মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

শিল্প স্থাপনের জন্য অধিগ্রহণ উপকূলীয় এলাকার ২৬ হাজার একর সংরক্ষিত বন উজাড় হওয়ায় খাদ্য ও মিঠা পানির সংকটে উপকূলীয় বন থেকে লোকালয়ে ছুটে আসছে মায়া হরিণ। ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের মঘাদিয়া ঘোনা এলাকায় উপকূলীয় বেড়িবাঁধের ওপর গাড়ি চাপায় মৃত দুটি হরিণ উদ্ধার করা হয়। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পণ্য সরবরাহের কাজে নিয়োজিত গাড়ির চাপায় হরিণ দুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার হরিণ দুটি উদ্ধার করে মাটিচাপা দেন বন বিভাগের মিরসরাই উপকূলীয় রেঞ্জের কর্মকর্তারা। শুক্রবার সন্ধ্যায় জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের মিরসরাই অর্থনৈতিক
অঞ্চলের কাজের জন্য উপকূলীয় ২৬ হাজার একর ম্যানগ্রোভ বন অধিগ্রহণ করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। যার দুই তৃতীয়াংশ বন ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। যেখানে প্রায় ১ হাজির ৫০০ মায়া হরিণ রয়েছে। বনভূমি ধ্বংস হয়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে হরিণগুলো। এ ছাড়া খাদ্য ও মিঠা পানির সংকট থাকায় হরিণগুলো বনাঞ্চল ছেলে প্রায় লোকালয়ে এসে দুর্ঘটনার স্বীকার হচ্ছে।
উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুল গফুর মোল্লা বলেন, ‘উপকূলীয় প্রায় ২৬ হাজার একর ম্যানগ্রোভ বন বেজা অধিগ্রহণ করে ফেলেছে। যার দুই তৃতীয়াংশ ইতিমধ্যেই কেটে ফেলা হয়েছে। বেড়িবাঁধের সড়কটি দিয়ে অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজে ব্যবহৃত গাড়ি যাতায়াত করে। ওই গাড়িগুলোর চাপায় হরিণ দুটি মারা গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে শুক্রবার দুপুরে স্ত্রী হরিণ দুটি উদ্ধার করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে হরিণ দুটি উদ্ধারের পর মাটিচাপা দেওয়া হয়েছে।’
আবদুল গফুর মোল্লা আরও বলেন, ‘খাবার ও মিষ্টি পানির জন্য রাতে বন থেকে লোকালয়ে যাওয়া বা আসার পথে দুর্ঘটনাটি ঘটতে পারে। মারা যাওয়া (স্ত্রী) হরিণ দুটির বয়স ১০ বছর হবে।’
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, দুটি হরিণ উপকূলীয় বন থেকে রাতের বেলা রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় মারা হয়। পরে উপকূলীয় বন বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে উদ্ধার করে হরিণ দুটি নিয়ে যায়। বনের জীবজন্তু বিপন্ন হওয়ার ফলে পরিবেশ বিরূপ প্রভাব পড়বে। এসব বন্যপ্রাণী রক্ষার উদ্যোগ নেওয়া জরুরি।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) চট্টগ্রাম সমন্বয়ক এ এসএম জিয়াউর রহমান জানান, এতবড় বন উজাড় না করে বন্যপ্রাণী রক্ষার জন্য নির্দিষ্ট অভয়ারণ্যে রাখা প্রয়োজন ছিল। অপরিকল্পিতভাবে জীবজন্তু বিলুপ্ত করে শিল্পায়ন হলে এর কুফল সবাইকে ভোগ করতে হবে।

শিল্প স্থাপনের জন্য অধিগ্রহণ উপকূলীয় এলাকার ২৬ হাজার একর সংরক্ষিত বন উজাড় হওয়ায় খাদ্য ও মিঠা পানির সংকটে উপকূলীয় বন থেকে লোকালয়ে ছুটে আসছে মায়া হরিণ। ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের মঘাদিয়া ঘোনা এলাকায় উপকূলীয় বেড়িবাঁধের ওপর গাড়ি চাপায় মৃত দুটি হরিণ উদ্ধার করা হয়। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পণ্য সরবরাহের কাজে নিয়োজিত গাড়ির চাপায় হরিণ দুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার হরিণ দুটি উদ্ধার করে মাটিচাপা দেন বন বিভাগের মিরসরাই উপকূলীয় রেঞ্জের কর্মকর্তারা। শুক্রবার সন্ধ্যায় জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের মিরসরাই অর্থনৈতিক
অঞ্চলের কাজের জন্য উপকূলীয় ২৬ হাজার একর ম্যানগ্রোভ বন অধিগ্রহণ করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। যার দুই তৃতীয়াংশ বন ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। যেখানে প্রায় ১ হাজির ৫০০ মায়া হরিণ রয়েছে। বনভূমি ধ্বংস হয়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে হরিণগুলো। এ ছাড়া খাদ্য ও মিঠা পানির সংকট থাকায় হরিণগুলো বনাঞ্চল ছেলে প্রায় লোকালয়ে এসে দুর্ঘটনার স্বীকার হচ্ছে।
উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুল গফুর মোল্লা বলেন, ‘উপকূলীয় প্রায় ২৬ হাজার একর ম্যানগ্রোভ বন বেজা অধিগ্রহণ করে ফেলেছে। যার দুই তৃতীয়াংশ ইতিমধ্যেই কেটে ফেলা হয়েছে। বেড়িবাঁধের সড়কটি দিয়ে অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজে ব্যবহৃত গাড়ি যাতায়াত করে। ওই গাড়িগুলোর চাপায় হরিণ দুটি মারা গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে শুক্রবার দুপুরে স্ত্রী হরিণ দুটি উদ্ধার করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে হরিণ দুটি উদ্ধারের পর মাটিচাপা দেওয়া হয়েছে।’
আবদুল গফুর মোল্লা আরও বলেন, ‘খাবার ও মিষ্টি পানির জন্য রাতে বন থেকে লোকালয়ে যাওয়া বা আসার পথে দুর্ঘটনাটি ঘটতে পারে। মারা যাওয়া (স্ত্রী) হরিণ দুটির বয়স ১০ বছর হবে।’
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, দুটি হরিণ উপকূলীয় বন থেকে রাতের বেলা রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় মারা হয়। পরে উপকূলীয় বন বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে উদ্ধার করে হরিণ দুটি নিয়ে যায়। বনের জীবজন্তু বিপন্ন হওয়ার ফলে পরিবেশ বিরূপ প্রভাব পড়বে। এসব বন্যপ্রাণী রক্ষার উদ্যোগ নেওয়া জরুরি।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) চট্টগ্রাম সমন্বয়ক এ এসএম জিয়াউর রহমান জানান, এতবড় বন উজাড় না করে বন্যপ্রাণী রক্ষার জন্য নির্দিষ্ট অভয়ারণ্যে রাখা প্রয়োজন ছিল। অপরিকল্পিতভাবে জীবজন্তু বিলুপ্ত করে শিল্পায়ন হলে এর কুফল সবাইকে ভোগ করতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৩ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৩ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৩ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
৪ ঘণ্টা আগে