কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

কচুয়া পৌরসভার তাহসান তফাদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে ওই কিশোর। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি হাসপাতাল পাঠিয়েছে কচুয়া থানা-পুলিশ।
আজ রোববার সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
তাহসানের বাবা জামাল হোসেন তফাদার বলেন, ‘স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সুখে শান্তিতে আমার সংসার চলে আসছিল। চলমান এসএসসি পরীক্ষায় সে কচুয়া আইডিয়াল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিচ্ছে। এলাকার কিছু ছেলেদের সঙ্গে মিশে আমার ছেলে তাহসান বিপথে চলে যায়। কয়েক দিন যাবৎ বায়না ধরে তাকে মোটরবাইক কিনে দিতে হবে, না দিলে সে আত্মহত্যা করবে।’
তিনি বলেন, ‘শনিবার সন্ধ্যায় আমাকে এবং স্ত্রীকে চাপ দেয়, আজকের (শনিবার) রাতের মধ্যে তাকে মোটরবাইক কিনে দিতে হবে। অনেক বোঝানোর পর বলেছি পরীক্ষা শেষ হলেই মোটরসাইকেল কিনে দেব। কিন্তু তাতেও সে মানতে নারাজ। পরে আমরা সবাই ঘুমিয়ে পড়লে সকলের অগোচরে তার কক্ষে গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে তাহসানের কক্ষে ভেতর থেকে শব্দ শুনতে পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাহসানকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখি। এরপর সেখান থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ এই কথা কলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।’

কচুয়া পৌরসভার তাহসান তফাদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে ওই কিশোর। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি হাসপাতাল পাঠিয়েছে কচুয়া থানা-পুলিশ।
আজ রোববার সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
তাহসানের বাবা জামাল হোসেন তফাদার বলেন, ‘স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সুখে শান্তিতে আমার সংসার চলে আসছিল। চলমান এসএসসি পরীক্ষায় সে কচুয়া আইডিয়াল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিচ্ছে। এলাকার কিছু ছেলেদের সঙ্গে মিশে আমার ছেলে তাহসান বিপথে চলে যায়। কয়েক দিন যাবৎ বায়না ধরে তাকে মোটরবাইক কিনে দিতে হবে, না দিলে সে আত্মহত্যা করবে।’
তিনি বলেন, ‘শনিবার সন্ধ্যায় আমাকে এবং স্ত্রীকে চাপ দেয়, আজকের (শনিবার) রাতের মধ্যে তাকে মোটরবাইক কিনে দিতে হবে। অনেক বোঝানোর পর বলেছি পরীক্ষা শেষ হলেই মোটরসাইকেল কিনে দেব। কিন্তু তাতেও সে মানতে নারাজ। পরে আমরা সবাই ঘুমিয়ে পড়লে সকলের অগোচরে তার কক্ষে গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে তাহসানের কক্ষে ভেতর থেকে শব্দ শুনতে পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাহসানকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখি। এরপর সেখান থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ এই কথা কলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৫ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২৫ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩১ মিনিট আগে