নিজস্ব প্রতিবেদক, টেকনাফ থেকে

ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ এই মুহূর্তে টেকনাফ উপকূল অতিক্রম করলেও এখনো ভয়াবহ রূপ ধারণ করেনি। আবহাওয়া দপ্তর বলছে, ঘূর্ণিঝড়টির অগ্রভাগ এখন উপকূলে আছে। অনেক দূরে এটির মূল কেন্দ্র রয়েছে, যেটি আঘাত হানতে পারে আজ দুপুরের পর থেকে বিকেলের মধ্যে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শরিফুল নেওয়াজ কবিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্রভাগ অতিক্রমের সময় বাতাসের গতিবেগ কম আছে। সর্বশেষ ঘূর্ণিঝড় বিজ্ঞপ্তি অনুযায়ী এটির কেন্দ্রে ১৯৫ কিলোমিটার থেকে শুরু করে ২১৫ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ বাড়ছে। তবে স্থলভাগে আঘাত করার সময় গতিবেগ কমে যেতে পারে।’
টেকনাফে মধ্যরাত থেকে বৃষ্টি ও বাতাস শুরু হলেও সকালে অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তবে সকাল ৮টার পরে বৃষ্টি ও বাতাস বাড়তে থাকে। টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ঢিল এলাকায় ও জিরো পয়েন্টে গিয়ে দেখা গেছে গতকাল থেকে সাগর উত্তাল আছে। বাতাসের গতিবেগ বাড়লেও সেটি খুব বেশি নয়।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তাঁরা এখনো আশ্রয়কেন্দ্রে যাননি। বাতাস ও বৃষ্টি বাড়লে তাঁরা আশ্রয়কেন্দ্রে যাবেন। টেকনাফ শহর ও শহরের আশপাশের এলাকাগুলোতে সকাল থেকেই শুরু হয়েছে নিত্যনৈমিত্তিক কাজ। বিভিন্ন বাজার, মুদিদোকান, চায়ের দোকান ও হোটেলগুলো খোলা রয়েছে। টেকনাফের মেরিন ড্রাইভ অঞ্চল সাগর লাগোয়া বিধায় সেখানের অনেক বাসিন্দাই নিরাপদে চলে গেছে। তবে অনেক আশ্রয়কেন্দ্র এখনো ফাঁকা পড়ে আছে।
স্থানীয় সিপিপি, অর্থাৎ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সদস্যরা বলছেন, তাঁরা ঝড় পর্যবেক্ষণ করছেন। মানুষকে সচেতন ও তার জন্য মাইকিং করে তাদের নিরাপদে যাওয়ার কথা জানিয়েছেন।
আরও পড়ুন:

ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ এই মুহূর্তে টেকনাফ উপকূল অতিক্রম করলেও এখনো ভয়াবহ রূপ ধারণ করেনি। আবহাওয়া দপ্তর বলছে, ঘূর্ণিঝড়টির অগ্রভাগ এখন উপকূলে আছে। অনেক দূরে এটির মূল কেন্দ্র রয়েছে, যেটি আঘাত হানতে পারে আজ দুপুরের পর থেকে বিকেলের মধ্যে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শরিফুল নেওয়াজ কবিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্রভাগ অতিক্রমের সময় বাতাসের গতিবেগ কম আছে। সর্বশেষ ঘূর্ণিঝড় বিজ্ঞপ্তি অনুযায়ী এটির কেন্দ্রে ১৯৫ কিলোমিটার থেকে শুরু করে ২১৫ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ বাড়ছে। তবে স্থলভাগে আঘাত করার সময় গতিবেগ কমে যেতে পারে।’
টেকনাফে মধ্যরাত থেকে বৃষ্টি ও বাতাস শুরু হলেও সকালে অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তবে সকাল ৮টার পরে বৃষ্টি ও বাতাস বাড়তে থাকে। টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ঢিল এলাকায় ও জিরো পয়েন্টে গিয়ে দেখা গেছে গতকাল থেকে সাগর উত্তাল আছে। বাতাসের গতিবেগ বাড়লেও সেটি খুব বেশি নয়।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তাঁরা এখনো আশ্রয়কেন্দ্রে যাননি। বাতাস ও বৃষ্টি বাড়লে তাঁরা আশ্রয়কেন্দ্রে যাবেন। টেকনাফ শহর ও শহরের আশপাশের এলাকাগুলোতে সকাল থেকেই শুরু হয়েছে নিত্যনৈমিত্তিক কাজ। বিভিন্ন বাজার, মুদিদোকান, চায়ের দোকান ও হোটেলগুলো খোলা রয়েছে। টেকনাফের মেরিন ড্রাইভ অঞ্চল সাগর লাগোয়া বিধায় সেখানের অনেক বাসিন্দাই নিরাপদে চলে গেছে। তবে অনেক আশ্রয়কেন্দ্র এখনো ফাঁকা পড়ে আছে।
স্থানীয় সিপিপি, অর্থাৎ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সদস্যরা বলছেন, তাঁরা ঝড় পর্যবেক্ষণ করছেন। মানুষকে সচেতন ও তার জন্য মাইকিং করে তাদের নিরাপদে যাওয়ার কথা জানিয়েছেন।
আরও পড়ুন:

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
২ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে