চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরের যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ব্যাটারিচালিত লাইসেন্সধারী অটোরিকশা (ইজিবাইক) জোড় সংখ্যার রং হবে লাল এবং বেজোড় সংখ্যার রং হবে সবুজ। এই কাজ সম্পন্ন হওয়ার পরে নির্ধারণ করা হবে কোন কালার কোন সময়ে সড়কে চলাচল করবে। আর এটি বাস্তবায়ন হলে শহরের গাড়ির সংখ্যা কমবে এবং যানজট অনেকটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।
আজ বুধবার দুপুরে পৌর ঈদগাহ মাঠে গিয়ে দেখা গেছে, ইজিবাইকগুলোর নতুন নম্বর প্লেট প্রদান এবং জোড় ও বেজোড় সংখ্যায় কালার করে দিচ্ছেন শ্রমিকেরা।
পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক রাফি রাসেল বলেন, এই কাজটি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে পৌর এলাকায় ইজিবাইকচালক ও মালিকদের উদ্দেশে মাইকে ঘোষণা করা হয়েছে। পৌরসভায় ২ হাজার ৬২৬টি ইজিবাইকের লাইসেন্স আছে। নম্বর প্লেট প্রদান ও রং করার কাজ ১২ জানুয়ারি শুরু হয়েছে, শেষ হবে ২০ জানুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কাজ করা হচ্ছে।
শহরের ওয়্যারলেস এলাকার ইজিবাইকচালক মজিবুর রহমান ও পুরান বাজারের সোলাইমান মিয়া বলেন, ‘যানজট নিরসনের যে উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে স্বাগত জানাই। তবে দুই কালারের গাড়ি একদিন বন্ধ না রেখে প্রতিদিন দুটি সময় নির্ধারণ করে দিলে ভালো হবে। আশা করি পৌর কর্তৃপক্ষ সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।’
উপপরিচালক স্থানীয় সরকার ও চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া বলেন, শহরের যানজট নিরসনে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সবুজ রঙের বেজোড় সংখ্যা এবং জোড় তারিখে জোড় সংখ্যার লাল ইজিবাইক চলাচল করবে। এর ফলে অবৈধ কোনো ইজিবাইক চলাচল করতে পারবে না।

মো. গোলাম জাকারিয়া বলেন, একই তারিখ থেকে চাঁদপুরে চলাচলরত সিএনজিচালিত অটোরিকশা শহরের তিনটি নির্দিষ্ট স্থান পর্যন্ত আসতে পারবে। নির্দিষ্ট স্থানের মধ্যে রয়েছে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামনে, চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের বঙ্গবন্ধু সড়কের মাথা এবং চাঁদপুর-হাইমচর সড়কের জন্য নতুন বাজার-পুরান বাজার সেতুর পুরান বাজার অংশে অটোরিকশা অবস্থান নেবে।

চাঁদপুর শহরের যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ব্যাটারিচালিত লাইসেন্সধারী অটোরিকশা (ইজিবাইক) জোড় সংখ্যার রং হবে লাল এবং বেজোড় সংখ্যার রং হবে সবুজ। এই কাজ সম্পন্ন হওয়ার পরে নির্ধারণ করা হবে কোন কালার কোন সময়ে সড়কে চলাচল করবে। আর এটি বাস্তবায়ন হলে শহরের গাড়ির সংখ্যা কমবে এবং যানজট অনেকটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।
আজ বুধবার দুপুরে পৌর ঈদগাহ মাঠে গিয়ে দেখা গেছে, ইজিবাইকগুলোর নতুন নম্বর প্লেট প্রদান এবং জোড় ও বেজোড় সংখ্যায় কালার করে দিচ্ছেন শ্রমিকেরা।
পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক রাফি রাসেল বলেন, এই কাজটি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে পৌর এলাকায় ইজিবাইকচালক ও মালিকদের উদ্দেশে মাইকে ঘোষণা করা হয়েছে। পৌরসভায় ২ হাজার ৬২৬টি ইজিবাইকের লাইসেন্স আছে। নম্বর প্লেট প্রদান ও রং করার কাজ ১২ জানুয়ারি শুরু হয়েছে, শেষ হবে ২০ জানুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কাজ করা হচ্ছে।
শহরের ওয়্যারলেস এলাকার ইজিবাইকচালক মজিবুর রহমান ও পুরান বাজারের সোলাইমান মিয়া বলেন, ‘যানজট নিরসনের যে উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে স্বাগত জানাই। তবে দুই কালারের গাড়ি একদিন বন্ধ না রেখে প্রতিদিন দুটি সময় নির্ধারণ করে দিলে ভালো হবে। আশা করি পৌর কর্তৃপক্ষ সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।’
উপপরিচালক স্থানীয় সরকার ও চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া বলেন, শহরের যানজট নিরসনে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সবুজ রঙের বেজোড় সংখ্যা এবং জোড় তারিখে জোড় সংখ্যার লাল ইজিবাইক চলাচল করবে। এর ফলে অবৈধ কোনো ইজিবাইক চলাচল করতে পারবে না।

মো. গোলাম জাকারিয়া বলেন, একই তারিখ থেকে চাঁদপুরে চলাচলরত সিএনজিচালিত অটোরিকশা শহরের তিনটি নির্দিষ্ট স্থান পর্যন্ত আসতে পারবে। নির্দিষ্ট স্থানের মধ্যে রয়েছে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামনে, চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের বঙ্গবন্ধু সড়কের মাথা এবং চাঁদপুর-হাইমচর সড়কের জন্য নতুন বাজার-পুরান বাজার সেতুর পুরান বাজার অংশে অটোরিকশা অবস্থান নেবে।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৫ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৬ ঘণ্টা আগে