
ভারতে আটকের সাড়ে ছয় মাস পর আইনি প্রক্রিয়া শেষে জামিনে মুক্তি পেলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের ৩২ জনসহ মহেশখালী ও কুতুবদিয়ার মোট ৮৮ জেলে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ বিজিবিকে ভারতে আটকে থাকা বাঁশখালীর ৩২ জেলে, কুতুবদিয়ার ২৯ জন, মহেশখালীর ২৭ জনসহ মোট ৮৮ জন জেলেকে সাতক্ষীরার শ্যামনগরে হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড।
ভারতে আটকে থাকা শাহ আলম মাঝি দেশে ফেরার বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করে বলেন, ‘গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমরা বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগরে পৌঁছাই। বর্তমানে আমরা বাড়ি ফেরার পথে আছি।’
ভারতে আটকে থাকা সোনার মদিনা ফিশিং ট্রলারের মালিক নুরুল আবসার বলেন, ‘দীর্ঘ সাড়ে ছয় মাস আইনি প্রক্রিয়া শেষে ৩২ জেলের নিজ খরচে জামিনে মুক্ত করে দেশে আনতে সক্ষম হয়েছি। মাঝিমাল্লাদের জামিনে মুক্ত করতে ভারত-বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা পেয়েছি।’
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ভারতে আটক ৩২ জেলের তালিকা করে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে কাগজপত্র পাঠানো হয়েছিল। দীর্ঘ সাড়ে ছয় মাস কারাভোগের পর তাঁদের দেশে ফেরার খবর পেয়েছি। জেলেরা ভারতে আটকে থাকার সময় তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবার খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ওই ৮৮ জেলা কুয়াশায় পথ ভুলে ভারতের জলসীমায় অনুপ্রবেশ করার দায়ে ভারতীয় কোস্টগার্ড আটক করে। আটকের দীর্ঘ সাড়ে ছয় মাস পর দেশে ফিরছেন তাঁরা।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
২৮ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে