
প্রথম যাত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে টোল নিয়ে আপ্লুত ঝুমুর আক্তার। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল আদায়কারী। ঝুমুর বলেন, ‘আমি কখনো ভাবিনি, প্রধানমন্ত্রীর কাছ থেকে টোল আদায় করব। উনাকে এতটা কাছ থেকে দেখেছি, কথা বলেছি। এতটাই আনন্দিত, যা ভাষায় প্রকাশ করতে পারব না।’
আজ শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে নগরীর পতেঙ্গা প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রীর গাড়িবহর কর্ণফুলী টানেলের ভেতর দিয়ে আনোয়ারার উদ্দেশে যায়। পেছনে বেশ কটি বাসে ছিল তাঁর সফরসঙ্গী। মাত্র তিন মিনিটে আনোয়ারা প্রান্তে অবস্থিত টানেলের টোল প্লাজায় গিয়ে গাড়িবহর থামে।
টানেলের ভেতর দিয়ে আনোয়ারা প্রান্তে পৌঁছে প্রথম যাত্রী হিসেবে সেখানে টোল দেন সরকারপ্রধান। এর আগে টোল আদায়কারী ঝুমুরের হাতে টাকা দিয়ে রসিদ নিয়ে তা সাংবাদিকদের দেখান শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীকে ওই কর্মীর সঙ্গে হাস্যোজ্জ্বলভাবে কিছুক্ষণ কথা বলতে দেখা গেছে। পরে প্রধানমন্ত্রী কর্ণফুলী উপজেলার কোরিয়ান ইপিজেড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন।
সাংবাদিকেরা টোল আদায়কারী ঝুমুরের কাছে প্রতিক্রিয়া জানতে চান। এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে পেয়েছি, টানেলের হওয়ার সঙ্গে আমার নিজেরও একটি স্বপ্ন পূরণ হয়েছে। প্রধানমন্ত্রী টানেলের প্রথম টোল প্রদানকারী এবং তাঁর কাছ থেকে টোল নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’
পিরোজপুরের মঠবাড়িয়া থানার বাসিন্দা ঝুমুর আক্তার চট্টগ্রামে বড় হয়েছেন। তিনি মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছেন। ছোটবেলায় পুলিশ হওয়ার স্বপ্ন ছিল ঝুমুরের। তিনি বলেন, ‘পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু আজ যে স্বপ্ন পূরণ হয়েছে তা মনে হয়েছে সেই স্বপ্নের চেয়ে অনেক গুন বেশি।’
টানেল উদ্বোধনের আগে আজ বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার ঢাকা থেকে চট্টগ্রামের নেভাল একাডেমিতে আসে। প্রধানমন্ত্রী চট্টগ্রামের পতেঙ্গায় উদ্বোধনস্থলে পৌঁছালে মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা স্বাগত জানান। ১১টা ৪০ মিনিটে কর্ণফুলী তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে