবে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩০ বছর।

গাজীপুরের কালীগঞ্জে চলন্ত আন্তনগর ‘এগারো সিন্ধুর প্রভাতী’ ট্রেনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে টঙ্গী-ভৈরব রেললাইনের তুমলিয়ার দড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বগি বিচ্ছিন্ন হয়ে রেললাইনের ওপর পড়ে থাকলেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
২৭ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে রাখা ১৯২ ঘনফুট বালু জব্দ করা হয়। আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ...
৩১ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে একটি জাহাজভাঙা কারখানায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় দুই নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার কুমিরা নৌঘাট এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই নিরাপত্তা প্রহরী হলেন মো. খালেদ প্রামাণিক ও মো. সাইফুল্লাহ।
৪২ মিনিট আগে
আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। আদালতে শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম রাসেল নতুন তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে