
চট্টগ্রামের পাহাড়তলীর সাগরিকা থেকে বাসে চড়ে সীতাকুণ্ডের কুমিরায় চলে আসা ১০ বছর বয়সী এক শিশুকে তার পরিবারের কাছে তুলে দিয়েছে পুলিশ। আজ রোববার বিকেলে শিশুটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, শিশুটির নাম মো. শাহিন। পরিবারের সঙ্গে পাহাড়তলী থানার সাগরিকার মুরগির ফার্ম এলাকায় থাকে সে। রোববার সকালে পাহাড়তলী থেকে ৮ নম্বর বাসে করে সীতাকুণ্ডের কুমিরায় চলে আসে শিশুটি। দুপুরে কুমিরা বাজারে ঘোরার সময় স্থানীয়রা শিশুটির কাছে তার বাড়ির ঠিকানা জানতে চান। পরে তারা সীতাকুণ্ড থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে থানায় নিয়ে আসে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, শিশু শাহীন মানসিক ভারসাম্যহীন ছিল। সে সকালে পরিবারের অগোচরে বাসা থেকে বেরিয়ে পাহাড়তলী বাজারে চলে আসে। সেখান থেকে ৮ নম্বর বাস করে কুমিরায় চলে আসে। সেখানে গিয়ে সে কান্নাকাটি করতে থাকে। পরে স্থানীয়রা তাকে বসিয়ে রেখে পুলিশে খবর দেয়।
ওসি আরও বলেন, থানায় জিজ্ঞাসাবাদে শিশুটি তার বাবা-মার নামের পাশাপাশি এলাকার নাম মুরগির ফার্ম বলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির পরিবারের সন্ধান চেয়ে পোস্ট করার পাশাপাশি পাহাড়তলী থানায় খবর দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচার করা ছবি দেখে ও পাহাড়তলী থানা-পুলিশের সহায়তায় তার পরিবার তাকে শনাক্ত করে। বিকেলে তারা সীতাকুণ্ড থানায় আসে। পরে বিকেলে শিশুটিকে তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়।

কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
২ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৫ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
২০ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৩৬ মিনিট আগে