Ajker Patrika

চবি ছাত্রীকে হেনস্তার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৩ জুলাই ২০২২, ২০: ১০
চবি ছাত্রীকে হেনস্তার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তার ঘটনায় মো. সাইফুল (২৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ঘটনায় সংশ্লিষ্ট পাঁচজনকেই গ্রেপ্তার করল র‍্যাব। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ হাটহাজারী ক্যাম্প কমান্ডার মো. মাহফুজুর রহমান। র‍্যাবের ক্যাম্প কমান্ডার বলেন, বিকেলে তাঁকে বহদ্দারহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল শুক্রবার রাতে হাটহাজারী ও রাউজানে অভিযান চালিয়ে প্রথমে চারজনকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩) ও একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নুরুল আবছার বাবু (২২)। বাকি দুজন হলেন হাটহাজারী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী নুর হোসেন শাওন (২২) ও একই কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা (২২)। 

প্রসঙ্গত, রোববার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় থেকে হলে ফেরার পথে এক ছাত্রী ও তাঁর বন্ধুকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে যৌন নিপীড়ন করে পাঁচ যুবক। তাঁকে ধর্ষণের চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই ছাত্রী। বিশ্ববিদ্যালয় ছাত্রীকে শ্লীলতাহানির ভিডিও ধারণ করে ভাইরাল করার ভয় দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে চেষ্টা করেছিলেন অভিযুক্ত ব্যক্তিরা। ওই ঘটনায় বুধবার ওই ছাত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। ঘটনার প্রতিবাদে ক্যাম্পাস উত্তপ্ত হয়। আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

সাফল্য পেতে বছরের শুরু থেকে বাদ দিন এই ৭ অভ্যাস

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

আল জাজিরার বিশ্লেষণ: খালেদা জিয়ার উত্তরাধিকার কি তাঁর ছেলে এগিয়ে নিতে পারবেন?

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত