চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধন নিয়ে আপত্তি জানিয়েছে শাখা ছাত্রদল। বিশেষ করে প্রার্থিতার বয়সসীমা ৩০ বছর নির্ধারণ এবং এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা নিয়ে সংগঠনটি প্রশ্ন তুলেছে।
সোমবার ছাত্রদলের শাখা সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঐতিহাসিক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন ও রাজনীতির ক্ষেত্র তৈরি। কিন্তু প্রশাসন মতামতের তোয়াক্কা না করে সিন্ডিকেটে এমন গঠনতন্ত্র পাস করেছে, যা বৈষম্যমূলক ও পক্ষপাতদুষ্ট।’
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠনগুলোর উপস্থিতিতে গঠনতন্ত্রের খসড়া নিয়ে ‘হ্যাঁ/না’ ভোটে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়কে ভিত্তি ধরার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সিন্ডিকেট অনুমোদিত গঠনতন্ত্রে তাতে যুক্ত হয়েছে এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের প্রার্থী হওয়ার সুযোগ, যা ‘প্রতিযোগিতায় বৈষম্য সৃষ্টি করবে’ বলে মনে করছে ছাত্রদল।
তাঁরা আরও বলেন, ‘প্রার্থীর বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করে প্রশাসন সচেতনভাবেই এক পক্ষকে সুবিধা দিয়েছে কি না, সেই প্রশ্নও থেকে যায়। পাশাপাশি পদবিন্যাসে নারীর প্রতি বৈষম্য এবং দপ্তর সম্পাদক পদ শুধুই ছাত্রদের জন্য নির্ধারণ করাও যৌক্তিক নয়।’
এ বিষয়ে ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরাও বলেন, দপ্তর সম্পাদক পদ শুধু ছাত্রদের জন্য নির্ধারণ করা ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’।
উল্লেখ্য, গত শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় চাকসুর সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন করা হয়। এতে বলা হয়, স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা ভোটার ও প্রার্থী হতে পারবেন। তবে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩০ বছর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধন নিয়ে আপত্তি জানিয়েছে শাখা ছাত্রদল। বিশেষ করে প্রার্থিতার বয়সসীমা ৩০ বছর নির্ধারণ এবং এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা নিয়ে সংগঠনটি প্রশ্ন তুলেছে।
সোমবার ছাত্রদলের শাখা সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঐতিহাসিক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন ও রাজনীতির ক্ষেত্র তৈরি। কিন্তু প্রশাসন মতামতের তোয়াক্কা না করে সিন্ডিকেটে এমন গঠনতন্ত্র পাস করেছে, যা বৈষম্যমূলক ও পক্ষপাতদুষ্ট।’
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠনগুলোর উপস্থিতিতে গঠনতন্ত্রের খসড়া নিয়ে ‘হ্যাঁ/না’ ভোটে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়কে ভিত্তি ধরার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সিন্ডিকেট অনুমোদিত গঠনতন্ত্রে তাতে যুক্ত হয়েছে এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের প্রার্থী হওয়ার সুযোগ, যা ‘প্রতিযোগিতায় বৈষম্য সৃষ্টি করবে’ বলে মনে করছে ছাত্রদল।
তাঁরা আরও বলেন, ‘প্রার্থীর বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করে প্রশাসন সচেতনভাবেই এক পক্ষকে সুবিধা দিয়েছে কি না, সেই প্রশ্নও থেকে যায়। পাশাপাশি পদবিন্যাসে নারীর প্রতি বৈষম্য এবং দপ্তর সম্পাদক পদ শুধুই ছাত্রদের জন্য নির্ধারণ করাও যৌক্তিক নয়।’
এ বিষয়ে ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরাও বলেন, দপ্তর সম্পাদক পদ শুধু ছাত্রদের জন্য নির্ধারণ করা ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’।
উল্লেখ্য, গত শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় চাকসুর সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন করা হয়। এতে বলা হয়, স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা ভোটার ও প্রার্থী হতে পারবেন। তবে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩০ বছর।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে