
কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে ১৮টি সাম্বার, মায়া হরিণসহ চার প্রজাতির বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সাফারি পার্কে প্রাণীগুলো অবমুক্ত করা হয়।
গত মঙ্গলবার ঢাকা বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মীরা দিনাজপুরের নবাবগঞ্জে স্বপ্নপুরীর পার্কের চিড়িয়াখানায় অভিযান চালিয়ে এসব বন্য প্রাণী জব্দ করেন।
ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মাধ্যমে বুধবার দিবাগত রাত ১টার দিকে ১৪টি সাম্বার হরিণ, ৪টি মায়া হরিণ, ৫টি রাজ ধনেশ ও ১টি পাকড়াও ধনেশ ডুলাহাজারা সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সাম্বার হরিণ ও মায়া হরিণ আনার পর স্বাস্থ্য পরীক্ষা শেষে বেষ্টনীতে অবমুক্ত করা হয়েছে।’
মো. মাজহারুল ইসলাম আরও বলেন, ২ হাজার ২৫০ একর বনাঞ্চলে গড়ে তোলা দেশের প্রথম ডুলাহাজারা সাফারি পার্ক। এখানে আগে দেশীয় প্রজাতির সাম্বার ও মায়া হরিণ ছিল কম। ২০২৩ সালের জুলাইয়ে স্কয়ার গ্রুপের উপহার হিসেবে ৫০টি চিত্রা হরিণ আনা হয়েছিল। পার্কে এখন হরিণের প্রজননও বেড়েছে।

পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
২ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৫ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় দিনদুপুরে স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বনগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘ডাকসু নির্বাচনের সময় মিছিল করার মতো ৫০ জনও পাইনি, কিন্তু ভোটের দিন ১১ হাজার শিক্ষার্থী পেয়েছিলাম। ঠিক সেভাবেই দশমিনা-গলাচিপার মানুষ ট্রাক মার্কাকে বিজয়ী করে নতুন ইতিহাস গড়বেন।’ আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে গলাচিপা উপজেলার....
২১ মিনিট আগে